তৈরি সবই। ফ্রিডম সিরিজের জন্য মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম প্রস্তুত। খেলার আবহ তৈরি। ৫ নভেম্বর প্রথম টেস্টে নামছে স্বাগতিক ভারত ও সফরকারী দক্ষিণ আফ্রিকা। এখন দুই দলের অধিনায়ক বিরাট কোহলি ও হাশিম আমলার একাদশ তৈরি করাই বাকি। প্রথম টেস্টে কি তিন স্পিনার নিয়ে নামবেন কোহলি? তেমন কথাই শোনা যাচ্ছে।
ভারতের মূল শক্তি স্পিন। আর নিজেদের মাটিতে স্পিনে তারা বধ করতে পারে যে কাউকে। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় ভারতকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। তাদের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন ফিট। ভারতের টিম ডিরেক্টর বা অন্তর্বর্তিকালিন কোচ রবি শাস্ত্রি বলছেন অশ্বিন ফিট পুরোপুরি। তিনি বলেছেন, "অশ্বিন খুব ভালো বল করছে। পুরোপুরি ঠিক আছে ও। আমাদের আরো দুই স্পিনার আছে। প্রতিপক্ষ যদি শুধু অশ্বিনের কথা ভাবে তাহলে তারা চমকে দিতে পারে।"
এই সিরিজের আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। কিন্তু টেস্ট খেলাটা ভিন্ন। উপমহাদেশের উইকেটে অশ্বিন মারাত্মক বোলার। লেগ স্পিনার অমিত মিশ্রা আছেন ভারত দলে। শ্রীলঙ্কায় তিন টেস্টে নিয়েছিলেন ১৫ উইকেট। আরো আছেন রবিন্দ্র জাদেজা। বাদ পড়েছিলেন শ্রীলঙ্কায়। কিন্তু ফিরেছেন দেশের মাটিতে। দারুণ ফর্মে এই বাঁ হাতি স্পিনার। ফিরে নিজেকে প্রমাণের প্রেরণা আছে তার। স্বরাষ্ট্রের হয়ে সম্প্রতি রঞ্জি ট্রফিতে তিন ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন জাদেজা। একটি ফিফটি করে দলকে জিতিয়েছেনও। অল রাউন্ডারের সার্ভিস মিলবে তার কাছ থেকে।
মোহালির উইকেটে সামান্য ঘাস থাকতে পারে। তাতে শুরুর দিকে সিমাররা কিছুটা সহায়তা পাবেন। তবে প্রথম দিন থেকেই এই উইকেট স্পিনারদের হবে বলেই বিশেষজ্ঞ মতামত। ভারত তাই তিন স্পিনার নিয়ে নামতেই পারে। কিন্তু ভুলে গেলে চলবে না যে টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ে এক নম্বর দক্ষিণ আফ্রিকা। তাছাড়া ২০০১ সালের পর বিদেশের মাটিতে সিরিজ হারেনি তারা।
ভারতের মূল শক্তি স্পিন। আর নিজেদের মাটিতে স্পিনে তারা বধ করতে পারে যে কাউকে। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয় ভারতকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে। তাদের সেরা বোলার রবিচন্দ্রন অশ্বিন ফিট। ভারতের টিম ডিরেক্টর বা অন্তর্বর্তিকালিন কোচ রবি শাস্ত্রি বলছেন অশ্বিন ফিট পুরোপুরি। তিনি বলেছেন, "অশ্বিন খুব ভালো বল করছে। পুরোপুরি ঠিক আছে ও। আমাদের আরো দুই স্পিনার আছে। প্রতিপক্ষ যদি শুধু অশ্বিনের কথা ভাবে তাহলে তারা চমকে দিতে পারে।"
এই সিরিজের আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ হেরেছে ভারত। কিন্তু টেস্ট খেলাটা ভিন্ন। উপমহাদেশের উইকেটে অশ্বিন মারাত্মক বোলার। লেগ স্পিনার অমিত মিশ্রা আছেন ভারত দলে। শ্রীলঙ্কায় তিন টেস্টে নিয়েছিলেন ১৫ উইকেট। আরো আছেন রবিন্দ্র জাদেজা। বাদ পড়েছিলেন শ্রীলঙ্কায়। কিন্তু ফিরেছেন দেশের মাটিতে। দারুণ ফর্মে এই বাঁ হাতি স্পিনার। ফিরে নিজেকে প্রমাণের প্রেরণা আছে তার। স্বরাষ্ট্রের হয়ে সম্প্রতি রঞ্জি ট্রফিতে তিন ম্যাচে ৩৭ উইকেট নিয়েছেন জাদেজা। একটি ফিফটি করে দলকে জিতিয়েছেনও। অল রাউন্ডারের সার্ভিস মিলবে তার কাছ থেকে।
মোহালির উইকেটে সামান্য ঘাস থাকতে পারে। তাতে শুরুর দিকে সিমাররা কিছুটা সহায়তা পাবেন। তবে প্রথম দিন থেকেই এই উইকেট স্পিনারদের হবে বলেই বিশেষজ্ঞ মতামত। ভারত তাই তিন স্পিনার নিয়ে নামতেই পারে। কিন্তু ভুলে গেলে চলবে না যে টেস্ট ক্রিকেটে র্যাঙ্কিংয়ে এক নম্বর দক্ষিণ আফ্রিকা। তাছাড়া ২০০১ সালের পর বিদেশের মাটিতে সিরিজ হারেনি তারা।
info:
www.kalerkantho.com
No comments:
Post a Comment