Thursday, March 31, 2016

সেরা অবস্থানে সাব্বির-মুস্তাফিজ

টি-টোয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাব্বির রহমান ও মুস্তাফিজুর রহমান। মিডলঅর্ডার বাটসম্যান সাব্বির রহমান চার ধাপ এগিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টি-টোয়েন্টির ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ৭ ম্যাচের ৪টিই খেলতে পারেননি ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কিন্তু বাকি তিন ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ১৯তম স্থানে উঠে এসেছেন তিনি। তবে টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব আল হাসান। তাকে টপকে শীর্ষ স্থান দখল করেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেয়া অসি ক্রিকেটার শেন ওয়াটসন। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলে ৯.৫৫ গড়ে ৭.১৬ ইকোনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। টপ টেনে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ২২ রানে ৫ উইকেট নেন মুস্তাফিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে ৫ উইকেট নেয়ার ঘটনা ২০ বছর বয়সী মুস্তাফিজের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বাদ্রি। অন্যদিকে বাংলাদেশের মারকুটে ব্যাটসম্যান সাব্বির টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ ম্যাচে ২৪.৫০ গড়ে ১৪৭ রান করেছেন। অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চকে টপকে সংক্ষিপ্ত এই ফরমেটের ক্রিকেটে ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে ভারতের বিরাট কোহলি। বিশ্বকাপের চার ম্যাচে ৯২ গড় ও ১৩২ স্ট্রাইক রেটে ১৮৪ রান করেছেন কোহলি। ফিঞ্চ তার নিচে নেমে দুই নম্বরে আছেন।

No comments:

Post a Comment