মাঠের লড়াইয়ে দুই দলের শত্রুতা অনেক দিনের। আর জাতিগত কিংবা রাজনৈতিক লড়াইয়ের হিসাবে সেটা আরো পুরনো। সব কিছু মিলিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দ্বৈরথ ফুটবল বিশ্বের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের একটি। চিরশত্রু বলেই কিনা রিয়ালের সাফল্য পছন্দ নয় বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসির। আর্জেন্টাইন খুদে জাদুকর জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা রিয়াল শিরোপাহীনভাবে মৌসুম শেষ করুক, এটাই চাওয়া তাঁর ক্লাবের সবার।
গত মৌসুমে রিয়াল একটি শিরোপাও জেতেনি। এবার অবশ্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে তাদের। ২০১৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটি জেতার পথে যাদের হারিয়েছিল, সেই অ্যাতলেতিকো মাদ্রিদ এবারও বাধা শিরোপার পথে। রিয়াল সমর্থকরা তাদের ‘উনদেসিমা’ জয়ের স্বপ্নে এখন বিভোর। চিরশত্রুদের আনন্দে খুশি হয় কী করে বার্সেলোনা সমর্থকরা! প্রত্যেক কাতালানের মনের কথাটা প্রকাশ পেল মেসির কণ্ঠে, ‘একদম পরিষ্কার কথা, বার্সেলোনার কেউই চায় না রিয়াল মাদ্রিদ কোনো কিছু জিতুক।’ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে নাম লেখানো অ্যাতলেতিকো কাতালান ক্লাবটিকে হারিয়েই উঠেছিল সেমিফাইনালে। এর পরও মেসি চাইছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা যেন জেতে মাদ্রিদের ‘ছোট’রা, ‘বার্সেলোনা খুব খুশি হবে, যদি অ্যাতলেতিকো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারিয়ে দেয় তাদের (রিয়ালকে)। অ্যাতলেতিকো যা করেছে, তা সত্যি অসাধারণ, ওদের হারানো খুব কঠিন। অ্যাতলেতিকো কঠিন প্রতিপক্ষ, আর ওদের এই পারফরম্যান্সের কৃতিত্ব পাবেন (ডিয়েগো) সিমিওনে।’
ত্রিমুকুট জিতে গত মৌসুম শেষ করা বার্সেলোনার এবার সম্ভাবনা ছিল তিন শিরোপা জেতার। কিন্তু অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ভেস্তে গেছে তা। অবশ্য ঘরোয়া ডাবল জেতার সুযোগ আছে এখনো। ২০১৫-১৬ মৌসুম সাফল্যময় করে রাখতে, দুটো শিরোপাই ঘরে তুলতে চান আর্জেন্টাইন অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়াটা অনেক বড় ধাক্কা। প্রথম লেগে আমরা অ্যাতলেতিকোর চেয়ে অনেক ভালো জায়গায় ছিলাম, ওখানেই নিষ্পত্তি হয়ে যেতে পারত। কিন্তু পরে ভিসেন্তে কালদেরনের ফিরতি লেগে এলোমেলে হয়ে গেল সব।’ সঙ্গে যোগ করলেন, ‘এর পরও দারুণ হবে যদি আমরা লা লিগা ও কোপা দেল রে জিততে পারি, জানি সহজ হবে না। আমাদের সামনে এখন দুটো ফাইনাল, একটি লা লিগার, অন্যটি কোপা দেল রে।’ সেভিয়ার বিপক্ষে কাপ ফাইনালের আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, যদি বাকি থাকা ম্যাচটি জিতে নেয় লুই এনরিকের দল। মেসি তাই বললেন, ‘লা লিগায় অনেক পয়েন্ট হাতছাড়া করেছি, তবে সেটা পুষিয়েও নিয়েছি। এখনো সব কিছু আমাদের হাতে।
info
www.kalerkantho.com
গত মৌসুমে রিয়াল একটি শিরোপাও জেতেনি। এবার অবশ্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে তাদের। ২০১৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটি জেতার পথে যাদের হারিয়েছিল, সেই অ্যাতলেতিকো মাদ্রিদ এবারও বাধা শিরোপার পথে। রিয়াল সমর্থকরা তাদের ‘উনদেসিমা’ জয়ের স্বপ্নে এখন বিভোর। চিরশত্রুদের আনন্দে খুশি হয় কী করে বার্সেলোনা সমর্থকরা! প্রত্যেক কাতালানের মনের কথাটা প্রকাশ পেল মেসির কণ্ঠে, ‘একদম পরিষ্কার কথা, বার্সেলোনার কেউই চায় না রিয়াল মাদ্রিদ কোনো কিছু জিতুক।’ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে নাম লেখানো অ্যাতলেতিকো কাতালান ক্লাবটিকে হারিয়েই উঠেছিল সেমিফাইনালে। এর পরও মেসি চাইছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা যেন জেতে মাদ্রিদের ‘ছোট’রা, ‘বার্সেলোনা খুব খুশি হবে, যদি অ্যাতলেতিকো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারিয়ে দেয় তাদের (রিয়ালকে)। অ্যাতলেতিকো যা করেছে, তা সত্যি অসাধারণ, ওদের হারানো খুব কঠিন। অ্যাতলেতিকো কঠিন প্রতিপক্ষ, আর ওদের এই পারফরম্যান্সের কৃতিত্ব পাবেন (ডিয়েগো) সিমিওনে।’
ত্রিমুকুট জিতে গত মৌসুম শেষ করা বার্সেলোনার এবার সম্ভাবনা ছিল তিন শিরোপা জেতার। কিন্তু অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ভেস্তে গেছে তা। অবশ্য ঘরোয়া ডাবল জেতার সুযোগ আছে এখনো। ২০১৫-১৬ মৌসুম সাফল্যময় করে রাখতে, দুটো শিরোপাই ঘরে তুলতে চান আর্জেন্টাইন অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়াটা অনেক বড় ধাক্কা। প্রথম লেগে আমরা অ্যাতলেতিকোর চেয়ে অনেক ভালো জায়গায় ছিলাম, ওখানেই নিষ্পত্তি হয়ে যেতে পারত। কিন্তু পরে ভিসেন্তে কালদেরনের ফিরতি লেগে এলোমেলে হয়ে গেল সব।’ সঙ্গে যোগ করলেন, ‘এর পরও দারুণ হবে যদি আমরা লা লিগা ও কোপা দেল রে জিততে পারি, জানি সহজ হবে না। আমাদের সামনে এখন দুটো ফাইনাল, একটি লা লিগার, অন্যটি কোপা দেল রে।’ সেভিয়ার বিপক্ষে কাপ ফাইনালের আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, যদি বাকি থাকা ম্যাচটি জিতে নেয় লুই এনরিকের দল। মেসি তাই বললেন, ‘লা লিগায় অনেক পয়েন্ট হাতছাড়া করেছি, তবে সেটা পুষিয়েও নিয়েছি। এখনো সব কিছু আমাদের হাতে।
info
www.kalerkantho.com
মাঠের
লড়াইয়ে দুই দলের শত্রুতা অনেক দিনের। আর জাতিগত কিংবা রাজনৈতিক লড়াইয়ের
হিসাবে সেটা আরো পুরনো। সব কিছু মিলিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের
দ্বৈরথ ফুটবল বিশ্বের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের একটি। চিরশত্রু বলেই
কিনা রিয়ালের সাফল্য পছন্দ নয় বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসির।
আর্জেন্টাইন খুদে জাদুকর জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা রিয়াল
শিরোপাহীনভাবে মৌসুম শেষ করুক, এটাই চাওয়া তাঁর ক্লাবের সবার।
গত মৌসুমে রিয়াল একটি শিরোপাও জেতেনি। এবার অবশ্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে তাদের। ২০১৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটি জেতার পথে যাদের হারিয়েছিল, সেই অ্যাতলেতিকো মাদ্রিদ এবারও বাধা শিরোপার পথে। রিয়াল সমর্থকরা তাদের ‘উনদেসিমা’ জয়ের স্বপ্নে এখন বিভোর। চিরশত্রুদের আনন্দে খুশি হয় কী করে বার্সেলোনা সমর্থকরা! প্রত্যেক কাতালানের মনের কথাটা প্রকাশ পেল মেসির কণ্ঠে, ‘একদম পরিষ্কার কথা, বার্সেলোনার কেউই চায় না রিয়াল মাদ্রিদ কোনো কিছু জিতুক।’ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে নাম লেখানো অ্যাতলেতিকো কাতালান ক্লাবটিকে হারিয়েই উঠেছিল সেমিফাইনালে। এর পরও মেসি চাইছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা যেন জেতে মাদ্রিদের ‘ছোট’রা, ‘বার্সেলোনা খুব খুশি হবে, যদি অ্যাতলেতিকো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারিয়ে দেয় তাদের (রিয়ালকে)। অ্যাতলেতিকো যা করেছে, তা সত্যি অসাধারণ, ওদের হারানো খুব কঠিন। অ্যাতলেতিকো কঠিন প্রতিপক্ষ, আর ওদের এই পারফরম্যান্সের কৃতিত্ব পাবেন (ডিয়েগো) সিমিওনে।’
ত্রিমুকুট জিতে গত মৌসুম শেষ করা বার্সেলোনার এবার সম্ভাবনা ছিল তিন শিরোপা জেতার। কিন্তু অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ভেস্তে গেছে তা। অবশ্য ঘরোয়া ডাবল জেতার সুযোগ আছে এখনো। ২০১৫-১৬ মৌসুম সাফল্যময় করে রাখতে, দুটো শিরোপাই ঘরে তুলতে চান আর্জেন্টাইন অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়াটা অনেক বড় ধাক্কা। প্রথম লেগে আমরা অ্যাতলেতিকোর চেয়ে অনেক ভালো জায়গায় ছিলাম, ওখানেই নিষ্পত্তি হয়ে যেতে পারত। কিন্তু পরে ভিসেন্তে কালদেরনের ফিরতি লেগে এলোমেলে হয়ে গেল সব।’ সঙ্গে যোগ করলেন, ‘এর পরও দারুণ হবে যদি আমরা লা লিগা ও কোপা দেল রে জিততে পারি, জানি সহজ হবে না। আমাদের সামনে এখন দুটো ফাইনাল, একটি লা লিগার, অন্যটি কোপা দেল রে।’ সেভিয়ার বিপক্ষে কাপ ফাইনালের আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, যদি বাকি থাকা ম্যাচটি জিতে নেয় লুই এনরিকের দল। মেসি তাই বললেন, ‘লা লিগায় অনেক পয়েন্ট হাতছাড়া করেছি, তবে সেটা পুষিয়েও নিয়েছি। এখনো সব কিছু আমাদের হাতে।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/11/357156#sthash.y2qNeg2V.dpuf
গত মৌসুমে রিয়াল একটি শিরোপাও জেতেনি। এবার অবশ্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে তাদের। ২০১৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটি জেতার পথে যাদের হারিয়েছিল, সেই অ্যাতলেতিকো মাদ্রিদ এবারও বাধা শিরোপার পথে। রিয়াল সমর্থকরা তাদের ‘উনদেসিমা’ জয়ের স্বপ্নে এখন বিভোর। চিরশত্রুদের আনন্দে খুশি হয় কী করে বার্সেলোনা সমর্থকরা! প্রত্যেক কাতালানের মনের কথাটা প্রকাশ পেল মেসির কণ্ঠে, ‘একদম পরিষ্কার কথা, বার্সেলোনার কেউই চায় না রিয়াল মাদ্রিদ কোনো কিছু জিতুক।’ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে নাম লেখানো অ্যাতলেতিকো কাতালান ক্লাবটিকে হারিয়েই উঠেছিল সেমিফাইনালে। এর পরও মেসি চাইছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা যেন জেতে মাদ্রিদের ‘ছোট’রা, ‘বার্সেলোনা খুব খুশি হবে, যদি অ্যাতলেতিকো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারিয়ে দেয় তাদের (রিয়ালকে)। অ্যাতলেতিকো যা করেছে, তা সত্যি অসাধারণ, ওদের হারানো খুব কঠিন। অ্যাতলেতিকো কঠিন প্রতিপক্ষ, আর ওদের এই পারফরম্যান্সের কৃতিত্ব পাবেন (ডিয়েগো) সিমিওনে।’
ত্রিমুকুট জিতে গত মৌসুম শেষ করা বার্সেলোনার এবার সম্ভাবনা ছিল তিন শিরোপা জেতার। কিন্তু অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ভেস্তে গেছে তা। অবশ্য ঘরোয়া ডাবল জেতার সুযোগ আছে এখনো। ২০১৫-১৬ মৌসুম সাফল্যময় করে রাখতে, দুটো শিরোপাই ঘরে তুলতে চান আর্জেন্টাইন অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়াটা অনেক বড় ধাক্কা। প্রথম লেগে আমরা অ্যাতলেতিকোর চেয়ে অনেক ভালো জায়গায় ছিলাম, ওখানেই নিষ্পত্তি হয়ে যেতে পারত। কিন্তু পরে ভিসেন্তে কালদেরনের ফিরতি লেগে এলোমেলে হয়ে গেল সব।’ সঙ্গে যোগ করলেন, ‘এর পরও দারুণ হবে যদি আমরা লা লিগা ও কোপা দেল রে জিততে পারি, জানি সহজ হবে না। আমাদের সামনে এখন দুটো ফাইনাল, একটি লা লিগার, অন্যটি কোপা দেল রে।’ সেভিয়ার বিপক্ষে কাপ ফাইনালের আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, যদি বাকি থাকা ম্যাচটি জিতে নেয় লুই এনরিকের দল। মেসি তাই বললেন, ‘লা লিগায় অনেক পয়েন্ট হাতছাড়া করেছি, তবে সেটা পুষিয়েও নিয়েছি। এখনো সব কিছু আমাদের হাতে।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/11/357156#sthash.y2qNeg2V.dpuf
মাঠের
লড়াইয়ে দুই দলের শত্রুতা অনেক দিনের। আর জাতিগত কিংবা রাজনৈতিক লড়াইয়ের
হিসাবে সেটা আরো পুরনো। সব কিছু মিলিয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের
দ্বৈরথ ফুটবল বিশ্বের কাছে সবচেয়ে আকর্ষণীয় ম্যাচের একটি। চিরশত্রু বলেই
কিনা রিয়ালের সাফল্য পছন্দ নয় বার্সেলোনার মহাতারকা লিওনেল মেসির।
আর্জেন্টাইন খুদে জাদুকর জানিয়েছেন, চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা রিয়াল
শিরোপাহীনভাবে মৌসুম শেষ করুক, এটাই চাওয়া তাঁর ক্লাবের সবার।
গত মৌসুমে রিয়াল একটি শিরোপাও জেতেনি। এবার অবশ্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে তাদের। ২০১৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটি জেতার পথে যাদের হারিয়েছিল, সেই অ্যাতলেতিকো মাদ্রিদ এবারও বাধা শিরোপার পথে। রিয়াল সমর্থকরা তাদের ‘উনদেসিমা’ জয়ের স্বপ্নে এখন বিভোর। চিরশত্রুদের আনন্দে খুশি হয় কী করে বার্সেলোনা সমর্থকরা! প্রত্যেক কাতালানের মনের কথাটা প্রকাশ পেল মেসির কণ্ঠে, ‘একদম পরিষ্কার কথা, বার্সেলোনার কেউই চায় না রিয়াল মাদ্রিদ কোনো কিছু জিতুক।’ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে নাম লেখানো অ্যাতলেতিকো কাতালান ক্লাবটিকে হারিয়েই উঠেছিল সেমিফাইনালে। এর পরও মেসি চাইছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা যেন জেতে মাদ্রিদের ‘ছোট’রা, ‘বার্সেলোনা খুব খুশি হবে, যদি অ্যাতলেতিকো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারিয়ে দেয় তাদের (রিয়ালকে)। অ্যাতলেতিকো যা করেছে, তা সত্যি অসাধারণ, ওদের হারানো খুব কঠিন। অ্যাতলেতিকো কঠিন প্রতিপক্ষ, আর ওদের এই পারফরম্যান্সের কৃতিত্ব পাবেন (ডিয়েগো) সিমিওনে।’
ত্রিমুকুট জিতে গত মৌসুম শেষ করা বার্সেলোনার এবার সম্ভাবনা ছিল তিন শিরোপা জেতার। কিন্তু অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ভেস্তে গেছে তা। অবশ্য ঘরোয়া ডাবল জেতার সুযোগ আছে এখনো। ২০১৫-১৬ মৌসুম সাফল্যময় করে রাখতে, দুটো শিরোপাই ঘরে তুলতে চান আর্জেন্টাইন অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়াটা অনেক বড় ধাক্কা। প্রথম লেগে আমরা অ্যাতলেতিকোর চেয়ে অনেক ভালো জায়গায় ছিলাম, ওখানেই নিষ্পত্তি হয়ে যেতে পারত। কিন্তু পরে ভিসেন্তে কালদেরনের ফিরতি লেগে এলোমেলে হয়ে গেল সব।’ সঙ্গে যোগ করলেন, ‘এর পরও দারুণ হবে যদি আমরা লা লিগা ও কোপা দেল রে জিততে পারি, জানি সহজ হবে না। আমাদের সামনে এখন দুটো ফাইনাল, একটি লা লিগার, অন্যটি কোপা দেল রে।’ সেভিয়ার বিপক্ষে কাপ ফাইনালের আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, যদি বাকি থাকা ম্যাচটি জিতে নেয় লুই এনরিকের দল। মেসি তাই বললেন, ‘লা লিগায় অনেক পয়েন্ট হাতছাড়া করেছি, তবে সেটা পুষিয়েও নিয়েছি। এখনো সব কিছু আমাদের হাতে।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/11/357156#sthash.y2qNeg2V.dpuf
গত মৌসুমে রিয়াল একটি শিরোপাও জেতেনি। এবার অবশ্য চ্যাম্পিয়নস লিগ জয়ের ভালো সুযোগ তৈরি হয়েছে তাদের। ২০১৪ সালে ইউরোপিয়ান প্রতিযোগিতাটি জেতার পথে যাদের হারিয়েছিল, সেই অ্যাতলেতিকো মাদ্রিদ এবারও বাধা শিরোপার পথে। রিয়াল সমর্থকরা তাদের ‘উনদেসিমা’ জয়ের স্বপ্নে এখন বিভোর। চিরশত্রুদের আনন্দে খুশি হয় কী করে বার্সেলোনা সমর্থকরা! প্রত্যেক কাতালানের মনের কথাটা প্রকাশ পেল মেসির কণ্ঠে, ‘একদম পরিষ্কার কথা, বার্সেলোনার কেউই চায় না রিয়াল মাদ্রিদ কোনো কিছু জিতুক।’ বায়ার্ন মিউনিখকে হারিয়ে ফাইনালে নাম লেখানো অ্যাতলেতিকো কাতালান ক্লাবটিকে হারিয়েই উঠেছিল সেমিফাইনালে। এর পরও মেসি চাইছেন চ্যাম্পিয়নস লিগের শিরোপাটা যেন জেতে মাদ্রিদের ‘ছোট’রা, ‘বার্সেলোনা খুব খুশি হবে, যদি অ্যাতলেতিকো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হারিয়ে দেয় তাদের (রিয়ালকে)। অ্যাতলেতিকো যা করেছে, তা সত্যি অসাধারণ, ওদের হারানো খুব কঠিন। অ্যাতলেতিকো কঠিন প্রতিপক্ষ, আর ওদের এই পারফরম্যান্সের কৃতিত্ব পাবেন (ডিয়েগো) সিমিওনে।’
ত্রিমুকুট জিতে গত মৌসুম শেষ করা বার্সেলোনার এবার সম্ভাবনা ছিল তিন শিরোপা জেতার। কিন্তু অ্যাতলেতিকোর বিপক্ষে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নেওয়ায় ভেস্তে গেছে তা। অবশ্য ঘরোয়া ডাবল জেতার সুযোগ আছে এখনো। ২০১৫-১৬ মৌসুম সাফল্যময় করে রাখতে, দুটো শিরোপাই ঘরে তুলতে চান আর্জেন্টাইন অধিনায়ক, ‘চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়াটা অনেক বড় ধাক্কা। প্রথম লেগে আমরা অ্যাতলেতিকোর চেয়ে অনেক ভালো জায়গায় ছিলাম, ওখানেই নিষ্পত্তি হয়ে যেতে পারত। কিন্তু পরে ভিসেন্তে কালদেরনের ফিরতি লেগে এলোমেলে হয়ে গেল সব।’ সঙ্গে যোগ করলেন, ‘এর পরও দারুণ হবে যদি আমরা লা লিগা ও কোপা দেল রে জিততে পারি, জানি সহজ হবে না। আমাদের সামনে এখন দুটো ফাইনাল, একটি লা লিগার, অন্যটি কোপা দেল রে।’ সেভিয়ার বিপক্ষে কাপ ফাইনালের আগেই লিগ শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার, যদি বাকি থাকা ম্যাচটি জিতে নেয় লুই এনরিকের দল। মেসি তাই বললেন, ‘লা লিগায় অনেক পয়েন্ট হাতছাড়া করেছি, তবে সেটা পুষিয়েও নিয়েছি। এখনো সব কিছু আমাদের হাতে।
- See more at: http://www.kalerkantho.com/print-edition/sports/2016/05/11/357156#sthash.y2qNeg2V.dpuf
No comments:
Post a Comment