Thursday, March 31, 2016

ফাঁস হয়ে গেলো আফ্রিদিদের নিয়ে ওয়াকারের নালিশ

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থ পাকিস্তান ক্রিকেট দল। এই ব্যর্থতা নিয়ে দেশে ফেরার পরই দলের কোচ ওয়াকার ইউনুসের কাছে দলের ব্যর্থতার কারণ জানতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে একটি রিপোর্ট দিতে বলা হয়। ওয়াকার ইউনুস লম্বা একটি রিপোর্ট জমা দেন পিসিবিতে। কিন্তু সেটা ফাঁস হয়ে গেলো। আর ফাঁস হওয়া রিপোর্টে জানা গেলো বোমা ফাটানো খবর। দলের অধিনায়ক শহিদ আফ্রিদি ও সিনিয়র খেলোয়াড় উমর আকমল ও আহমেদ শেহজাদের বিরুদ্ধে তার বিস্তর অভিযোগ। এই দুই টুর্নামেন্টে তারা মোটেও মনযোগী ছিলেন না বলে অভিযোগ করেছেন ওয়াকার। অধিনায়ক আফ্রিদি দুই টুর্নামেন্টে মোটেও সিরিয়াস ছিলেন না বলে গুরুতর অভিযোগ করেছেন তিনি। দলের বিভিন্ন মিটিং ও অনুশীলনে আফ্রিদি নিয়মিত ছিলেন না বলেও অভিযোগ করেছেন তিনি।  এছাড়া উমর আকমল ও আহমেদ শেহজাদের উদ্ধত মনোভাব ও উচ্ছৃঙ্খল আচরণ অনেক অসুবিধায় ফেলেছে বলে রিপোর্টে লিখেছেন তিনি। এছাড়া উদ্বোধনী ব্যটাসম্যান মোহাম্মদ হাফিজের বিরুদ্ধেও অভিযোগ করেছেন তিনি। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের আগে হাফিজ নিজের চোটের কথা লুকান। এতে আগ থেকে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ম্যানেজমেন্ট। শেষ মুহূর্তে ইনজুরির কথা জেনে ম্যাচের ঠিক আগে তাকে দল থেকে বাদ দিতে হয়। ওয়াকার ইউনুস ও শহিদ আফ্রিদির মধ্যের দ্বন্দ্ব আজকের নয়। খেলোয়াড়ী জীবনেও দু’জনের মধ্যে খুব একটা ভাব ছিল না। ২০১১ সালে প্রথমবার পাকিস্তানের কোচের দায়িত্ব পান ওয়াকার ইউনুস। তখন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক ছিলেন শহিদ আফ্রিদি। কিন্তু ওয়াকার কোচের দায়িত্ব নেয়ার কয়েকদিন পরেই আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় পিসিবি। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে দেশে ফিরে জণগনের কাছে ক্ষমা চেয়েছেন অধিনায়ক আফ্রিদি। দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেছেন তিনি। যদিও আফ্রিদির অবসর নিয়ে এখন নানা আলোচনা। এরই মধ্যে তাকে নিয়ে কোচের রিপোর্ট আরও চাপে ফেলবে তাকে। এই রিপোর্ট ফাঁস হওয়ায় হতাশ ওয়াকার ইউনুস। এ বিষয়ে তিনি পিসিবি’কে তদন্ত করতে অনুরোধ করেছেন।
প্রায় দেড় মাস প্র্যাকটিসের পর শেখ রাসেল মুখিয়ে আছে স্বাধীনতা কাপ খেলার জন্য। দেশি-বিদেশি মিলিয়ে দলটা আবার পরাশক্তির চেহারায়। গত মৌসুম শেখ জামালে একাদশে সুযোগ না পাওয়া সাখাওয়াত হোসেন নতুন ক্লাবে এসে নতুন স্বপ্ন দেখছেন। নিজের প্রস্তুতি এবং দলের শক্তি-সম্ভাবনা নিয়ে এই স্ট্রাইকার কথা বলেছেন কালের কণ্ঠ স্পোর্টসের সঙ্গে - See more at: http://www.kalerkantho.com/online/sports/2016/04/01/342522#sthash.ynkqLcwr.dpuf
প্রায় দেড় মাস প্র্যাকটিসের পর শেখ রাসেল মুখিয়ে আছে স্বাধীনতা কাপ খেলার জন্য। দেশি-বিদেশি মিলিয়ে দলটা আবার পরাশক্তির চেহারায়। গত মৌসুম শেখ জামালে একাদশে সুযোগ না পাওয়া সাখাওয়াত হোসেন নতুন ক্লাবে এসে নতুন স্বপ্ন দেখছেন। নিজের প্রস্তুতি এবং দলের শক্তি-সম্ভাবনা নিয়ে এই স্ট্রাইকার কথা বলেছেন কালের কণ্ঠ স্পোর্টসের সঙ্গে - See more at: http://www.kalerkantho.com/online/sports/2016/04/01/342522#sthash.ynkqLcwr.dpuf

No comments:

Post a Comment