কোপা আমেরিকা অথবা অলিম্পিক—নেইমারকে একটি টুর্নামেন্টই বেছে নিতে বলেছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন চেষ্টা করেও দুটি আসরে নিজেদের অধিনায়ককে খেলাতে রাজি করাতে পারেনি স্প্যানিশ ক্লাবটিকে। তাই নেইমারকে খেলানো হবে দেশের মাটিতে হতে যাওয়া অলিম্পিক। গতকাল কোপা আমেরিকার ঘোষিত ৪০ সদস্যের প্রাথমিক দলে এ ফরোয়ার্ডকে স্বাভাবিকভাবে রাখেনি ব্রাজিলও। বার্সেলোনার আরেক ফরোয়ার্ড লুইস সুয়ারেসের সামনে এমন বাধার দেয়াল ছিল না, কেননা উরুগুয়ে সুযোগ পায়নি অলিম্পিকে। কোপা আমেরিকার শিরোপা জিততে তাই সুয়ারেসকে রেখে ৩৫ সদস্যের শক্তিশালী প্রাথমিক দলই ঘোষণা করেছে উরুগুয়ে। ব্রাজিলিয়ান দলে অবশ্য চমকের কমতি নেই। কারা আছেন এর বদলে বেশি আলোচনা যাঁরা নেই তাঁদের নিয়ে। নেইমারের পাশাপাশি কোচ কার্লোস দুঙ্গা দলে রাখেননি পিএসজির দুই তারকা থিয়াগো সিলভা, দাভিদ লুইজ আর রিয়াল মাদ্রিদের মার্সেলোকে। কোপা আমেরিকার গত আসর থেকেই দুঙ্গার দলে ব্রাত্য ২০১৪ বিশ্বকাপের অধিনায়ক সিলভা। তাঁর পিএসজি সতীর্থ লুইজ দুই ম্যাচে নেতৃত্বও দিয়েছিলেন দুঙ্গার দায়িত্ব নেওয়ার পর। নেইমারের খেলার সম্ভাবনা কম থাকায় কোপা আমেরিকার শততম আসরের প্রচারণা হচ্ছিল লুইজকে ঘিরে। অথচ বাদ পড়লেন তিনিও। মার্সেলো ছিলেন না গত মার্চে হওয়া বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেও। তাঁর না থাকাটা তাই অনুমিত ছিল। তবে সুযোগ পেয়েছেন কাকা, অস্কার, দানি আলভেজ, গানসো, উইলিয়ান, লুইজ গুস্তাভো, রাফিনহা আলকান্তারা, হাল্ক, ডগলাস কোস্তারা। আগামী ৫ মে এই ৪০ সদস্যের প্রাথমিক দল থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত ২৩ জন।
info:
www.kalerkantho.com
No comments:
Post a Comment