
বিতর্ক আরশি খানের নিত্য সঙ্গী। পাকিস্তানের টি টোয়েন্টি দলের অধিনায়ক শাহিদ আফ্রিদির প্রেমিকা বলে পরিচয় দিয়ে গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন তিনি। মুম্বইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে ক্রিস গেইল, ড্যারেন স্যামিরা বাউন্সার দিতে শুরু করে দিয়েছেন। এর মধ্যেই আরও এক জন জবরদস্ত বাউন্সার দিলেন রাঁচির রাজপুত্র, বিরাট কোহলি ও সুরেশ রায়নাকে। আফ্রিদিকে ছেড়ে আরশি এখন পড়েছেন ভারতের এই তিন স্তম্ভকে নিয়ে। রীতিমতো হুমকি দিয়েছেন তিনি। হুমকিটা কী? এক ভিডিওতে আরশি ভারতের ত্রয়ীকে প্রকাশ্যে ধর্ষণ করার হুমকি দিয়েছেন। তাঁদের উদ্দেশ্যে অভিযোগ করে আরশি বলেছেন, ভারতের জন্যই টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। ভারতীয় দলের তিন স্তম্ভ ধোনি, কোহলি ও রায়নাকে উদ্দেশ্য করে সংশ্লিষ্ট ভিডিওতে আরশি বলছেন, ‘‘তোমরা সেমিফাইনালে পৌঁছেছো। তোমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জিততেই হবে। ভাল পারফরম্যান্স দিতে না-পারলে তোমাদের ‘রেপ’ করব।’’
কী হবে তা বলবে সময়। একদিকে আরশি, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ। উভয়সংঙ্কটে মহেন্দ্র সিংহ ধোনি।
No comments:
Post a Comment