Sunday, April 24, 2016

বার্সেলোনার দুর্দশা উপভোগ রিয়াল অধিনায়কের


বার্সেলোনার সাম্প্রতিক হোঁচট খাওয়া উপভোগ করছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।
Related Stories

    সতর্ক রিয়ালের সামনে ভায়েকানো

গত বুধবার দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার আগে লা লিগায় টানা চার ম্যাচ জয়হীন ছিল বার্সেলোনা। এই সুযোগে আতলেতিকো মাদ্রিদ পয়েন্টে তাদের ছুঁয়ে ফেলে। আর এক সময় ১২ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালও ব্যবধান কমিয়ে এখন মাত্র ১ পয়েন্ট পেছনে আছে।

রিয়ালের ডিফেন্ডার রামোস বলেন, “বার্সেলোনায় বিষয়গুলো বাজেভাবে যাওয়াটা অবশ্যই আমি উপভোগ করছি। এটা আমার ভালো লাগছে; কারণ, এতে আমাদের লাভ।”

“আমি কারও খারাপ চাই না, তবুও তাদের দুর্দশা উপভোগ করছি খেলা সম্পর্কিত কারণে। বার্সেলোনার জন্য যা কিছু খারাপ, রিয়ালের জন্য সেটা ভালো।”

বার্সেলোনার মাঠে তাদের হারিয়ে আসার ব্যাপারে রামোস বলেন, “কাম্প নউতে (আমাদের) জয়টা ছিল তাদের জন্য বিরাট হতাশার। ক্লাসিকো সব সময়ই তিন পয়েন্টের চেয়ে বেশি কিছু। এটা মৌসুমের সেরা ম্যাচ ছিল। মানসিক দিক থেকে এটা তাদের জন্য কঠিন ছিল।”

কয়েক সপ্তাহ আগেও ৮ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা শিরোপা জয় নিশ্চিত করে ফেলতে পারত বলে মনে করেন রামোস। এর পরিবর্তে তার দল পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলায় বার্সেলোনার শিরোপা জয়ের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
info,
bdnews24.com

No comments:

Post a Comment