Wednesday, March 30, 2016

ক্ষমা চাইলেন আফ্রিদি

ক্ষমা চাইলেন আফ্রিদিএশিয়া কাপের পর বিশ্ব টি-টোয়েন্টি—দুই আসরেই ব্যর্থ পাকিস্তান। এশিয়া কাপে ফাইনালে উঠতে পারেনি শহীদ আফ্রিদির দল, বিশ্ব টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ বাদে অন্য কোনো প্রতিপক্ষকেও। দেশে ফেরার পর কোচ ওয়াকার ইউনুস প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেটারের দায়বদ্ধতা নিয়ে, আফ্রিদির নেতৃত্ব নিয়েও। এমন উত্কণ্ঠার মুহূর্তে দুবাইতে বসে ভিডিওবার্তায় দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন আফ্রিদি, তবে নিজের খেলোয়াড়ি জীবনের ইতি টানার কোনো ইঙ্গিত আসেনি তাঁর বক্তব্যে।

‘আমার এবং আমার দলের ওপর গোটা দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে ব্যর্থ হওয়ায় আমি, শহীদ আফ্রিদি গোটা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ ওয়াকারের প্রতিবেদনে তাঁর নেতৃত্বের ব্যর্থতার কথা যেমন উল্লেখ ছিল, তেমনি পিসিবির তরফ থেকেও এটা পরিষ্কার যে দলে আফ্রিদির জায়গা নিশ্চিত নয়। এসব রূঢ় বক্তব্যে খুব একটা বিচলিত নন আফ্রিদি, ‘লোকে আমাকে নিয়ে কী বলে, এসব নিয়ে আমি পরোয়া করি না, আমি শুধু পাকিস্তানের জনগণের কাছে দায়বদ্ধ। ২০ বছর ধরে আমি খেলছি এবং এই ২০ বছর আমি বুকে এই চাঁদ-তারার নিশান বয়ে বেড়িয়েছি। আমি যখন মাঠে নামি, তখন গোটা দেশের মানুষের আবেগ আমার সঙ্গে থাকে। এই দলটা শুধু ১১ জনের একটা দল ছিল না, এই দলটা ছিল গোটা দেশের।’

No comments:

Post a Comment