Thursday, March 31, 2016
মুস্তাফিজের কাটার বোলিং রহস্য
এই পৃথিবী অবাক তাকিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট দলের কীর্তি। সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলের এক সহজ সরল ছেলে মুস্তাফিজুর রহমান। বিশ্ব মঞ্চ এখন কাঁপিয়ে বেড়াচ্ছেন তিনি। তার স্লোয়ার-কাটার নিয়ে রীতিমতো গবেষণায় নেমেছে ক্রিকেট বিশ্লেষকরা।
কিভাবে পারেন তিনি বলের উপরে এতটা নিয়ন্ত্রণ করতে? জবাবটা পাওয়া গেলো মুস্তাফিজের লাজুক হাসি দেয়া মুখেই।
শনিবার (২৬ মার্চ) বেশ খারাপভাবে ম্যাচ হেরেছে বাংলাদেশ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেকে আরো একবার ঠিকই চেনালেন মুস্তাফিজ। ২২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের কেন্দ্রবিন্দুতে তিনিই। তাইতো ম্যাচ শেষে তাকে জিজ্ঞেস করা হলো, এই রহস্যজনক বল করা কী আপনি অনুশীলন করেন?
লাজুক হেসে মুস্তাফিজের উত্তর, ‘ওটা তো আমার ন্যাচারাল। দলের অনুশীলনের পরে, একা একা একটু অনুশীলন করি। এক ওভার বা সাতট বল। এরকম করার পরে নিজের কাছে ভালো লাগে।’
বাংলাদেশের হয়ে বিশ্ব মাতানো মুস্তাফিজের সামনে আইপিএল আর ইংল্যান্ডে সাসেক্সের হয়ে খেলার সুযোগ। কেমন লাগছে তার?
মুস্তাফিজের সহজ-সরল উত্তর, ‘জীবনের প্রথম সব ব্যাপারই ভালো লাগে। এটাও ভালো লাগছে। সাসেক্সে আর আইপিএলে যাব ভেবে, নিজের কাছেও ভালো লাগছে।’
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment