Tuesday, May 17, 2016

‘রিয়াল জিতলে বেশি কষ্ট পেতাম’

 
 ২০১৫-১৬ মৌসুমে স্প্যানিশ লা-লিগার শিরোপা জিততে পারেনি মাদ্রিদের দুই ক্লাবের কেউ। জিতেছে কাতালুনিয়ার বার্সেলোনা। তাদের সঙ্গে শিরোপার লড়াইয়ে ছিল মাদ্রিদের দুই ক্লাব রিয়াল ও অ্যাটলেটিকো। তবে শেষ দুই রাউন্ডে শিরোপার লড়াই বাকি থাকে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যে। শেষ রাউন্ডে দুই দলই জেতায় শিরোপা যায় বার্সেলোনার ঘরে। এতে সর্বশেষ ৮ মৌসুমে ষষ্ঠ শিরোপা জিতে নেয় তারা। বার্সেলোনা এই শিরোপা জেতায় নিজের মতামত দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক দিয়েগো গদিন। নিজেরা শিরোপা জিততে না পারায় কষ্ট পাচ্ছেন। তবে কাতালানের ক্লাবটি শিরোপা জেতায় তার কষ্টটা নাকি কম। রিয়াল মাদ্রিদ জিতলে নাকি কষ্ট বেশি পেতেন। নগরপ্রতিদ্বন্দ্বীদের শিরোপা না জেতায় নিজের ‘খুশি’র ব্যাখ্যাও দিলেন অ্যাটলেটিকোর অধিনায়ক। উরুগুয়ের এ ডিফেন্ডার বলেন, ‘বার্সেলোনার শিরোপা জেতায় কষ্ট একটু কম। রিয়াল মাদ্রিদ জিতলে বেশি কষ্ট পেতাম। কারণ, তারা আমাদের নগরপ্রতিদ্বন্দ্বী। রিয়াল মাদ্রিদের প্রতি আমার পূর্ণ সম্মান রয়েছে। কোনোভাবেই তাদের ঘৃণা কিংবা অপছন্দ করি না। তবে সবসময় আমি তাদের হারাতে চাই’। রিয়াল মাদ্রিদকে নিয়ে অ্যাটলেটিকো অধিনায়কের এমন মন্তব্যের পেছনে রয়েছে অন্য এক কারণও। চলতি মৌসুমে লা-লিগার লড়াই শেষ। বার্সেলোনার সঙ্গে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা এখন বাকি নেই। কিন্তু রিয়াল মাদ্রিদের সঙ্গে বাকি অনেক বড় লড়াই। ২৮ মে ইতালির মিলানে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে মুখোমুখি হবে তারা। ওই লড়াইয়ের আগে রিয়াল লা-লিগার শিরোপা জিতলে মানসিকভাবে অনেক এগিয়ে থাকতো। সেটা চাননি গদিন। এক মৌসুম আগে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলে নগরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও অ্যাটলেটিকো। সেবার লিসবনে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ৪-১ গোলে জেতে রিযাল মাদ্রিদ। এবারের ফাইনালে সেই প্রতিশোধ নিতে চায় অ্যাটলেটিকো। বিষয়টি নিয়ে দিয়েগো গদিন বলেন, ‘লিসবনের ওই ম্যাচ থেকে আমরা অনেককিছু শিখেছি। এখন আমরা জানি- রিয়ালের বিপক্ষে কিভাবে খেলতে হয়। আর সর্বশেষ তাদের বিপক্ষের পরিসংখ্যানটাও আমাদের জন্য প্রেরণাদায়ক। আমদের দলের খেলোয়াড়দের কৌশল ও শারীরিক সক্ষমতাটা অনেক। ফাইনালে দলের খেলোয়াড়রা নিজেদের ১৫০ শতাংশ দিয়ে খেলবে।’
info; Manab Zamin

No comments:

Post a Comment