Monday, May 9, 2016

লড়াইয়ে এখন শুধু বার্সা-রিয়াল

লড়াইয়ে এখন শুধু বার্সা-রিয়াল 
 শেষ রাউন্ডেই হবে লা লিগার শিরোপা নিষ্পত্তি। যে লড়াইটা এখন শুধু বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের। লেভান্তের মাঠে শেষ মিনিটে গোল হজম করে হেরে যাওয়ায় শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে যে অ্যাতলেতিকো মাদ্রিদ।

এস্প্যানিওলকে গোলবন্যায় ভাসিয়ে ৫-০ গোলের বিশাল জয়ে শিরোপার সুবাসই পাচ্ছে বার্সেলোনা। আগামী শনিবার গ্রানাদার মাঠে জিতলেই উৎসবে ভাসবে লুই এনরিকের শিষ্যরা। অবশ্য কাতালানরা যদি হেরে যায় কিংবা ড্র করে তখন দেপোর্তিভো লা করুনাকে হারাতে পারলে লিগ ট্রফি চলে যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এক রাউন্ডের খেলা বাকি থাকতে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লুই এনরিকের দল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতে তাদের চেয়ে এক পয়েন্ট পেছনেই আছে মাদ্রিদের অভিজাতরা। আর লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে রেস থেকে ছিটকে পড়া অ্যাতলেতিকোর পয়েন্ট ৮৫।

ন্যু ক্যাম্পের ম্যাচে অষ্টম মিনিটে ফ্রি-কিকে চমত্কার গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি। প্রথমার্ধে গোল ওই একটিই। এরপর দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে লুই সুয়ারেস জোড়া গোল করলে কাতালানদের জয়টা নিশ্চিতই হয়ে যায়!  এরপর রাফিনহা এবং নেইমারের লক্ষ্যভেদে ব্যবধানটা শুধু বেড়েছে। মেসির বাড়ানো পাসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করার খানিকটা পরে নেইমারের কর্নারে হেডে নিজের দ্বিতীয় গোল করেছেন উরুগুয়ে ফরোয়ার্ড। লিগে এবারের মৌসুমে সুয়ারেসের এটা ৩৭তম গোল। মিনিট দশেক পরে এস্পানিওল গোলরক্ষক পাউ লোপেজের ভুলে মাঠে নেমে নিজের প্রথম শটেই গোল করেছেন রাফিনহা। আর শেষ পেরেকটা ঠুকেছেন নেইমার।

লেভান্তের মাঠে শুরুটা স্বপ্নিল হয়েছিল বার্সার সমান পয়েন্ট নিয়ে মাঠে নামা অ্যাতলেতিকোরও। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফের্নান্দো তোরেসের লক্ষ্যভেদে উৎসবে ভাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা। তখন কেউ কি ভেবেছিল এই ম্যাচের গল্পটা একেবারে ভিন্নভাবে লিখতে হবে। বিরতির আগেই অবশ্য ভিক্তোর ক্যাসাদেসুসের গোলে সমতা ফেরায় লেভান্তে। এরপর আর কোনো দলই গোল করতে পারছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচের নিয়তি সম্ভবত ড্র-ই, ঠিক তখন জিয়ুসপি রসির গোল। সিমিওনের শিষ্যদের হৃদয় ভেঙে চুরমার! ৯০ মিনিটে করা রসির ওই গোলেই যে এবারের মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বপ্ন একেবারে বিলীন হয়ে গেছে অ্যাতলেতিকোর। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে শিরোপা জয়ের সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখেছে আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল। ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় ‘লস ব্লাংকোস’। মাঝবিরতির বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ব্যবধান দ্বিগুণ করেছেন করিম বেনজিমা। দ্বিতীয়ার্ধের শুরুতে রোদ্রিগো ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল শোধ দেন। চার মিনিট পরই রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৩-১। শেষ দিকে আন্দ্রে গোমেজ গোল করে ম্যাচটা জমিয়ে তুললেও রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত করতে পারেনি ভ্যালেন্সিয়া।

ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অষ্টম মিনিটে গোল করে সিটিজেনদের উৎসবে ভাসান সের্হিয়ো আগুয়েরো। তাদের ওই উৎসব যদিও মুহূর্তেই মিলিয়ে যায় দশম মিনিটে অলিভিয়ের জিরোদ গানারদের হয়ে সমতা ফেরালে। দ্বিতীয়ার্ধের শুরতে ডি ব্রুইন আবার এগিয়ে দেন ম্যানচেস্টারের ক্লাবটিকে। এ উৎসবও খানিকটা পরে মাটি করে দিয়ে আর্সেনালের হয়ে সমতা ফেরান অ্যালেক্সিজ সানচেস। এ ড্রয়ে তিনে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮, সমান ৩৭ ম্যাচে সিটিজেনদের অর্জন ৬৫। এক ম্যাচ কম খেলা তাদের প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে। রাতের অন্য ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আর নিজ মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম।
info

www.kalerkantho.com
শেষ রাউন্ডেই হবে লা লিগার শিরোপা নিষ্পত্তি। যে লড়াইটা এখন শুধু বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের। লেভান্তের মাঠে শেষ মিনিটে গোল হজম করে হেরে যাওয়ায় শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে যে অ্যাতলেতিকো মাদ্রিদ।
এস্প্যানিওলকে গোলবন্যায় ভাসিয়ে ৫-০ গোলের বিশাল জয়ে শিরোপার সুবাসই পাচ্ছে বার্সেলোনা। আগামী শনিবার গ্রানাদার মাঠে জিতলেই উৎসবে ভাসবে লুই এনরিকের শিষ্যরা। অবশ্য কাতালানরা যদি হেরে যায় কিংবা ড্র করে তখন দেপোর্তিভো লা করুনাকে হারাতে পারলে লিগ ট্রফি চলে যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এক রাউন্ডের খেলা বাকি থাকতে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লুই এনরিকের দল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতে তাদের চেয়ে এক পয়েন্ট পেছনেই আছে মাদ্রিদের অভিজাতরা। আর লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে রেস থেকে ছিটকে পড়া অ্যাতলেতিকোর পয়েন্ট ৮৫।
ন্যু ক্যাম্পের ম্যাচে অষ্টম মিনিটে ফ্রি-কিকে চমত্কার গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি। প্রথমার্ধে গোল ওই একটিই। এরপর দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে লুই সুয়ারেস জোড়া গোল করলে কাতালানদের জয়টা নিশ্চিতই হয়ে যায়!  এরপর রাফিনহা এবং নেইমারের লক্ষ্যভেদে ব্যবধানটা শুধু বেড়েছে। মেসির বাড়ানো পাসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করার খানিকটা পরে নেইমারের কর্নারে হেডে নিজের দ্বিতীয় গোল করেছেন উরুগুয়ে ফরোয়ার্ড। লিগে এবারের মৌসুমে সুয়ারেসের এটা ৩৭তম গোল। মিনিট দশেক পরে এস্পানিওল গোলরক্ষক পাউ লোপেজের ভুলে মাঠে নেমে নিজের প্রথম শটেই গোল করেছেন রাফিনহা। আর শেষ পেরেকটা ঠুকেছেন নেইমার।
লেভান্তের মাঠে শুরুটা স্বপ্নিল হয়েছিল বার্সার সমান পয়েন্ট নিয়ে মাঠে নামা অ্যাতলেতিকোরও। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফের্নান্দো তোরেসের লক্ষ্যভেদে উৎসবে ভাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা। তখন কেউ কি ভেবেছিল এই ম্যাচের গল্পটা একেবারে ভিন্নভাবে লিখতে হবে। বিরতির আগেই অবশ্য ভিক্তোর ক্যাসাদেসুসের গোলে সমতা ফেরায় লেভান্তে। এরপর আর কোনো দলই গোল করতে পারছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচের নিয়তি সম্ভবত ড্র-ই, ঠিক তখন জিয়ুসপি রসির গোল। সিমিওনের শিষ্যদের হৃদয় ভেঙে চুরমার! ৯০ মিনিটে করা রসির ওই গোলেই যে এবারের মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বপ্ন একেবারে বিলীন হয়ে গেছে অ্যাতলেতিকোর। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে শিরোপা জয়ের সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখেছে আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল। ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় ‘লস ব্লাংকোস’। মাঝবিরতির বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ব্যবধান দ্বিগুণ করেছেন করিম বেনজিমা। দ্বিতীয়ার্ধের শুরুতে রোদ্রিগো ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল শোধ দেন। চার মিনিট পরই রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৩-১। শেষ দিকে আন্দ্রে গোমেজ গোল করে ম্যাচটা জমিয়ে তুললেও রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত করতে পারেনি ভ্যালেন্সিয়া।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অষ্টম মিনিটে গোল করে সিটিজেনদের উৎসবে ভাসান সের্হিয়ো আগুয়েরো। তাদের ওই উৎসব যদিও মুহূর্তেই মিলিয়ে যায় দশম মিনিটে অলিভিয়ের জিরোদ গানারদের হয়ে সমতা ফেরালে। দ্বিতীয়ার্ধের শুরতে ডি ব্রুইন আবার এগিয়ে দেন ম্যানচেস্টারের ক্লাবটিকে। এ উৎসবও খানিকটা পরে মাটি করে দিয়ে আর্সেনালের হয়ে সমতা ফেরান অ্যালেক্সিজ সানচেস। এ ড্রয়ে তিনে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮, সমান ৩৭ ম্যাচে সিটিজেনদের অর্জন ৬৫। এক ম্যাচ কম খেলা তাদের প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে। রাতের অন্য ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আর নিজ মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/09/356326#sthash.C51tQmyg.dpuf
শেষ রাউন্ডেই হবে লা লিগার শিরোপা নিষ্পত্তি। যে লড়াইটা এখন শুধু বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের। লেভান্তের মাঠে শেষ মিনিটে গোল হজম করে হেরে যাওয়ায় শিরোপা রেস থেকে ছিটকে পড়েছে যে অ্যাতলেতিকো মাদ্রিদ।
এস্প্যানিওলকে গোলবন্যায় ভাসিয়ে ৫-০ গোলের বিশাল জয়ে শিরোপার সুবাসই পাচ্ছে বার্সেলোনা। আগামী শনিবার গ্রানাদার মাঠে জিতলেই উৎসবে ভাসবে লুই এনরিকের শিষ্যরা। অবশ্য কাতালানরা যদি হেরে যায় কিংবা ড্র করে তখন দেপোর্তিভো লা করুনাকে হারাতে পারলে লিগ ট্রফি চলে যাবে সান্তিয়াগো বার্নাব্যুতে। এক রাউন্ডের খেলা বাকি থাকতে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লুই এনরিকের দল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতে তাদের চেয়ে এক পয়েন্ট পেছনেই আছে মাদ্রিদের অভিজাতরা। আর লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে রেস থেকে ছিটকে পড়া অ্যাতলেতিকোর পয়েন্ট ৮৫।
ন্যু ক্যাম্পের ম্যাচে অষ্টম মিনিটে ফ্রি-কিকে চমত্কার গোল করে বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি। প্রথমার্ধে গোল ওই একটিই। এরপর দ্বিতীয়ার্ধে ৯ মিনিটের ব্যবধানে লুই সুয়ারেস জোড়া গোল করলে কাতালানদের জয়টা নিশ্চিতই হয়ে যায়!  এরপর রাফিনহা এবং নেইমারের লক্ষ্যভেদে ব্যবধানটা শুধু বেড়েছে। মেসির বাড়ানো পাসে প্লেসিং শটে লক্ষ্যভেদ করার খানিকটা পরে নেইমারের কর্নারে হেডে নিজের দ্বিতীয় গোল করেছেন উরুগুয়ে ফরোয়ার্ড। লিগে এবারের মৌসুমে সুয়ারেসের এটা ৩৭তম গোল। মিনিট দশেক পরে এস্পানিওল গোলরক্ষক পাউ লোপেজের ভুলে মাঠে নেমে নিজের প্রথম শটেই গোল করেছেন রাফিনহা। আর শেষ পেরেকটা ঠুকেছেন নেইমার।
লেভান্তের মাঠে শুরুটা স্বপ্নিল হয়েছিল বার্সার সমান পয়েন্ট নিয়ে মাঠে নামা অ্যাতলেতিকোরও। ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফের্নান্দো তোরেসের লক্ষ্যভেদে উৎসবে ভাসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালিস্টরা। তখন কেউ কি ভেবেছিল এই ম্যাচের গল্পটা একেবারে ভিন্নভাবে লিখতে হবে। বিরতির আগেই অবশ্য ভিক্তোর ক্যাসাদেসুসের গোলে সমতা ফেরায় লেভান্তে। এরপর আর কোনো দলই গোল করতে পারছিল না। যখন মনে হচ্ছিল ম্যাচের নিয়তি সম্ভবত ড্র-ই, ঠিক তখন জিয়ুসপি রসির গোল। সিমিওনের শিষ্যদের হৃদয় ভেঙে চুরমার! ৯০ মিনিটে করা রসির ওই গোলেই যে এবারের মৌসুমে লিগ শিরোপা জয়ের স্বপ্ন একেবারে বিলীন হয়ে গেছে অ্যাতলেতিকোর। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে শিরোপা জয়ের সম্ভাবনা এখনো বাঁচিয়ে রেখেছে আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তাদের প্রতিপক্ষ রিয়াল। ২৬ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় ‘লস ব্লাংকোস’। মাঝবিরতির বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে ব্যবধান দ্বিগুণ করেছেন করিম বেনজিমা। দ্বিতীয়ার্ধের শুরুতে রোদ্রিগো ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল শোধ দেন। চার মিনিট পরই রোনালদো নিজের দ্বিতীয় গোল করলে ব্যবধান হয় ৩-১। শেষ দিকে আন্দ্রে গোমেজ গোল করে ম্যাচটা জমিয়ে তুললেও রিয়ালকে পূর্ণ তিন পয়েন্ট থেকে বঞ্চিত করতে পারেনি ভ্যালেন্সিয়া।
ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জনের গুরুত্বপূর্ণ লড়াইয়ে আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে অষ্টম মিনিটে গোল করে সিটিজেনদের উৎসবে ভাসান সের্হিয়ো আগুয়েরো। তাদের ওই উৎসব যদিও মুহূর্তেই মিলিয়ে যায় দশম মিনিটে অলিভিয়ের জিরোদ গানারদের হয়ে সমতা ফেরালে। দ্বিতীয়ার্ধের শুরতে ডি ব্রুইন আবার এগিয়ে দেন ম্যানচেস্টারের ক্লাবটিকে। এ উৎসবও খানিকটা পরে মাটি করে দিয়ে আর্সেনালের হয়ে সমতা ফেরান অ্যালেক্সিজ সানচেস। এ ড্রয়ে তিনে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৮, সমান ৩৭ ম্যাচে সিটিজেনদের অর্জন ৬৫। এক ম্যাচ কম খেলা তাদের প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচে। রাতের অন্য ম্যাচে লিভারপুল ২-০ গোলে হারিয়েছে ওয়াটফোর্ডকে। আর নিজ মাঠে সাউদাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে দ্বিতীয় স্থানে থাকা টটেনহাম।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/09/356326#sthash.C51tQmyg.dpuf

No comments:

Post a Comment