Thursday, March 31, 2016

ওয়েস্ট ইন্ডিজের জয়ে খুশি মুশফিক-তাসকিনরা


ঢাকা: ২০১২ সালের এশিয়া কাপ ফাইনাল। ঘরের মাঠে পাকিস্তানের কাছে বাংলাদেশের ২ রানের হার কাঁদিয়েছে গোটা জাতিকে।

২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সুপার টেন পর্বের তৃতীয় ম্যাচ। বেঙ্গালুরুতে ভারতের কাছে বাংলাদেশের ১ রানের হার বাঙালির হৃদয় এফোড়-ওফোড় করে দিয়েছে। তিন বলের অবিশ্বাস্য নাটকীয়তায়, দুর্ভাগ্যের কোপানলে পড়ে ম্যাচ হেরে গেছে মাশরাফির দল। সেদিনও অঝোর ধারায় কেঁদেছেন টাইগার ভক্তরা।

ওই ম্যাচে পান্ডিয়ার করা শেষ ওভারের শুরুতে দুটি চার মেরে ম্যাচ থেকে কার্যত ভারতকে ছিটকে ফেলেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু চতুর্থ বলে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান মুশফিক। পরের বলে একই দৃশ্যের পুনরাবৃত্তি করেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুই ভায়রা ভাইয়ের ছক্কা মেরে জয় আনার চেষ্টা পুড়িয়েছে কোটি বাংলাদেশির অন্তর। শেষ বলে কোনো রানই শুভাগত নিতে পারেননি বলে হেরে যায় টাইগাররা।

ম্যাচের পর সমর্থকদের কাঠগড়ায় নানা রকম শাস্তিই পেয়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ। সেসব তাদের কানে পৌঁছানোর সুযোগ কম। কিন্তু নিজের ভেতরে কি কম পুড়েছেন মুশফিক-মাহমুদউল্লাহ? মনে হয়, না। কারণ তীরে এসে তরী ডুবানোর অপরাধী তারাই। মঞ্চ সাজিয়েও জয়ের উল্লাস করতে না পারার কষ্ট তো তাদেরকেই তীর হয়ে বিধেঁছে বেশি। দেশবাসীর আবেগ বুঝতে তো তাদের সময় লাগেনি। কি ভুল করেছেন, সেটি বুঝতে পেরেছিলেন খুব ভালোভাবেই। তাই তো ফেসবুকে নিজের ফ্যান পেজে মুশফিক, ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন গোটা দেশের কাছে।

ভারত মানেই বৈরীতা, ভারত মানেই কষ্টের দাগ। ভারত হারলেই গোটা দেশ দোলে উঠে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিত্য চিত্র হয়ে গেছে। টাইগারদের হাত থেকে বেঁচে গেলেও বৃহস্পতিবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হেরেছে ভারত। মহেন্দ্র সিং ধোনির দলকে হারতে দেখে বাংলাদেশে বইয়ে খুশির জোয়ার। কেউ কেউ তো ফেসবুকে বলছেন, দেশে লেগে গেছে ঈদ!

আম জনতার মতো ভারতের হারে তথা ওয়েস্ট ইন্ডিজের খুশি টাইগাররাও। সেমিতে গেইল-স্যামিরা জেতায় ফেসবুকে আনন্দ প্রকাশ করেছেন মুশফিক-তাসকিনরা। মুশফিক নিজের পোস্টে বলেছেন, এখন আমি ভালোভাবে ঘুমাতে পারবো। তাসকিন অভিনন্দন জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলকে।

টিভিতে ওয়েস্ট ইন্ডিজ দলের জয়ের উল্লাসের সঙ্গে সেলফি তুলেছেন মুশফিক। যা তিনি নিজের ফ্যান পেজে পোস্ট করেছেন। এবং লিখেলেছন, “আনন্দ এটাই....এখন আমি ভালো ঘুমাতে পারবো। উইন্ডিজ তুমি অসাধারণ!!!” ক্যারিবিয়ানদের জয়ে অন্তর্জালা জুড়িয়েছে মুশফিকের, এটা নির্দি¦ধায় বলা যায় এই পোস্টের পর। উইন্ডিজদের অভিনন্দ জানিয়ে ডানহাতি পেসার তাসকিন লিখেছেন, “ওয়েলডান, ওয়েস্ট ইন্ডিজ”।

No comments:

Post a Comment