Wednesday, March 30, 2016

যুবরাজ ভক্তদের আশা ভঙ্গ

যুবরাজ সিংকে নিয়ে শঙ্কাটা তৈরি হয়েছিল আগেই। গত রোববার মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং করার সময় অ্যাঙ্কেলের চোটে পড়েন তিনি। তবে হার্ডহিটার এই ব্যাটসম্যানের জন্য দু’দিন অপেক্ষার পর অবশেষে হাল ছেড়েছেন দলের নির্বাচকরা। ফলে আগামীকাল সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার আগেই বড় একটি ধাক্কা খেলে স্বাগতিকরা। টি-টোয়েন্টির বিশ্বকাপের চলতি আসরে যুবরাজ সিংয়ের বিধ্বংসীরূপ দেখতে পায়নি ভারতীয় ক্রিকেটভক্তরা। ফর্মহীনতায় ভুগলেও মারকুটে এই ব্যাটসম্যানের সেরাটা পাওয়ার অপেক্ষায় ছিল তারা। শেষ চারের মঞ্চে ধোনি-কোহলিদের সঙ্গে যুবরাজও জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা ছিল তাদের। কিন্তু ইনজুরি নামক ঘাতকের কারণে যুবরাজ ভক্তদের আর সেই আশা পূরণ হলো কই। যুবরাজের পরিবর্তে মাঠে নামার জন্য আগে থেকেই তৈরি থাকতে বলা হয়েছিল আজিঙ্কা রাহানে ও মানিশ পান্ডেকে। তবে ক্যারিবীয়দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় স্কোয়াডে শেষ পর্যন্ত জায়গা করে নিয়েছেন মানিশ পান্ডেই।

No comments:

Post a Comment