Monday, March 28, 2016

এবার সেমিফাইনালের লড়াইয়ের অপেক্ষা

অনলাইন ডেস্ক
টি২০ বিশ্বকাপের সুপার ওভারে একটি ম্যাচ থাকলেও রোববার মোহালিতেই চার সেমিফাইনালিস্ট ঠিক হয়ে গেছে। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সর্বশেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। এর আগে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে।

৩০ মার্চ দিল্লিতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। দ্বিতীয় সেমির লড়াইয়ে স্বাগতিক ভারতের প্রতিপক্ষ গেইল-স্যামিদের ওয়েস্ট ইন্ডিজ। পরদিন অর্থাৎ ৩১ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে হবে ম্যাচটি। সেমিফাইনালের দুই বিজয়ী দল ৩ এপ্রিল কলকাতার ইডের্ন গার্ডেনে ফাইনালে মুখোমুখি হবে।

প্রথম সেমিফাইনালে আসরে এখন পর্যন্ত অপরাজিত নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মরগান-রুটদের ইংল্যান্ড। যথারীতি এ ম্যাচেও ফেভারিট গাপটিল-উইলিয়ামসনরা। কারণ সুপার টেনে ভারত-অস্ট্রেলিয়া-পাকিস্তানের মতো দলকে গুড়িয়ে সেমিফাইনালে এসেছে তারা। গাপটিল-উইলিয়ামসনরা রয়েছেন সেরা ফর্মে।

নাথান ম্যাকালাম ও ঈশ শোধিরা প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বুকে কাঁপন ধরিয়েছেন। মিচেল স্যান্টনার-ম্যাকক্লেঘান-অ্যাডাম মিলনের মতো বোলার রয়েছে দলটিতে। ব্যাটিং ও বোলিংয়ে বাড়তি সহায়তা করবেন কোরে অ্যান্ডারসন-গ্রান্ট এলিয়টদের মতো পরীক্ষিত অলরাউন্ডাররা। তাই ফাইনালে যেতে হলে ইংল্যান্ডকে নামতে হবে কঠিন পরীক্ষায়।

ইংলিশদের ব্যাটিং লাইন আপ অবশ্য অনেক গভীর। হ্যালেস-জো রুট-মরগান-বাটলাররা এই আসরে তাদের ব্যাটিং দ্যুতি ছড়িয়েছেন। তবে বোলাররাই দু:চিন্তা বাড়াচ্ছেন দলটির। স্পিনার মঈন আলী ও আদিল রশিদ টুর্নামেন্টে বেশ রান দিয়েছেন। উইকেটও নিতে পারেননি খুব বেশি। ক্রিস জর্ডান, ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেটরা ভালো বল করে চলেছেন। তবে জিততে হলে স্পিনারদেরই মূল কাজটা করতে হবে।

মুম্বাইয়ে ভারতকে বেকায়দায় ফেলতে পারে ক্যারিবীয়রা। ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস-আন্দ্রে রাসেলরা নেহরা-বুমরাহদের ভালো পরীক্ষা নেবেন এটা বলার অপেক্ষা রাখে না। বল হাতে অসাধারণ সময় পার করছেন স্যামুয়েল বদ্রি ও সুলিমান বেন। এই দুই স্পিনার বেশ ঝামেলায় ফেলবে ভারতের ব্যাটসম্যানদের। আর অন্যদিকে ব্রাভো-রাসেল-স্যামিরা তো এই ফরম্যাটে সেরা।

তবে ভারতকে সাহস যোগাচ্ছেন বিরাট কোহলি। ফর্মের শিখরে রয়েছেন এই ব্যাটসম্যান। সুপার টেনে তার ব্যাটেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। বল হাতে খুব বেশি উইকেট না পেলেও ব্যাটসম্যানদের রানই করতে দেননি জাদেজা ও অশ্বিন। কৃপণতার দিক থেকে পেসারদের ক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে আছেন আশীষ নেহরা।

এই বিশ্বকাপে তার ইকোনমি রেট মাত্র ৫.৯৩। ১৫ ওভার বল করে মাত্র ৮৯ রান দিয়েছেন তিনি। তবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত জ্বলে উঠতে পারেননি রোহিত-রায়নাদের ব্যাটসম্যানরা। সেমিফাইনালে ভারতের ব্যাটিং লাইন আপ ক্লিক করলে নিজ মাটিতে তাদের হারানো অসম্ভব। ৩ এপ্রিল ইডেনে শেষ পর্যন্ত কোন দলের হাতে শিরোপা উঠবে সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
- See more at: http://bangla.samakal.net/2016/03/28/202422#sthash.hJdRkUqu.dpuf

No comments:

Post a Comment