মৌসুমের মাঝপথে ছন্দ হারানো রিয়াল মাদ্রিদ জিনেদিন জিদানের অধীনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা লড়াইয়েও ভালো সম্ভাবনা জাগিয়ে তুলেছে। একসময় কোণঠাসা হয়ে পড়া দলকে আমূল বদলে দেওয়া এই ফরাসি কোচকে সান্তিয়াগো বের্নাবেউয়ে তাই আরও অনেক দিন দেখতে চান ক্রিস্তিয়ানো রোনালদো।
জানুয়ারির শুরুতে সে সময়ের কোচ রাফায়েল বেনিতেসের জায়গায় দায়িত্ব নেওয়া জিদানের অধীনে ধীরে ধীর স্বরূপে ফেরে রিয়াল। একসময় লিগের শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্টে পিছিয়ে থাকা দলটি টানা ১০ ম্যাচ জিতে ১ পয়েন্টের ব্যবধানে উঠে এসে শিরোপা সম্ভাবনা জাগিয়ে তুলেছে। চ্যাম্পিয়ন্স লিগেও শেষ চারে উঠেছে তারা।
এত সাফল্যের পরও গুঞ্জণ আছে, মৌসুম শেষে আগামী জুনে রিয়াল ছাড়তে পারেন জিদান। গত মার্চে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিশ্চিত করে কিছুই জানাননি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী সাবেক এই তারকা ফুটবলার।
এ মৌসুমে এ পর্যন্ত সব মিলিয়ে ৪৭ গোল করা রোনালদো বলেন, “আমার মতে, জিদানের অধীনে আমাদের আরও বেশি মূল্যায়ন হয়। আমরা তার স্নেহ অনুভব করি। আমরা জানি, এটা মানিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া, কিন্তু বিষয়গুলো খুব দ্রুত ঘটছে এবং আমি তার জন্য খুব খুশি।”
“খেলোয়াড় হিসেবে তাকে আগে থেকেই আমি শ্রদ্ধা করি। আর এখন কোচ হিসেবে ব্যবহারের জন্য এবং খেলোয়াড় নির্বাচনে তার পন্থার কারণে তাকে শ্রদ্ধা করি। আমি চাই, কোচ হিসেবে তিনি রিয়াল মাদ্রিদে থাকুক।”
জিদানের সঙ্গে চুক্তির মেয়াদের বিষয়ে রিয়াল কর্তৃপক্ষ কিছুই জানায়ানি। তবে গণমাধ্যমে খবর, আড়াই বছরের চুক্তিতে দায়িত্ব নিয়েছেন ৪৩ বছর বয়সী এই কোচ।
info:
bdnews24.com
No comments:
Post a Comment