আন্তর্জাতিক ক্রিকেটে খুব দ্রুতই ফিরবেন তাসকিন আহমেদ। এমনই আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। মিরপুরে টাইগার পেসার তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন সাংবাদিকদের এমনটিই জানান তিনি।ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তাসকিন। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের চেষ্টাই করে। তাতে কাজ না হলে রিভিউ আবেদন করে বিসিবি। কিন্তু শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার।
ফলে নিজের বোলিং শুধরাতে হিথ স্ট্রিকের অধীনে গতকাল থেকে কাজ শুরু করেন তরুণ এ পেসার। মঙ্গলবার (২৯ মার্চ) তাসকিনের বোলিং উন্নতি প্রসঙ্গে স্ট্রিক বলেন, যেভাবে পুনর্বাসন প্রক্রিয়া চলছে, তাতে আগামী ৪-৬ সপ্তাহের মধ্যে তাসকিন আবারো নিজেকে ঠিক প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে বলে আশাকরি।
কোন ল্যাবে তাসকিনের বোলিং পরিক্ষা করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার বলেন, আইসিসির অধীনে বিশ্বের সবকটি ল্যাবই একরকম। তাই যে কোন একটিতে পরিক্ষা করালেই চলবে।
এর আগে ভারতের চেন্নাইয়ের ল্যাবে অ্যাকশন পরীক্ষায় নরমাল ডেলিভারিতে তাসকিনের কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে ৯টি বাউন্সারের মধ্যে ৩টি বাউন্সারে ত্রুটি পাওয়া যায় বলে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে স্ট্রিক বলেন, ‘তার অন্য কোন বলে ত্রুটি নেই। তবে আগামী কয়েকদিনে তার বাউন্স বলগুলোও শুধরাবে বলে আশাকরি
আন্তর্জাতিক
ক্রিকেটে খুব দ্রুতই ফিরবেন তাসকিন আহমেদ। এমনই আশাবাদ ব্যক্ত করেছেন
বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। মিরপুরে টাইগার পেসার
তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন সাংবাদিকদের এমনটিই জানান তিনি।
ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তাসকিন। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের চেষ্টাই করে। তাতে কাজ না হলে রিভিউ আবেদন করে বিসিবি। কিন্তু শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার। ফলে নিজের বোলিং শুধরাতে হিথ স্ট্রিকের অধীনে গতকাল থেকে কাজ শুরু করেন তরুণ এ পেসার। মঙ্গলবার (২৯ মার্চ) তাসকিনের বোলিং উন্নতি প্রসঙ্গে স্ট্রিক বলেন, যেভাবে পুনর্বাসন প্রক্রিয়া চলছে, তাতে আগামী ৪-৬ সপ্তাহের মধ্যে তাসকিন আবারো নিজেকে ঠিক প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে বলে আশাকরি। কোন ল্যাবে তাসকিনের বোলিং পরিক্ষা করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার বলেন, আইসিসির অধীনে বিশ্বের সবকটি ল্যাবই একরকম। তাই যে কোন একটিতে পরিক্ষা করালেই চলবে। এর আগে ভারতের চেন্নাইয়ের ল্যাবে অ্যাকশন পরীক্ষায় নরমাল ডেলিভারিতে তাসকিনের কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে ৯টি বাউন্সারের মধ্যে ৩টি বাউন্সারে ত্রুটি পাওয়া যায় বলে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে স্ট্রিক বলেন, ‘তার অন্য কোন বলে ত্রুটি নেই। তবে আগামী কয়েকদিনে তার বাউন্স বলগুলোও শুধরাবে বলে আশাকরি। |
আন্তর্জাতিক
ক্রিকেটে খুব দ্রুতই ফিরবেন তাসকিন আহমেদ। এমনই আশাবাদ ব্যক্ত করেছেন
বাংলাদেশ ক্রিকেট দলের বোলিং কোচ হিথ স্ট্রিক। মিরপুরে টাইগার পেসার
তাসকিনের পুনর্বাসন প্রক্রিয়া চলাকালীন সাংবাদিকদের এমনটিই জানান তিনি।
ভারতে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হন তাসকিন। নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সব ধরনের চেষ্টাই করে। তাতে কাজ না হলে রিভিউ আবেদন করে বিসিবি। কিন্তু শুনানি শেষে তা খারিজ করে দেন আইসিসির জুডিশিয়াল কমিশনার। ফলে নিজের বোলিং শুধরাতে হিথ স্ট্রিকের অধীনে গতকাল থেকে কাজ শুরু করেন তরুণ এ পেসার। মঙ্গলবার (২৯ মার্চ) তাসকিনের বোলিং উন্নতি প্রসঙ্গে স্ট্রিক বলেন, যেভাবে পুনর্বাসন প্রক্রিয়া চলছে, তাতে আগামী ৪-৬ সপ্তাহের মধ্যে তাসকিন আবারো নিজেকে ঠিক প্রমাণ করে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবে বলে আশাকরি। কোন ল্যাবে তাসকিনের বোলিং পরিক্ষা করা হবে, সাংবাদিকদের এমন প্রশ্নে সাবেক জিম্বাবুইয়ান ক্রিকেটার বলেন, আইসিসির অধীনে বিশ্বের সবকটি ল্যাবই একরকম। তাই যে কোন একটিতে পরিক্ষা করালেই চলবে। এর আগে ভারতের চেন্নাইয়ের ল্যাবে অ্যাকশন পরীক্ষায় নরমাল ডেলিভারিতে তাসকিনের কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে ৯টি বাউন্সারের মধ্যে ৩টি বাউন্সারে ত্রুটি পাওয়া যায় বলে প্রতিবেদন প্রকাশ করা হয়। এ প্রসঙ্গে স্ট্রিক বলেন, ‘তার অন্য কোন বলে ত্রুটি নেই। তবে আগামী কয়েকদিনে তার বাউন্স বলগুলোও শুধরাবে বলে আশাকরি। |
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বলিভিয়াকে পরাজিত করেছে হার না মানা আর্জেন্টিনা। তারা বলিভিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয় পেয়েছে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে এবারের জয় নিয়ে টানা পাঁচটি ম্যাচে আর্জেন্টিনা অপরাজিত রইল।
তাসকিন-সানির নিষেধাজ্ঞার পর এবার বাংলাদেশ ক্রিকেট টিমের সদস্য এবং অধিনায়ক মাশরাফির জরিমানা করেছে আইসিসি।
২০১৬ সালটা ভালো যাচ্ছে না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশিফকুর রহিমের। গতবছরে তার ব্যাটে যেভাবে রানের ফুলঝুড়ি দেখেছে ক্রিকেট ভক্তরা চলতি বছরটা ঠিক তার উল্টো।
লেন্ডল সিমন্স কে এবং কেন, যারা ভালোভাবে চিনতেন না বৃহস্পতিবার রাতের পর আর সমস্যা নেই। জনসন চার্লস। আন্দ্রে রাসেল। এরাও এক-একজন পাওয়ার হিটিংয়ে টি২০ বিশ্বকাপের সেমিফাইনালের ভেন্যু ওয়াংখেড়েকে এমন স্তব্ধ করে দিলেন যেন মানসিকভাবে পরাজিত ভারতের তারাও ভেঙে যাওয়া ফ্লাইওভারের নিচে নিষ্পেষিত।
প্রথমে রবিচন্দ্রন অশ্বিন, এরপর হার্দিক পান্ডিয়া। অশ্বিনের পা-টা তবু
লাইনের এক ইঞ্চিরও কম সামনে পড়েছে। পান্ডিয়ার পা পড়ল এক ইঞ্চিরও বেশি। এই
দুইয়ে মিলে ধরে নিতে পারেন দুই ইঞ্চি। আর এই দুই ইঞ্চি দূরত্বটাই ভারতকে
ছিটকে দিল ফাইনাল থেকে। মহেন্দ্র সিং ধোনি মনে করেন, ওই দুটি নো বলের
কারণেই হেরেছে ভারত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চতুর্থবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গতকাল সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড নারী দলকে হারিয়ে ফাইনালের টিকিট পায় মেগ লানিংয়ের দল। দিল্লি ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে অজি নারীরা ম্যাচ জেতে মাত্র ৫ রানে। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাতে ৩ উইকেট থাকার পর নির্ধারিত ওভার কোটা পূরণ করে ১২৭ রানে থামে ইংলিশদের ইনিংস।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ধোনির দল। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দ্বিতীয় সেমিফাইনালে ৭ উইকেটে হেরে গেছে ভারত। ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই গেইলের উইকেট হারালেও শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে ক্যারিবিয়ানরা।
টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের
দুই ক্রিকেটার সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান। মিডলঅর্ডার বাটসম্যান
সাব্বির রহমান চার ধাপ এগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)
টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ৭ ম্যাচের ৪টিই খেলতে পারেননি
‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কিন্তু বাকি তিন ম্যাচে দুর্দান্ত
নৈপুণ্য দেখিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৯তম স্থানে
উঠে এসেছেন তিনি। তবে টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান
হারিয়েছেন সাকিব আল হাসান। তাকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন আন্তর্জাতিক
ক্রিকেট থেকে সদ্য অবসর নেয়া অসি ক্রিকেটার শেন ওয়াটসন। টি-টোয়েন্টি
বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ৯.৫৫ গড়ে ৭.১৬ ইকোনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন
মুস্তাফিজ। টপ টেনে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২
রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম
বয়সী হিসেবে ৫ উইকেট নেয়ার ঘটনা ২০ বছর বয়সী মুস্তাফিজের। বোলারদের
র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বাদ্রি।
অন্যদিকে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭
ম্যাচে ২৪.৫০ গড়ে ১৪৭ রান করেছেন। অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চকে টপকে
সংক্ষিপ্ত এই ফরমেটের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে ভারতের বিরাট
কোহলি। বিশ্বকাপের চার ম্যাচে ৯২ গড় ও ১৩২ স্ট্রাইক রেটে ১৮৪ রান করেছেন
কোহলি। ফিঞ্চ তার নিচে নেমে দুই নম্বরে আছেন।
ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরু হয় ২০০৮ সাল থেকে। টুর্নামেন্টের
চতুর্থ আসর ২০১১ সালে প্রথমবারের মতো সুযোগ পান সাকিব আল হাসান। বাংলাদেশের
প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেয়েই নিজের জাত চেনাচ্ছেন
তিনি। শুরু থেকে এখন পর্যন্ত আছেন কলকাতা নাইট রাইডার্সে। সর্বশেষ দুই
মৌসুমে কলকাতার প্রচ্ছদে ছিলেন তিনি। এবারের নবম আসরেও কলকাতা নাইট
রাইডার্সের প্রচ্ছদে সাকিবের ছবি জ্বলজ্বল করছে। কলকাতা এবার যে প্রচ্ছদ
প্রকাশ করেছে তার ওপরে লেখা ‘আমি কেকেআর’। আর নিচে অধিনায়ক গৌতম গম্ভীরের
দুই পাশে সাকিব আল হাসান ও ইউসুফ পাঠানের ছবি। আগামী ৯ এপ্রিল পর্দা উঠছে
আইপিএলের নবম আসরের। তার আগে প্রতিটি দল চালাচ্ছে প্রচারণা। আর এই
প্রচারণায় কলকাতার প্রচ্ছদে সাকিবকে গুরুত্ব দিচ্ছে সঙ্গত কারণেই। ২০১১
সালে নিজের প্রথম আসরে তেমন ঝলক দেখাতে পারেন নি সাকিব। ৭ ম্যাচে ২৯ রান
আসে তার ব্যাট থেকে। তবে বল হাতে দেখান দারুণ নৈপুণ্য। ১৫.৯০ গড়ে নেন ১১
উইকেট। তবে ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে সাকিবের ভূমিকা ছিল দারুণ।
১৩ ম্যাচে ৩২.৪২ গড়ে ২২৭ রান করার পাশাপাশি নেন ১১ উইকেট। এ পর্যন্ত চার
আসরে ৩২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২১.২৭ গড়ে ৩৮৩ রান। আর ২১.৭৬ গড়ে
নিয়েছেন ৩৮ উইকেট।




একটি খেলায় প্রতিযোগীরা শুধু মুখ ভ্যাংচান৷ আরেকটাতে বেশি বেশি ঝাল খেয়ে অন্যদের হারানোর চেষ্টা করেন৷ জেনে নিন এমন কয়েকটি খেলার কথা যেগুলোতে জয়-পরাজয় নয়, নির্মল...
ব্রাজিলে চলছে পুরুষদের তৃতীয় স্তরের একটি টেনিস টুর্নামেন্ট। স্বাভাবিকভাবেই এটি টেনিস বিশ্বে তোলপাড় ফেলার মতো কিছু নয়। তবে ‘২০১৬ ব্রাজিল ওপেন’ আলোচনায় আসছে অভাবনীয় একটা কারণে। টুর্নামেন্টের আগে এক প্রদর্শনী ম্যাচে বল কুড়ানোর জন্য কোনো স্বেচ্ছাসেবী নয়, কাজটি করল কি না চারটি কুকুর!
তাঁর নামে হর্ষধ্বনি উঠেছে। স্লোগান উঠেছে। করতালির বৃষ্টিও। এটা যেমন সত্যি, তেমনি এ-ও তো মিথ্যে নয়, ক্রিস্টিয়ানো রোনালদোকে অনেক দুয়োও সহ্য করতে হয়েছে। এমনকি দুয়ো পেয়েছেন তিনি খোদ রিয়াল মাদ্রিদ সমর্থকদের কাছ থেকে, ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে! কাকার চোখে রোনালদোর সঙ্গে এ বড় অন্যায়। সাবেক রিয়াল মিডফিল্ডার ক্লাব সমর্থকদের অনুরোধ করেছেন, অন্তত রিয়ালের হয়ে রোনালদোর অর্জনের দিকে তাকিয়ে তাঁর প্রতি আরও শ্রদ্ধাশীল হওয়ার।
৫০’ পেরিয়ে এখন লিওনেল মেসি ‘৫০০’-এর সামনে! গত ম্যাচে আর্জেন্টিনার হয়ে
৫০তম গোল করেছেন। মেসি এবার পুরো ক্যারিয়ারে ৫০০তম গোলের মাইলফলকের
সামনে। পেশাদার ক্যারিয়ারে ৪৯৯টি গোল হয়ে গেছে তাঁর। শনিবার এল ক্লাসিকো।
গত দুই বছর এল ক্লাসিকোতে গোলের দেখা পাননি। এবার পাবেন? পেলেই যে ৫০০তম
গোলের মাইলফলকটা এল ক্লাসিকোর মতো ম্যাচে ছোঁয়া যায়।
দশ বছর। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হলো দশ বছর। সেই সেঞ্চুরি এল তামিম ইকবালের হাত ধরে।

খেলাটা টি-টোয়েন্টি। পরতে পরতে উত্তেজনা। কখনো মনোযোগের আড়ালেই ঘটে
যায় কত চমকপ্রদ ঘটনা, তৈরি হয় নানা পরিসংখ্যান। এবারের টি-টোয়েন্টি
বিশ্বকাপের সুপার টেনের ২০ ম্যাচের এমন চমকপ্রদ কিছু পরিসংখ্যান—
ঢাকা: বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে
নামছে ব্রাজিল, আর্জেন্টিনা সহ দক্ষিণ আমেরিকা অঞ্চলের অন্যান্য দেশগুলো।
চিলির বিপক্ষে ২-১ গোলে জয়ের পর এবার নিজেদের মাঠে বলিভিয়ার মুখোমুখি হবে
আলবিসেলেস্তেরা। এক ম্যাচের নিষেধাজ্ঞায় স্বাগতিক প্যারাগুয়ের বিপক্ষে মাঠে
নামবে নেইমার বিহীন ব্রাজিল।