
‘আমার এবং আমার দলের ওপর গোটা দেশবাসীর যে প্রত্যাশা ছিল, সেটা পূরণ করতে ব্যর্থ হওয়ায় আমি, শহীদ আফ্রিদি গোটা জাতির কাছে ক্ষমা প্রার্থনা করছি।’ ওয়াকারের প্রতিবেদনে তাঁর নেতৃত্বের ব্যর্থতার কথা যেমন উল্লেখ ছিল, তেমনি পিসিবির তরফ থেকেও এটা পরিষ্কার যে দলে আফ্রিদির জায়গা নিশ্চিত নয়। এসব রূঢ় বক্তব্যে খুব একটা বিচলিত নন আফ্রিদি, ‘লোকে আমাকে নিয়ে কী বলে, এসব নিয়ে আমি পরোয়া করি না, আমি শুধু পাকিস্তানের জনগণের কাছে দায়বদ্ধ। ২০ বছর ধরে আমি খেলছি এবং এই ২০ বছর আমি বুকে এই চাঁদ-তারার নিশান বয়ে বেড়িয়েছি। আমি যখন মাঠে নামি, তখন গোটা দেশের মানুষের আবেগ আমার সঙ্গে থাকে। এই দলটা শুধু ১১ জনের একটা দল ছিল না, এই দলটা ছিল গোটা দেশের।’
No comments:
Post a Comment