Thursday, March 31, 2016

এবারও কলকাতার প্রচ্ছদে সাকিব

ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) শুরু হয় ২০০৮ সাল থেকে। টুর্নামেন্টের চতুর্থ আসর ২০১১ সালে প্রথমবারের মতো সুযোগ পান সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আইপিএলে খেলার সুযোগ পেয়েই নিজের জাত চেনাচ্ছেন তিনি। শুরু থেকে এখন পর্যন্ত আছেন কলকাতা নাইট রাইডার্সে। সর্বশেষ দুই মৌসুমে কলকাতার প্রচ্ছদে ছিলেন তিনি। এবারের নবম আসরেও কলকাতা নাইট রাইডার্সের প্রচ্ছদে সাকিবের ছবি জ্বলজ্বল করছে। কলকাতা এবার যে প্রচ্ছদ প্রকাশ করেছে তার ওপরে লেখা ‘আমি কেকেআর’। আর নিচে অধিনায়ক গৌতম গম্ভীরের দুই পাশে সাকিব আল হাসান ও ইউসুফ পাঠানের ছবি। আগামী ৯ এপ্রিল পর্দা উঠছে আইপিএলের নবম আসরের। তার আগে প্রতিটি দল চালাচ্ছে প্রচারণা। আর এই প্রচারণায় কলকাতার প্রচ্ছদে সাকিবকে গুরুত্ব দিচ্ছে সঙ্গত কারণেই। ২০১১ সালে নিজের প্রথম আসরে তেমন ঝলক দেখাতে পারেন নি সাকিব। ৭ ম্যাচে ২৯ রান আসে তার ব্যাট থেকে। তবে বল হাতে দেখান দারুণ নৈপুণ্য। ১৫.৯০ গড়ে নেন ১১ উইকেট। তবে ২০১৪ সালে কলকাতাকে চ্যাম্পিয়ন করতে সাকিবের ভূমিকা ছিল দারুণ। ১৩ ম্যাচে ৩২.৪২ গড়ে ২২৭ রান করার পাশাপাশি নেন ১১ উইকেট। এ পর্যন্ত চার আসরে ৩২ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ২১.২৭ গড়ে ৩৮৩ রান। আর ২১.৭৬ গড়ে নিয়েছেন ৩৮ উইকেট।

No comments:

Post a Comment