Thursday, March 31, 2016

টানা চতুর্থবার ফাইনালে অস্ট্রেলিয়ান নারীরা

টানা চতুর্থবার ফাইনালে অস্ট্রেলিয়ান নারীরানারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চতুর্থবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গতকাল সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড নারী দলকে হারিয়ে ফাইনালের টিকিট পায় মেগ লানিংয়ের দল। দিল্লি ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে অজি নারীরা ম্যাচ জেতে মাত্র ৫ রানে। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাতে ৩ উইকেট থাকার পর নির্ধারিত ওভার কোটা পূরণ করে ১২৭ রানে থামে ইংলিশদের ইনিংস।
অজি অধিনায়ক লানিংয়ের ৫৫ রানের ওপর ভর করে ইংল্যান্ডকে ফাইটিং স্কোর ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। লানিং ছাড়াও অজিদের হয়ে হ্যালি ২৫, ভিলানি ১৯, ব্লাকওয়েল ১১ এবং পেরি ১০ রান করেন। ইংলিশ বোলারদের পক্ষে স্নিভার ২টি এবং মার্শ নেন এক উইকেট। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি ইংলিশদের। ওপেনিং জুটিতেই ওঠে ৬৭ রান। কিন্তু অধিনায়ক এডওয়ার্ডস ও বিমন্টের আউটের পরই ম্যাচের আগাম নিজেদের পক্ষে নিয়ে নেয় অজিরা। এডওয়ার্ডস ৩১ ও বিমন্ট করেন ৩২ রান। এছাড়া টেলর ২১ ও ব্রান্ট ১১ রান করেন। বাকিরা আসা-যাওয়ার শামিল হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন অজি অধিনায়ক লানিং।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চতুর্থবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গতকাল সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড নারী দলকে হারিয়ে ফাইনালের টিকিট পায় মেগ লানিংয়ের দল। দিল্লি ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে অজি নারীরা ম্যাচ জেতে মাত্র ৫ রানে। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাতে ৩ উইকেট থাকার পর নির্ধারিত ওভার কোটা পূরণ করে ১২৭ রানে থামে ইংলিশদের ইনিংস।
অজি অধিনায়ক লানিংয়ের ৫৫ রানের ওপর ভর করে ইংল্যান্ডকে ফাইটিং স্কোর ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। লানিং ছাড়াও অজিদের হয়ে হ্যালি ২৫, ভিলানি ১৯, ব্লাকওয়েল ১১ এবং পেরি ১০ রান করেন। ইংলিশ বোলারদের পক্ষে স্নিভার ২টি এবং মার্শ নেন এক উইকেট। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি ইংলিশদের। ওপেনিং জুটিতেই ওঠে ৬৭ রান। কিন্তু অধিনায়ক এডওয়ার্ডস ও বিমন্টের আউটের পরই ম্যাচের আগাম নিজেদের পক্ষে নিয়ে নেয় অজিরা। এডওয়ার্ডস ৩১ ও বিমন্ট করেন ৩২ রান। এছাড়া টেলর ২১ ও ব্রান্ট ১১ রান করেন। বাকিরা আসা-যাওয়ার শামিল হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন অজি অধিনায়ক লানিং।

মানবকণ্ঠ/এসজে - See more at: http://www.manobkantha.com/2016/03/31/115010.php#sthash.cVuR8J9u.dpuf
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা চতুর্থবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। গতকাল সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড নারী দলকে হারিয়ে ফাইনালের টিকিট পায় মেগ লানিংয়ের দল। দিল্লি ফিরোজশাহ কোটলা স্টেডিয়ামে অজি নারীরা ম্যাচ জেতে মাত্র ৫ রানে। টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাতে ৩ উইকেট থাকার পর নির্ধারিত ওভার কোটা পূরণ করে ১২৭ রানে থামে ইংলিশদের ইনিংস।
অজি অধিনায়ক লানিংয়ের ৫৫ রানের ওপর ভর করে ইংল্যান্ডকে ফাইটিং স্কোর ছুড়ে দেয় অস্ট্রেলিয়া। লানিং ছাড়াও অজিদের হয়ে হ্যালি ২৫, ভিলানি ১৯, ব্লাকওয়েল ১১ এবং পেরি ১০ রান করেন। ইংলিশ বোলারদের পক্ষে স্নিভার ২টি এবং মার্শ নেন এক উইকেট। ১৩৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা খারাপ হয়নি ইংলিশদের। ওপেনিং জুটিতেই ওঠে ৬৭ রান। কিন্তু অধিনায়ক এডওয়ার্ডস ও বিমন্টের আউটের পরই ম্যাচের আগাম নিজেদের পক্ষে নিয়ে নেয় অজিরা। এডওয়ার্ডস ৩১ ও বিমন্ট করেন ৩২ রান। এছাড়া টেলর ২১ ও ব্রান্ট ১১ রান করেন। বাকিরা আসা-যাওয়ার শামিল হলে জয়ের আনন্দে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। ৫৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচসেরা হন অজি অধিনায়ক লানিং।

মানবকণ্ঠ/এসজে - See more at: http://www.manobkantha.com/2016/03/31/115010.php#sthash.cVuR8J9u.dpuf

No comments:

Post a Comment