Wednesday, March 30, 2016

নাটকের মঞ্চেও উঠতে হল মেসিকে

messi at drama stage আর্জেন্তিনার সাধারণ মানুষের মনে লিওনেল মেসির স্থান যে সবচেয়ে ওপরে, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল সোমবার। সোমবার বুয়েনস আইরেসে টিমের সঙ্গে নাটক দেখতে গিয়েছিলেন মেসি। তাঁকে দেখতে পেয়েই প্রেক্ষাগৃহের দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানান জাতীয় দলের অধিনায়ককে।

 

 

 

দেশকে এখনও তিনি আন্তর্জাতিক মঞ্চে কোনও ট্রফি তুলে দিতে পারেননি। জাতীয় সঙ্গীতের সঙ্গে মুখ মেলান না বলেও তাঁর বিরুদ্ধে উষ্মা রয়েছে সমর্থকদের। কিন্তু আর্জেন্তিনার সাধারণ মানুষের মনে লিওনেল মেসির স্থান যে সবচেয়ে ওপরে, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল সোমবার। আগামী বৃহস্পতিবার বিশ্বকাপ যোগ্যতাপর্বে আর্জেন্তিনা খেলবে বলিভিয়ার বিরুদ্ধে। তার আগে সোমবার বুয়েনস আইরেসে টিমের সঙ্গে নাটক দেখতে গিয়েছিলেন মেসি। তাঁকে দেখতে পেয়েই প্রেক্ষাগৃহের দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালিতে অভিবাদন জানান জাতীয় দলের অধিনায়ককে। তাঁরা চিৎকার করে ওঠেন, ‘ওলে, ওলে, লিও, লিও...’। শুধু তাই নয়। তাঁকে জোর করে মঞ্চেও তুলে দেওয়া হয়। দর্শকদের উন্মাদনায় মেসি অপ্রতিভ হয়ে পড়েন। সেখানে ওই নাটকের অভিনেতা-অভিনেত্রীরাও মেসির সঙ্গে হাত মিলিয়ে যান।শেষ ম্যাচে চিলের বিরুদ্ধে ২-১ গোলে জয়ের পর আর্জেন্তিনা শিবিরে ফিরেছে খুশির মেজাজ। তবে সতর্ক রয়েছেন মেসি। তিনি বলেছেন, ‘‘আমাদের কিন্তু আরও ভাল ফুটবল খেলতে হবে। আমি সতীর্থদের সেই কথা বারবার মনে করিয়ে দিচ্ছি।’’ পাশাপাশি প্রাক্তন কোচ দিয়েগো মারাদোনারও প্রশংসা করেছেন তিনি। মেসি বলেছেন, ‘‘দিয়েগো জাতীয় দলের কোচ হওয়ার আগে আমার সঙ্গে ওর কোনও কথাই হত না। বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা হলেও কথাবার্তা হয়নি। আমিও দিয়েগোকে বিরক্ত করতাম না। পরে উনি আর্জেন্তিনা দলের দায়িত্ব নেওয়ার পর আমার সঙ্গে অনেক কথাবার্তা হয়েছে। ওই সময় মারাদোনার থেকে আমি অনেক কিছু শিখেছি। তবে মারাদোনা জাতীয় দলের কোচিং ছেড়ে দেওয়ার পর আমার সঙ্গে ওঁর বিশেষ কোনও কথাবার্তা হয়নি।’’ যদিও বর্তমান কোচ জেরার্দো তাতা মার্তিনোর সঙ্গে প্রাক্তন কোচের তুলনা টানতে চাননি তিনি। মেসি বলেছেন, ‘‘দুই কোচের ভাবনায় অনেক পার্থক্য রয়েছে। সেটা নিয়ে তুলনা টানা অর্থহীন।’’

 

No comments:

Post a Comment