Sunday, April 24, 2016
বার্সেলোনার দুর্দশা উপভোগ রিয়াল অধিনায়কের
বার্সেলোনার সাম্প্রতিক হোঁচট খাওয়া উপভোগ করছেন বলে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সের্হিও রামোস।
Related Stories
সতর্ক রিয়ালের সামনে ভায়েকানো
গত বুধবার দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে উড়িয়ে দেওয়ার আগে লা লিগায় টানা চার ম্যাচ জয়হীন ছিল বার্সেলোনা। এই সুযোগে আতলেতিকো মাদ্রিদ পয়েন্টে তাদের ছুঁয়ে ফেলে। আর এক সময় ১২ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়ালও ব্যবধান কমিয়ে এখন মাত্র ১ পয়েন্ট পেছনে আছে।
রিয়ালের ডিফেন্ডার রামোস বলেন, “বার্সেলোনায় বিষয়গুলো বাজেভাবে যাওয়াটা অবশ্যই আমি উপভোগ করছি। এটা আমার ভালো লাগছে; কারণ, এতে আমাদের লাভ।”
“আমি কারও খারাপ চাই না, তবুও তাদের দুর্দশা উপভোগ করছি খেলা সম্পর্কিত কারণে। বার্সেলোনার জন্য যা কিছু খারাপ, রিয়ালের জন্য সেটা ভালো।”
বার্সেলোনার মাঠে তাদের হারিয়ে আসার ব্যাপারে রামোস বলেন, “কাম্প নউতে (আমাদের) জয়টা ছিল তাদের জন্য বিরাট হতাশার। ক্লাসিকো সব সময়ই তিন পয়েন্টের চেয়ে বেশি কিছু। এটা মৌসুমের সেরা ম্যাচ ছিল। মানসিক দিক থেকে এটা তাদের জন্য কঠিন ছিল।”
কয়েক সপ্তাহ আগেও ৮ পয়েন্টে এগিয়ে থাকা বার্সেলোনা শিরোপা জয় নিশ্চিত করে ফেলতে পারত বলে মনে করেন রামোস। এর পরিবর্তে তার দল পয়েন্ট ব্যবধান কমিয়ে ফেলায় বার্সেলোনার শিরোপা জয়ের বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।
info,
bdnews24.com
মুস্তাফিজের ‘নো প্রবলেম বোলিং’
ব্যাটিংয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার, বোলিংয়ে তা করছেন মুস্তাফিজুর রহমান। তবে সানরাইজার্স হায়দরাবাদের প্রাণভোমরা ২০ বছর বয়সী বাংলাদেশের এই তরুণ পেসার। দলের সেরা অস্ত্রের সঙ্গে অধিনায়কের রসায়নটাও দারুণ জমে উঠেছে, যার প্রমাণ মিলেছে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে জয়ের পর।
Related Stories
মুস্তাফিজের বিশেষ প্রতিভায় মুগ্ধ ওয়ার্নার
মুস্তাফিজ জাদুতে উড়ছে হায়দরাবাদ
ম্যাজিক্যাল মুস্তাফিজ
শনিবার হায়দরাবাদে পাঞ্জাবকে ৫ উইকেটে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুস্তাফিজকে প্রশংসায় ভাসান ওয়ার্নার।
কিছুক্ষণ আগেই মুস্তাফিজের জাদুকরী বোলিংয়ের সামনে কাঁপছিলেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। তার চার ওভারে ৯ রানের বেশি নিতে পারেননি অতিথিরা, সাবধানে খেলতে গিয়েও তাকে দিতে হয় দুই উইকেট।
চমৎকার এই পারফরম্যান্সে ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় মুস্তাফিজকে। অধিনায়ক জানান, এই মুহূর্তে নাকি নার্ভাস তরুণ এই পেসার, “সে ততটা ইংরেজি বলতে পারে না। কিন্তু (ক্রিকেটে) সে অসাধারণ এক প্রতিভা।”
ওয়ার্নার জানালেন, কাজ চালানোর মতো ইংরেজিতে তাকে ভরসা ঠিকই যোগান মুস্তাফিজ, “সে সব সময় বলে, নো প্রবলেম বোলিং, টকিং অ্যান্ড ব্যাটিং প্রবলেম।”
জাদুকরী বোলিংয়ে ক্রিকেট বিশ্বকে মোহিত করে রাখা মুস্তাফিজ অবশ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‘নার্ভাস’ ছিলেন না। বাংলাতেই নিজের ছোট্ট প্রতিক্রিয়া জানান তিনি।
“সবাইকে অনেক ধন্যবাদ। গিফট অনেক ভালো হয়েছে। সবাই অনেক উপভোগ করেছেন।”
info,bdnews24.com
কোপা আমেরিকায় ব্রাজিল দলে নেই নেইমার
নেইমারকে নিয়ে ব্রাজিল ও বার্সেলোনার রশি টানাটানি চলছিল অনেক দিন ধরে। এ বছর কোপা আমেরিকার বিশেষ সংস্করণ ও রিও অলিম্পিক—দুই প্রতিযোগিতার জন্যই নেইমারকে চেয়েছিল ব্রাজিল। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি বার্সেলোনা। অনেক দরকষাকষির পর অবশেষে নেইমারকে নিয়ে একটা সমঝোতায় এসেছে দুই পক্ষ। শেষ পর্যন্ত নেইমার খেলতে পারবেন শুধু অলিম্পিকে। কোপা আমেরিকায় তাঁকে থাকতে হবে দর্শক হয়েই।পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিতলেও অলিম্পিকের সোনা এখনো অধরা থেকে গেছে ব্রাজিলের। নিজ দেশে আয়োজিত এবারের অলিম্পিকে তাই সোনা জয়ের জন্য মরিয়া হয়ে আছে সেলেসাওরা। আর সোনা জয়ের মিশনে নেইমার যে অপরিহার্য, তাও অনুধাবন করেছে ব্রাজিল। সে কারণেই হয়তো বার্সেলোনার দাবি মেনে নিয়ে শুধু অলিম্পিক দলেই নেইমারকে রাখার ব্যাপারে রাজি হয়ে গেছে তারা।
ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা আয়োজিত যেকোনো প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য থাকে ক্লাবগুলো। কিন্তু অলিম্পিক ফিফা আয়োজিত কোনো প্রতিযোগিতা নয়। এটা আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও পায় না। মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই আয়োজিত হয় অলিম্পিক। প্রতি দলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারে মাত্র তিনজন। ২৪ বছর বয়সী নেইমার হবেন ব্রাজিলের সেই তিন খেলোয়াড়ের একজন। ফলে বার্সেলোনা যদি অলিম্পিকের জন্য নেইমারকে না ছাড়ে, তাহলে আইনত কিছু করার থাকে না ব্রাজিলের। ফলে দ্বিপক্ষীয় সমঝোতার মধ্য দিয়েই ব্যাপারটির মীমাংসা করেছে ব্রাজিল ও বার্সেলোনা। কাতালান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেইমারকে নিয়ে প্রস্তাব মেনে নেওয়ার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে বার্সেলোনা কৃতজ্ঞ। নেইমার এখন শুধু অলিম্পিকে খেলবেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলবেন না।’
আগামী জুনে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আসর। আর আগস্টে অনুষ্ঠিত হবে অলিম্পিক।
info,
www.dailynayadiganta.com
ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা আয়োজিত যেকোনো প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য থাকে ক্লাবগুলো। কিন্তু অলিম্পিক ফিফা আয়োজিত কোনো প্রতিযোগিতা নয়। এটা আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও পায় না। মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই আয়োজিত হয় অলিম্পিক। প্রতি দলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারে মাত্র তিনজন। ২৪ বছর বয়সী নেইমার হবেন ব্রাজিলের সেই তিন খেলোয়াড়ের একজন। ফলে বার্সেলোনা যদি অলিম্পিকের জন্য নেইমারকে না ছাড়ে, তাহলে আইনত কিছু করার থাকে না ব্রাজিলের। ফলে দ্বিপক্ষীয় সমঝোতার মধ্য দিয়েই ব্যাপারটির মীমাংসা করেছে ব্রাজিল ও বার্সেলোনা। কাতালান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেইমারকে নিয়ে প্রস্তাব মেনে নেওয়ার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে বার্সেলোনা কৃতজ্ঞ। নেইমার এখন শুধু অলিম্পিকে খেলবেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলবেন না।’
আগামী জুনে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আসর। আর আগস্টে অনুষ্ঠিত হবে অলিম্পিক।
info,
www.dailynayadiganta.com
নেইমারকে
নিয়ে ব্রাজিল ও বার্সেলোনার রশি টানাটানি চলছিল অনেক দিন ধরে। এ বছর কোপা
আমেরিকার বিশেষ সংস্করণ ও রিও অলিম্পিক—দুই প্রতিযোগিতার জন্যই নেইমারকে
চেয়েছিল ব্রাজিল। কিন্তু এই প্রস্তাবে রাজি হয়নি বার্সেলোনা। অনেক
দরকষাকষির পর অবশেষে নেইমারকে নিয়ে একটা সমঝোতায় এসেছে দুই পক্ষ। শেষ
পর্যন্ত নেইমার খেলতে পারবেন শুধু অলিম্পিকে। কোপা আমেরিকায় তাঁকে থাকতে
হবে দর্শক হয়েই।
পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিতলেও অলিম্পিকের সোনা এখনো অধরা থেকে গেছে ব্রাজিলের। নিজ দেশে আয়োজিত এবারের অলিম্পিকে তাই সোনা জয়ের জন্য মরিয়া হয়ে আছে সেলেসাওরা। আর সোনা জয়ের মিশনে নেইমার যে অপরিহার্য, তাও অনুধাবন করেছে ব্রাজিল। সে কারণেই হয়তো বার্সেলোনার দাবি মেনে নিয়ে শুধু অলিম্পিক দলেই নেইমারকে রাখার ব্যাপারে রাজি হয়ে গেছে তারা।
ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা আয়োজিত যেকোনো প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য থাকে ক্লাবগুলো। কিন্তু অলিম্পিক ফিফা আয়োজিত কোনো প্রতিযোগিতা নয়। এটা আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও পায় না। মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই আয়োজিত হয় অলিম্পিক। প্রতি দলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারে মাত্র তিনজন। ২৪ বছর বয়সী নেইমার হবেন ব্রাজিলের সেই তিন খেলোয়াড়ের একজন। ফলে বার্সেলোনা যদি অলিম্পিকের জন্য নেইমারকে না ছাড়ে, তাহলে আইনত কিছু করার থাকে না ব্রাজিলের। ফলে দ্বিপক্ষীয় সমঝোতার মধ্য দিয়েই ব্যাপারটির মীমাংসা করেছে ব্রাজিল ও বার্সেলোনা। কাতালান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেইমারকে নিয়ে প্রস্তাব মেনে নেওয়ার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে বার্সেলোনা কৃতজ্ঞ। নেইমার এখন শুধু অলিম্পিকে খেলবেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলবেন না।’
আগামী জুনে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আসর। আর আগস্টে অনুষ্ঠিত হবে অলিম্পিক।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/112032#sthash.ptrHQhp5.dpuf
পাঁচবার বিশ্বকাপ শিরোপা জিতলেও অলিম্পিকের সোনা এখনো অধরা থেকে গেছে ব্রাজিলের। নিজ দেশে আয়োজিত এবারের অলিম্পিকে তাই সোনা জয়ের জন্য মরিয়া হয়ে আছে সেলেসাওরা। আর সোনা জয়ের মিশনে নেইমার যে অপরিহার্য, তাও অনুধাবন করেছে ব্রাজিল। সে কারণেই হয়তো বার্সেলোনার দাবি মেনে নিয়ে শুধু অলিম্পিক দলেই নেইমারকে রাখার ব্যাপারে রাজি হয়ে গেছে তারা।
ফিফার নিয়ম অনুযায়ী, ফিফা আয়োজিত যেকোনো প্রতিযোগিতার জন্য খেলোয়াড়দের ছেড়ে দিতে বাধ্য থাকে ক্লাবগুলো। কিন্তু অলিম্পিক ফিফা আয়োজিত কোনো প্রতিযোগিতা নয়। এটা আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতিও পায় না। মূলত অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের নিয়েই আয়োজিত হয় অলিম্পিক। প্রতি দলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় থাকতে পারে মাত্র তিনজন। ২৪ বছর বয়সী নেইমার হবেন ব্রাজিলের সেই তিন খেলোয়াড়ের একজন। ফলে বার্সেলোনা যদি অলিম্পিকের জন্য নেইমারকে না ছাড়ে, তাহলে আইনত কিছু করার থাকে না ব্রাজিলের। ফলে দ্বিপক্ষীয় সমঝোতার মধ্য দিয়েই ব্যাপারটির মীমাংসা করেছে ব্রাজিল ও বার্সেলোনা। কাতালান ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘নেইমারকে নিয়ে প্রস্তাব মেনে নেওয়ার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে বার্সেলোনা কৃতজ্ঞ। নেইমার এখন শুধু অলিম্পিকে খেলবেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকায় খেলবেন না।’
আগামী জুনে শুরু হবে কোপা আমেরিকার শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ আসর। আর আগস্টে অনুষ্ঠিত হবে অলিম্পিক।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/112032#sthash.ptrHQhp5.dpuf
রোনাল্ডো হেরে যাচ্ছেন সুয়ারেজের কাছে!
স্প্যানিশ ফুটবল লিগে গতরাতে ডিপোর্তিভো লা করুনার বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন বার্সেলোনার উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফলে লা-লীগায় তার গোল এখন ৩০টি। তাই সর্বোচ্চ গোলের তালিকায় রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আরো কাছে পৌঁছে গেছেন সুয়ারেজ। ৩১ গোল নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন রোনাল্ডো। দ্বিতীয় স্থানে রয়েছেন সুয়ারেজ।
২৪ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তার পরেই অর্থাৎ চতুর্থস্থানে আছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। তার গোল ২৩টি। বেনজামা যেমন মেসির একেবারেই কাছেই, ঠিক তেমনি বেনাজামার একেবারেই কাছাকাছি বার্সার নেইমার। ২২ গোল নিয়ে পঞ্চম স্থানে নেইমার।
লা-লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকা (শীর্ষ পাঁচ) :
অবস্থান খেলোয়াড় দল গোল
১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ৩১
২. লুইস সুয়ারেজ বার্সেলোনা ৩০
৩. লিওনেল মেসি বার্সেলোনা ২৪
৪. করিম বেনজামা রিয়াল মাদ্রিদ ২৩
৫. নেইমার বার্সেলোনা ২২।
info,
www.dailynayadiganta.com
২৪ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তার পরেই অর্থাৎ চতুর্থস্থানে আছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। তার গোল ২৩টি। বেনজামা যেমন মেসির একেবারেই কাছেই, ঠিক তেমনি বেনাজামার একেবারেই কাছাকাছি বার্সার নেইমার। ২২ গোল নিয়ে পঞ্চম স্থানে নেইমার।
লা-লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকা (শীর্ষ পাঁচ) :
অবস্থান খেলোয়াড় দল গোল
১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ৩১
২. লুইস সুয়ারেজ বার্সেলোনা ৩০
৩. লিওনেল মেসি বার্সেলোনা ২৪
৪. করিম বেনজামা রিয়াল মাদ্রিদ ২৩
৫. নেইমার বার্সেলোনা ২২।
info,
www.dailynayadiganta.com
স্প্যানিশ
ফুটবল লিগে গতরাতে ডিপোর্তিভো লা করুনার বিপক্ষে হ্যাটট্রিকসহ চার গোল
করেছেন বার্সেলোনার উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ফলে লা-লীগায় তার
গোল এখন ৩০টি। তাই সর্বোচ্চ গোলের তালিকায় রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো
রোনাল্ডোর আরো কাছে পৌঁছে গেছেন সুয়ারেজ। ৩১ গোল নিয়ে তালিকার শীর্ষে
রয়েছেন রোনাল্ডো। দ্বিতীয় স্থানে রয়েছেন সুয়ারেজ।
২৪ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তার পরেই অর্থাৎ চতুর্থস্থানে আছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। তার গোল ২৩টি। বেনজামা যেমন মেসির একেবারেই কাছেই, ঠিক তেমনি বেনাজামার একেবারেই কাছাকাছি বার্সার নেইমার। ২২ গোল নিয়ে পঞ্চম স্থানে নেইমার।
লা-লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকা (শীর্ষ পাঁচ) :
অবস্থান খেলোয়াড় দল গোল
১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ৩১
২. লুইস সুয়ারেজ বার্সেলোনা ৩০
৩. লিওনেল মেসি বার্সেলোনা ২৪
৪. করিম বেনজামা রিয়াল মাদ্রিদ ২৩
৫. নেইমার বার্সেলোনা ২২। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/112087#sthash.veRMmOK3.dpuf
২৪ গোল নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি। তার পরেই অর্থাৎ চতুর্থস্থানে আছেন রিয়ালের ফরাসি স্ট্রাইকার করিম বেনজামা। তার গোল ২৩টি। বেনজামা যেমন মেসির একেবারেই কাছেই, ঠিক তেমনি বেনাজামার একেবারেই কাছাকাছি বার্সার নেইমার। ২২ গোল নিয়ে পঞ্চম স্থানে নেইমার।
লা-লিগার সর্বোচ্চ গোলদাতার তালিকা (শীর্ষ পাঁচ) :
অবস্থান খেলোয়াড় দল গোল
১. ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ৩১
২. লুইস সুয়ারেজ বার্সেলোনা ৩০
৩. লিওনেল মেসি বার্সেলোনা ২৪
৪. করিম বেনজামা রিয়াল মাদ্রিদ ২৩
৫. নেইমার বার্সেলোনা ২২। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/112087#sthash.veRMmOK3.dpuf
ধোনির কাছ থেকে জবাব পাননি শাস্ত্রী
টেস্ট ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নেয়ায় অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। অবাক হয়ে ধোনির দিকে একটি প্রশ্নও ছুঁড়ে দিয়েছিলেন শাস্ত্রী। তা’হলো- ‘এখনই কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হলো?’ এর উত্তরে নাকি ধোনি কিছুই বলেননি। উল্টো হেসেছিলেন। সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমে ধোনির প্রশংসা করে অনেক কথাই বলেন শাস্ত্রী।
প্রায় দেড় বছর হলো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। তার বিদায়টা ছিলো আচমকা। তাতে ক্রিকেট মহলের অনেকেই অবাক হয়েছেন। অবাক হয়েছেন ধোনির বিদায়ের সময় ভারতীয় দলের ডিরেক্টর থাকা শাস্ত্রীও। তাই ধোনির অবসরের ঘোষনার পর টিম ইন্ডিয়ার দলপতিকে উল্টো প্রশ্ন করে বসেন শাস্ত্রী, ‘এখনই কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হলো?’ শাস্ত্রীর এমন প্রশ্নে কোনো উত্তর দেননি ধোনি। উল্টো শাস্ত্রীর প্রশ্ন শুনে মুখ চওড়া করে হাসি দিয়েছিলেন ধোনি।
যাই হোক ধোনির এমন অবসরে অবাক হয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ধোনি অবসরের কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তিন ফরম্যাটে খেলার মতো সামর্থ্য তার ছিলো। ধোনি যে অবস্থায় খেলা ছেড়েছেন, সেই অবস্থায় অন্য কোনো খেলোয়াড়রা অনায়াসে আরো কয়েক বছর খেলে যেতে পারতো। ধোনির চলে যাওয়ায় হঠাৎ শুন্যতা সৃষ্টি হয়েছিলো। সেই শূন্যতা এখনো পূরণ হয়নি।’
ধোনির অবসরের স্মৃতি এখনো নাড়া দেয় শাস্ত্রীকে। তবে ধোনি ছিলেন চ্যাম্পিয়ন খেলোয়াড়, বললেন শাস্ত্রী, ‘ধোনি চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে সত্যিকারের লিজন্ড। দলকে এক সুতোয় গেথে রেখেছিলো সে। খেলোয়াড়দের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতো ধোনি। ২০০৭ টি-২০ বিশ্বকাপটি দেখলেই বুঝা যাবে। অধিনায়ক হিসেবে কেমন ছিলো ধোনি। সবসময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতো সে। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সব কিছু সামলানোর অসম্ভব ক্ষমতা ছিলো ধোনির। যা অন্য কোন অধিনায়কের মত কমই আছে।’
২০০৫ সালে টেস্ট অভিষেক হয় ধোনির। সাদা পোশাকে ৯০ টেস্টে ৪৮৭৬ রান করেন তিনি। গড় ছিলো ৩৮.০৯। এরমধ্যে ৬টি সেঞ্চুরি ও ৩৩ হাফ-সেঞ্চুরি করেন ৩৪ বছর বয়সী ধোনি।
info,
www.dailynayadiganta
প্রায় দেড় বছর হলো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। তার বিদায়টা ছিলো আচমকা। তাতে ক্রিকেট মহলের অনেকেই অবাক হয়েছেন। অবাক হয়েছেন ধোনির বিদায়ের সময় ভারতীয় দলের ডিরেক্টর থাকা শাস্ত্রীও। তাই ধোনির অবসরের ঘোষনার পর টিম ইন্ডিয়ার দলপতিকে উল্টো প্রশ্ন করে বসেন শাস্ত্রী, ‘এখনই কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হলো?’ শাস্ত্রীর এমন প্রশ্নে কোনো উত্তর দেননি ধোনি। উল্টো শাস্ত্রীর প্রশ্ন শুনে মুখ চওড়া করে হাসি দিয়েছিলেন ধোনি।
যাই হোক ধোনির এমন অবসরে অবাক হয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ধোনি অবসরের কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তিন ফরম্যাটে খেলার মতো সামর্থ্য তার ছিলো। ধোনি যে অবস্থায় খেলা ছেড়েছেন, সেই অবস্থায় অন্য কোনো খেলোয়াড়রা অনায়াসে আরো কয়েক বছর খেলে যেতে পারতো। ধোনির চলে যাওয়ায় হঠাৎ শুন্যতা সৃষ্টি হয়েছিলো। সেই শূন্যতা এখনো পূরণ হয়নি।’
ধোনির অবসরের স্মৃতি এখনো নাড়া দেয় শাস্ত্রীকে। তবে ধোনি ছিলেন চ্যাম্পিয়ন খেলোয়াড়, বললেন শাস্ত্রী, ‘ধোনি চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে সত্যিকারের লিজন্ড। দলকে এক সুতোয় গেথে রেখেছিলো সে। খেলোয়াড়দের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতো ধোনি। ২০০৭ টি-২০ বিশ্বকাপটি দেখলেই বুঝা যাবে। অধিনায়ক হিসেবে কেমন ছিলো ধোনি। সবসময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতো সে। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সব কিছু সামলানোর অসম্ভব ক্ষমতা ছিলো ধোনির। যা অন্য কোন অধিনায়কের মত কমই আছে।’
২০০৫ সালে টেস্ট অভিষেক হয় ধোনির। সাদা পোশাকে ৯০ টেস্টে ৪৮৭৬ রান করেন তিনি। গড় ছিলো ৩৮.০৯। এরমধ্যে ৬টি সেঞ্চুরি ও ৩৩ হাফ-সেঞ্চুরি করেন ৩৪ বছর বয়সী ধোনি।
info,
www.dailynayadiganta
টেস্ট
ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নেয়ায় অবাক হয়েছেন ভারতীয় ক্রিকেট
দলের সাবেক অধিনায়ক রবি শাস্ত্রী। অবাক হয়ে ধোনির দিকে একটি প্রশ্নও ছুঁড়ে
দিয়েছিলেন শাস্ত্রী। তা’হলো- ‘এখনই কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হলো?’
এর উত্তরে নাকি ধোনি কিছুই বলেননি। উল্টো হেসেছিলেন। সম্প্রতি ভারতের একটি
সংবাদ মাধ্যমে ধোনির প্রশংসা করে অনেক কথাই বলেন শাস্ত্রী।
প্রায় দেড় বছর হলো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। তার বিদায়টা ছিলো আচমকা। তাতে ক্রিকেট মহলের অনেকেই অবাক হয়েছেন। অবাক হয়েছেন ধোনির বিদায়ের সময় ভারতীয় দলের ডিরেক্টর থাকা শাস্ত্রীও। তাই ধোনির অবসরের ঘোষনার পর টিম ইন্ডিয়ার দলপতিকে উল্টো প্রশ্ন করে বসেন শাস্ত্রী, ‘এখনই কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হলো?’ শাস্ত্রীর এমন প্রশ্নে কোনো উত্তর দেননি ধোনি। উল্টো শাস্ত্রীর প্রশ্ন শুনে মুখ চওড়া করে হাসি দিয়েছিলেন ধোনি।
যাই হোক ধোনির এমন অবসরে অবাক হয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ধোনি অবসরের কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তিন ফরম্যাটে খেলার মতো সামর্থ্য তার ছিলো। ধোনি যে অবস্থায় খেলা ছেড়েছেন, সেই অবস্থায় অন্য কোনো খেলোয়াড়রা অনায়াসে আরো কয়েক বছর খেলে যেতে পারতো। ধোনির চলে যাওয়ায় হঠাৎ শুন্যতা সৃষ্টি হয়েছিলো। সেই শূন্যতা এখনো পূরণ হয়নি।’
ধোনির অবসরের স্মৃতি এখনো নাড়া দেয় শাস্ত্রীকে। তবে ধোনি ছিলেন চ্যাম্পিয়ন খেলোয়াড়, বললেন শাস্ত্রী, ‘ধোনি চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে সত্যিকারের লিজন্ড। দলকে এক সুতোয় গেথে রেখেছিলো সে। খেলোয়াড়দের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতো ধোনি। ২০০৭ টি-২০ বিশ্বকাপটি দেখলেই বুঝা যাবে। অধিনায়ক হিসেবে কেমন ছিলো ধোনি। সবসময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতো সে। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সব কিছু সামলানোর অসম্ভব ক্ষমতা ছিলো ধোনির। যা অন্য কোন অধিনায়কের মত কমই আছে।’
২০০৫ সালে টেস্ট অভিষেক হয় ধোনির। সাদা পোশাকে ৯০ টেস্টে ৪৮৭৬ রান করেন তিনি। গড় ছিলো ৩৮.০৯। এরমধ্যে ৬টি সেঞ্চুরি ও ৩৩ হাফ-সেঞ্চুরি করেন ৩৪ বছর বয়সী ধোনি। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/112659#sthash.6HJpyXbr.dpuf
প্রায় দেড় বছর হলো টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ধোনি। তার বিদায়টা ছিলো আচমকা। তাতে ক্রিকেট মহলের অনেকেই অবাক হয়েছেন। অবাক হয়েছেন ধোনির বিদায়ের সময় ভারতীয় দলের ডিরেক্টর থাকা শাস্ত্রীও। তাই ধোনির অবসরের ঘোষনার পর টিম ইন্ডিয়ার দলপতিকে উল্টো প্রশ্ন করে বসেন শাস্ত্রী, ‘এখনই কেন টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো হলো?’ শাস্ত্রীর এমন প্রশ্নে কোনো উত্তর দেননি ধোনি। উল্টো শাস্ত্রীর প্রশ্ন শুনে মুখ চওড়া করে হাসি দিয়েছিলেন ধোনি।
যাই হোক ধোনির এমন অবসরে অবাক হয়েছেন শাস্ত্রী। তিনি বলেন, ‘ধোনি অবসরের কথা শুনে আমি অবাক হয়েছিলাম। তিন ফরম্যাটে খেলার মতো সামর্থ্য তার ছিলো। ধোনি যে অবস্থায় খেলা ছেড়েছেন, সেই অবস্থায় অন্য কোনো খেলোয়াড়রা অনায়াসে আরো কয়েক বছর খেলে যেতে পারতো। ধোনির চলে যাওয়ায় হঠাৎ শুন্যতা সৃষ্টি হয়েছিলো। সেই শূন্যতা এখনো পূরণ হয়নি।’
ধোনির অবসরের স্মৃতি এখনো নাড়া দেয় শাস্ত্রীকে। তবে ধোনি ছিলেন চ্যাম্পিয়ন খেলোয়াড়, বললেন শাস্ত্রী, ‘ধোনি চ্যাম্পিয়ন খেলোয়াড়। সে সত্যিকারের লিজন্ড। দলকে এক সুতোয় গেথে রেখেছিলো সে। খেলোয়াড়দের কাছ থেকে পারফরমেন্স বের করে আনতো ধোনি। ২০০৭ টি-২০ বিশ্বকাপটি দেখলেই বুঝা যাবে। অধিনায়ক হিসেবে কেমন ছিলো ধোনি। সবসময় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতো সে। কঠিন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় সব কিছু সামলানোর অসম্ভব ক্ষমতা ছিলো ধোনির। যা অন্য কোন অধিনায়কের মত কমই আছে।’
২০০৫ সালে টেস্ট অভিষেক হয় ধোনির। সাদা পোশাকে ৯০ টেস্টে ৪৮৭৬ রান করেন তিনি। গড় ছিলো ৩৮.০৯। এরমধ্যে ৬টি সেঞ্চুরি ও ৩৩ হাফ-সেঞ্চুরি করেন ৩৪ বছর বয়সী ধোনি। - See more at: http://www.dailynayadiganta.com/detail/news/112659#sthash.6HJpyXbr.dpuf
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মুস্তাফিজ
ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি আজ ঘোষণা করেছে বিশ্ব বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে টিম। আর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় জায়গা করে নিলেন বর্ষসেরা ওয়ানডে দলে। মুস্তাফিজুর রহমান আছেন বিশ্ব সেরা ওয়ানডে দলের একাদশে। এর আগে ২০০৯ সালের বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন সাকিব আল হাসান।
২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয় বাঁ হাতি মিডিয়াম পেসার মুস্তাফিজের। ২০ বছর বয়সী এই বোলার মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন। কিন্তু ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৩ বার! আর উইকেট নিয়েছেন ২৬টি। জুনে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। মুস্তাফিজ ২০১৫ সালে ক্রিকেটের সবচেয়ে বড় আবিস্কার। আইসিসিও তাকে দিলো স্বীকৃতি।
এই দুই দল নির্বাচন করেছে আইসিসির বিশেষ নির্বাচক প্যানেল। এই প্যানেলের চেয়ারম্যান আইসিসির ক্রিকেটে কমিটির চেয়ারম্যান ও ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। প্যানেলে আরো ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিসপ, ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বাউচার, অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও দ্য হিন্দু ও স্পোর্টসস্টারের ডেপুটি এডিটর জি. বিশ্বনাথ। দল গড়া হয়েছে ২০১৪'র ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫'র ১৩ সেপ্টেম্বর পর্যন্ত খেলা থেকে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) (উইকেটকিপার), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ব্যক্তি: জো রুট (ইংল্যান্ড)।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) (অধিনায়ক), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইউনিস খান (পাকিস্তান), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান) (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)। দ্বাদশ ব্যক্তি : রবিচন্দ্রন অশ্বিন (ভারত)।
info,
২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয় বাঁ হাতি মিডিয়াম পেসার মুস্তাফিজের। ২০ বছর বয়সী এই বোলার মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন। কিন্তু ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৩ বার! আর উইকেট নিয়েছেন ২৬টি। জুনে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। মুস্তাফিজ ২০১৫ সালে ক্রিকেটের সবচেয়ে বড় আবিস্কার। আইসিসিও তাকে দিলো স্বীকৃতি।
এই দুই দল নির্বাচন করেছে আইসিসির বিশেষ নির্বাচক প্যানেল। এই প্যানেলের চেয়ারম্যান আইসিসির ক্রিকেটে কমিটির চেয়ারম্যান ও ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। প্যানেলে আরো ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিসপ, ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বাউচার, অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও দ্য হিন্দু ও স্পোর্টসস্টারের ডেপুটি এডিটর জি. বিশ্বনাথ। দল গড়া হয়েছে ২০১৪'র ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫'র ১৩ সেপ্টেম্বর পর্যন্ত খেলা থেকে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) (উইকেটকিপার), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ব্যক্তি: জো রুট (ইংল্যান্ড)।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) (অধিনায়ক), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইউনিস খান (পাকিস্তান), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান) (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)। দ্বাদশ ব্যক্তি : রবিচন্দ্রন অশ্বিন (ভারত)।
info,
www.kalerkantho.com
ক্রিকেটের
সর্বোচ্চ সংস্থা আইসিসি আজ ঘোষণা করেছে বিশ্ব বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে
টিম। আর বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কোনো খেলোয়াড় জায়গা করে নিলেন
বর্ষসেরা ওয়ানডে দলে। মুস্তাফিজুর রহমান আছেন বিশ্ব সেরা ওয়ানডে দলের
একাদশে। এর আগে ২০০৯ সালের বর্ষসেরা টেস্ট দলে জায়গা করে নিয়েছিলেন সাকিব
আল হাসান।
২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয় বাঁ হাতি মিডিয়াম পেসার মুস্তাফিজের। ২০ বছর বয়সী এই বোলার মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন। কিন্তু ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৩ বার! আর উইকেট নিয়েছেন ২৬টি। জুনে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। মুস্তাফিজ ২০১৫ সালে ক্রিকেটের সবচেয়ে বড় আবিস্কার। আইসিসিও তাকে দিলো স্বীকৃতি।
এই দুই দল নির্বাচন করেছে আইসিসির বিশেষ নির্বাচক প্যানেল। এই প্যানেলের চেয়ারম্যান আইসিসির ক্রিকেটে কমিটির চেয়ারম্যান ও ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। প্যানেলে আরো ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিসপ, ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বাউচার, অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও দ্য হিন্দু ও স্পোর্টসস্টারের ডেপুটি এডিটর জি. বিশ্বনাথ। দল গড়া হয়েছে ২০১৪'র ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫'র ১৩ সেপ্টেম্বর পর্যন্ত খেলা থেকে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) (উইকেটকিপার), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ব্যক্তি: জো রুট (ইংল্যান্ড)।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) (অধিনায়ক), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইউনিস খান (পাকিস্তান), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান) (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)। দ্বাদশ ব্যক্তি : রবিচন্দ্রন অশ্বিন (ভারত)।
- See more at: http://www.kalerkantho.com/online/sport/2015/12/02/297232#sthash.YAdU6KSR.dpuf
২০১৫ সালে ওয়ানডে অভিষেক হয় বাঁ হাতি মিডিয়াম পেসার মুস্তাফিজের। ২০ বছর বয়সী এই বোলার মাত্র ৯টি ওয়ানডে খেলেছেন। কিন্তু ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৩ বার! আর উইকেট নিয়েছেন ২৬টি। জুনে ভারতের বিপক্ষে অভিষেক সিরিজে ১৩ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়। মুস্তাফিজ ২০১৫ সালে ক্রিকেটের সবচেয়ে বড় আবিস্কার। আইসিসিও তাকে দিলো স্বীকৃতি।
এই দুই দল নির্বাচন করেছে আইসিসির বিশেষ নির্বাচক প্যানেল। এই প্যানেলের চেয়ারম্যান আইসিসির ক্রিকেটে কমিটির চেয়ারম্যান ও ভারতের সাবেক অধিনায়ক অনিল কুম্বলে। প্যানেলে আরো ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ইয়ান বিসপ, ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান মার্ক বাউচার, অস্ট্রেলিয়া নারী দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক ও দ্য হিন্দু ও স্পোর্টসস্টারের ডেপুটি এডিটর জি. বিশ্বনাথ। দল গড়া হয়েছে ২০১৪'র ১৮ সেপ্টেম্বর থেকে ২০১৫'র ১৩ সেপ্টেম্বর পর্যন্ত খেলা থেকে।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে দল: তিলকারত্নে দিলশান (শ্রীলঙ্কা), হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা), কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) (উইকেটকিপার), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা) (অধিনায়ক), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), রস টেলর (নিউজিল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)। দ্বাদশ ব্যক্তি: জো রুট (ইংল্যান্ড)।
আইসিসির বর্ষসেরা টেস্ট দল: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) (অধিনায়ক), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইউনিস খান (পাকিস্তান), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), জো রুট (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান) (উইকেটকিপার), স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইয়াসির শাহ (পাকিস্তান), জশ হ্যাজলউড (অস্ট্রেলিয়া)। দ্বাদশ ব্যক্তি : রবিচন্দ্রন অশ্বিন (ভারত)।
- See more at: http://www.kalerkantho.com/online/sport/2015/12/02/297232#sthash.YAdU6KSR.dpuf
রেকর্ড গড়ে ম্যাচসেরা ‘কৃপণ’ মুস্তাফিজ
টি-টোয়েন্টিতে ওভারপ্রতি রান গড়ে ছয়ের নিচে রাখাটাই যেখানে কৃতিত্বের, ১ ওভারে ৯ রান দিলেই যেখানে অধিনায়কের মুখে হাসি ফোটে, সেখানে মুস্তাফিজুর রহমান ৪ ওভারেই দিয়েছেন মাত্র ৯ রান! কাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আবারও ‘মুস্তাফিজ ম্যাজিক’। ৪ ওভার বল করেছেন, তাঁর ২৪ ডেলিভারির ১৭টি থেকেই কোনো রান নিতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। এমন জাদুকরি বোলিং মুস্তাফিজকে এনে দিয়েছে আইপিএলের প্রথম ম্যাচসেরার পুরস্কার।
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
info,
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
info,
kalerkantho.com
টি-টোয়েন্টিতে
ওভারপ্রতি রান গড়ে ছয়ের নিচে রাখাটাই যেখানে কৃতিত্বের, ১ ওভারে ৯ রান
দিলেই যেখানে অধিনায়কের মুখে হাসি ফোটে, সেখানে মুস্তাফিজুর রহমান ৪ ওভারেই
দিয়েছেন মাত্র ৯ রান! কাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আবারও
‘মুস্তাফিজ ম্যাজিক’। ৪ ওভার বল করেছেন, তাঁর ২৪ ডেলিভারির ১৭টি থেকেই কোনো
রান নিতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। এমন জাদুকরি বোলিং
মুস্তাফিজকে এনে দিয়েছে আইপিএলের প্রথম ম্যাচসেরার পুরস্কার।
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
টি-টোয়েন্টিতে
ওভারপ্রতি রান গড়ে ছয়ের নিচে রাখাটাই যেখানে কৃতিত্বের, ১ ওভারে ৯ রান
দিলেই যেখানে অধিনায়কের মুখে হাসি ফোটে, সেখানে মুস্তাফিজুর রহমান ৪ ওভারেই
দিয়েছেন মাত্র ৯ রান! কাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আবারও
‘মুস্তাফিজ ম্যাজিক’। ৪ ওভার বল করেছেন, তাঁর ২৪ ডেলিভারির ১৭টি থেকেই কোনো
রান নিতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। এমন জাদুকরি বোলিং
মুস্তাফিজকে এনে দিয়েছে আইপিএলের প্রথম ম্যাচসেরার পুরস্কার।
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
টি-টোয়েন্টিতে
ওভারপ্রতি রান গড়ে ছয়ের নিচে রাখাটাই যেখানে কৃতিত্বের, ১ ওভারে ৯ রান
দিলেই যেখানে অধিনায়কের মুখে হাসি ফোটে, সেখানে মুস্তাফিজুর রহমান ৪ ওভারেই
দিয়েছেন মাত্র ৯ রান! কাল হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আবারও
‘মুস্তাফিজ ম্যাজিক’। ৪ ওভার বল করেছেন, তাঁর ২৪ ডেলিভারির ১৭টি থেকেই কোনো
রান নিতে পারেননি কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। এমন জাদুকরি বোলিং
মুস্তাফিজকে এনে দিয়েছে আইপিএলের প্রথম ম্যাচসেরার পুরস্কার।
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
প্রথম ওভারটা ছিল মেডেন, টানা তিনটি ডট বলের পর রান নেওয়ার তাড়া থেকেই রানআউট মানান ভোরা। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই নিজের প্রথম শিকারের দেখা পান ‘সাতক্ষীরা সায়ানাইড’। কিংস ইলেভেনের ঘরের ছেলে হিসেবে পরিচিতি পাওয়া এবং আইপিএলের সফল ব্যাটসম্যানদের একজন শন মার্শ বোকা বনে যান মুস্তাফিজের ট্রেডমার্ক অফকাটারে। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে ৪০ রান করে মার্শ ফেরেন ডাগআউটে। দ্বিতীয় ওভারে মাত্র ১ রান দেন মুস্তাফিজ, তুলে নেন পাঞ্জাবের ইনিংসের সর্বোচ্চ রান করা শন মার্শের মূল্যবান উইকেট। তৃতীয় ওভারে উইকেট না পেলেও দেন মাত্র ২ রান। ইনিংসের শেষ ওভারটা করতে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ভরসা রাখেন মুস্তাফিজের উপরই। অধিনায়কের ভরসার মর্যাদা দিয়ে দ্বিতীয় বলেই তুললেন নায়েকের উইকেট। শেষ ওভারে দিয়েছেন মোটে ৬ রান, সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার ৪-১-৯-২। এবারের আইপিএলের সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ডটা এখন মুস্তাফিজের দখলে। ওভারপ্রতি গড় রান ২.২৫। অঙ্কে সমান জন হেস্টিংসও, তবে তিনি বল করেছেন ২.৪ ওভার। বোলিং কোটা পূরণ করেছেন এমন বোলারদের মধ্যে মুস্তাফিজের চেয়ে কৃপণ আর কেউ নেই। ‘ফিজ’-এর এমন বোলিংয়ের পর পাঞ্জাব ৬ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি। জবাবে ডেভিড ওয়ার্নারের ৫৯ রানে ভর করে ১৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় সানরাইজার্স। গতকাল অন্য ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলস ১০ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সকে। দিল্লির ৪ উইকেটে ১৬৪ রানের জবাবে ৭ উইকেটে ১৫৪-তে থামে মুম্বাই। ক্রিকইনফো
Sunday, April 17, 2016
সুয়ারেজের রেকর্ড ধাওয়া হ্যাটট্রিক হিরো আগুয়েরোর
ম্যানুয়াল পেলেগ্রিনি তো বলেই ফেললেন মনের কথাটা, ‘আগুয়েরো প্রিমিয়ার লিগের সেরা স্ট্রাইকার।’ ম্যানচেস্টার সিটি কোচ এ কথা তো বলবেনই। স্টামফোর্ড ব্রিজে, চেলসির দুর্গে গিয়ে চেলসির বিপক্ষে হ্যাটট্রিক করাটা তো আর যেনতেন কোনো বিষয় নয়! আর্জেন্টাইন স্ট্রাইকারের দুর্দান্ত তিনটি গোলেই কাল চেলসিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পেলেগ্রিনির দল।
সপ্তাহটা দুর্দান্তই কাটছে সিটির। চ্যাম্পিয়নস লিগে প্রথমবারের মতো শেষ চারে পা রেখে যেন যেন শরীরী ভাষাটা বদলে গেছে ইংলিশ ক্লাবটির। প্রিমিয়ার লিগে এই মুহূর্তে ২২ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান তিনে। আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে যেন নিজেদের সেরা ছন্দে ফিরছে সিটি। আগুয়েরো হয়ে উঠতে পারেন সিটির মূল অস্ত্র।
আগুয়েরো কাল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্যারিয়ারে পঞ্চম হ্যাটট্রিকটি পেলেন। অ-ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে এই মুহূর্তে কেবল লুইস সুয়ারেজই ৬ হ্যাটট্রিক নিয়ে তাঁর ওপরে।
সুয়ারেজের রেকর্ড ধরে ফেলতে আর একটাই হ্যাটট্রিক চাই আগুয়েরোর। অবশ্য সব দেশের খেলোয়াড় মিলিয়েই ইংলিশ প্রিমিয়ার লিগের রেকর্ডটি ভাঙতে আগুয়েরোর প্রয়োজন আরও ৬ হ্যাটট্রিক। রেকর্ডটি বেশ অনেক বছর ধরেই নিজের করে রেখেছেন সাবেক ইংলিশ ফরোয়ার্ড অ্যালান শিয়েরার।
কাল ম্যাচের ৩২, ৫৪ ও ৮০তম মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। তাঁর শেষ গোলটি অবশ্য ছিল পেনাল্টিতে পাওয়া। চেলসি গোলরক্ষক থিবো কোর্তয়া বক্সের মধ্যে সিটির ফার্নান্দিনহোকে ফেলে দিলে পেনাল্টি পায় সিটি। বাজে এই ট্যাকলটির কারণে লাল কার্ডও দেখতে হয়েছে চেলসির বেলজিয়ান গোলরক্ষককে।
সব মিলিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে এখনো পর্যন্ত আর্জেন্টাইন স্ট্রাইকারের গোল সংখ্যা ২১। গোলের সংখ্যার চেয়েও কালকের তিন গোলের ‘হ্যাটট্রিক-কীর্তি’ তাঁকে লাতিন প্রতিদ্বন্দ্বী সুয়ারেজের খুব কাছেই এনে দিয়েছে।
info,prothom alo
Saturday, April 16, 2016
সাকিবের কাছে হার মুস্তাফিজের
ক্রিকেট এখন ব্যাটসম্যানদের খেলা, টি-টোয়েন্টি তো আরও বেশি। বোলারের গতিতে পরাস্ত হয়ে উইকেটের ওপর ব্যাটসম্যানের মুখ থুবড়ে পড়ার দৃশ্য তো এখন ভাবাই যায় না। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের দর্শকদের কাল সেই সৌভাগ্য হলো মুস্তাফিজের সৌজন্যে। মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত ইয়র্কারে আন্দ্রে রাসেল শুধু বোল্ডই হলেন না, একেবারে মুখ থুবড়ে পড়লেন উইকেটের ওপরই। ম্যাড়মেড়ে ম্যাচে তবু ফিরল না উত্তেজনা। মুস্তাফিজের উচ্ছ্বাসও তাই সীমাবদ্ধ একটুকরো হাসিতে।
কাল ছিল আইপিএলের ‘বাংলাদেশ’ ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি তো রূপ নিয়েছিল ‘সাকিব-মুস্তাফিজ’ ম্যাচেই! তবে ম্যাচের আগেও অনিশ্চয়তা ছিল, শেষ পর্যন্ত সাকিব আল হাসানের জায়গা হবে তো কলকাতা দলে? আগের দুই ম্যাচে তাঁর না খেলাই এই দুশ্চিন্তার কারণ। সব দুশ্চিন্তা দূরে সরিয়ে কাল মাঠে নামলেন সাকিব। বলও করলেন ৩ ওভার, ১৮ রান দিয়ে থাকলেন উইকেটশূন্য। অন্য বোলাররাও সাকিবের মতো কৃপণ থাকায় মুস্তাফিজের দল করতে পারল মাত্র ১৪২ রান।
তাড়া করতে নেমে উদ্বোধনী জুটির ৯২ রানেই ম্যাচের ফল প্রায় নির্ধারণ করে ফেলে কলকাতা। মুস্তাফিজের দুর্দান্ত সেই ইয়র্কার কিংবা অননুমেয় কাটারেও কোনো লাভ হয়নি। কলকাতা ম্যাচ জিতে যায় ১০ বল হাতে রেখে। সাকিবকেও নামতে হয়নি ব্যাটিংয়ে। ৪ ওভারে ২৯ রান দিয়ে মুস্তাফিজ পেয়েছেন শুধু রাসেলের উইকেটটিই। দিনের অন্য ম্যাচে গুজরাট লায়নস (১৪৭/৭) ৩ উইকেটে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে (১৪৩/৮)।
Tuesday, April 12, 2016
বাংলাদেশে আসছে না ওয়েস্ট ইন্ডিজ
কয়েক দিন আগে বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেছিল বিসিবি। কিন্তু সিরিজ আয়োজনের বিষয়ে দু’পক্ষের প্রস্তাবিত সময় মিলছে না বলে এ বছর সিরিজটি আর মাঠে গড়াচ্ছে না।
মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই সময় যেহেতু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হবে তাই এই সিরিজ আয়োজন করা সম্ভব নয়। তাই আমরা চেয়েছিলাম, মে মাসে সিরিজটি আয়োজন করতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রাজি না থাকায় আপাতত সিরিজটি এ বছর আর হচ্ছে না।’ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ খেলার প্রস্তাব পাওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলে যে, এই বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ফলে মঙ্গলবার জালাল ইউনুসের কথায় এই বিষয়ে বিসিবির অবস্থান স্পষ্ট হয়ে গেল।
info,
www.manobkantha.com
বেঙ্গালুরুতে মুস্তাফিজ
আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ভারতে রয়েছেন বাংলাদেশের 'কাটার মাস্টার' পেসার মুস্তাফিজুর রহমান। আজ তাদের প্রথম ম্যাচ রয়্যাল বেঙ্গালুরুর বিপক্ষে। এই উদ্দেশে দলের সঙ্গে গত রোববার বেঙ্গালুরু পৌঁছান মুস্তাফিজও।গতকাল সানরাইজার্স হায়দরাবাদ তাদের টুইটার অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে। যেখানে মুস্তাফিজকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এক পর্যায়ে, তিনি বোল্টকে বাংলা ভাষা শেখানোর চেষ্টা করছেন। বোল্টকে তিনি বলেন, 'কেমন আছ?' কিন্তু বোল্ট তার কথা বুঝতে না পারায় অন্য একজন বলে দেন এর ইংরেজি হচ্ছে 'হাউ আর ইউ?' মুস্তাফিজ মাতৃভাষা ছাড়া আর কোন ভাষা না জানলেও নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্টের সঙ্গে ভালো সখ্যই গড়ে উঠেছে তার। নিজের টুইটার অ্যাকাউন্টে বোল্টের সঙ্গে একটি ছবি পোস্ট করে মুস্তাফিজ, ক্যাপশনে লিখেছেন, 'ট্রেন্ট বোল্টের সঙ্গে। খুবই চমৎকার একজন মানুষ তিনি।' ওয়েবসাইট।
ফেসবুকে সাকিব ভক্ত ৮০ লাখ
বাংলাদেশ ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব আল হাসান। অলরাউন্ড নৈপুণ্যের কারণে বিশ্বজুড়ে কাউন্টিসহ বিভিন্ন লিগে খেলে বেড়ান তিনি। বিশ্বজুড়ে তার ভক্ত অসংখ্য। রোববার রাতে ফেসবুকে তার ভক্ত অনুসারি সংখ্যা ৮০ লাখ ছাড়িয়েছে। বাংলাদেশ কেন, বিশ্বের অনেক বড় তারকা ক্রিকেটারেরও এত অনুসারি নেই। তাই ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানাতে মোটেও ভোলেননি সাকিব। নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ আট মিলিয়ন ভক্তদের।’ ভক্তের সংখ্যার দিক দিয়ে এ অলরাউন্ডার পেছনে ফেলেছেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। গেইলের অনুসারি ৬০ লাখের কিছু বেশি। সাকিবের ভেরিফাইড পেজএর আগে গতকাল বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের ভক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। সাকিব আল হাসান আইপিএল খেলতে বর্তমানে ভারতে অবস্থান করছেন। বরাবরের মতো এবারও কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন। তবে গতকাল প্রথম ম্যাচে মূল একাদশে ছিলেন না সাকিব। তার দল অবশ্য জয় পেয়েছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে।info,www.jugantor.com
রোনালদোর চোখে সেরা ৫ তরুণের তালিকায় নেইমার
২০০৩ সালে ১২ মিলিয়ন পাউন্ডে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবন থেকে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। টিনেজার তখন। স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে তুলে দেন বিখ্যাত ৭ নম্বর জার্সি। সেই থেকে সিআর হয়েছেন সেভেন। সিআরসেভেন। তরুণ বয়স থেকেই প্রতিভার দ্যুতি ছড়িয়ে বেড়ে ওঠা ক্রিশ্চিয়ানো রোনালদো আজ ৩০ বছর বয়সে একজন কিংবদন্তি। রিয়াল মাদ্রিদের এই খেলোয়াড় এবার বেছে নিয়েছেন বর্তমান বিশ্বের ৫ তরুণ খেলোয়াড়কে। যাদের মধ্যে ভবিষ্যতে বিশ্বসেরা হওয়ার আলোর ছটা দেখতে পান রোনালদো।
ম্যানচেস্টার ইউনাইটেডে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এর সাথে যোগ হয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়ালে এসে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। লিগ শিরোপাও জিতেছেন একবার।
লিওনেল মেসি, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেনের মতো তিন বা তার বেশিবার ব্যালন ডি'অর জেতা এলিট খেলোয়াড় রোনালদো। তিনবার জিতেছেন। বর্তমানের সেরা।
এই রোনালদোর কাছেই জানতে চাওয়া হয়েছিল বর্তমান বিশ্বের প্রতিশ্রুতিশীল ৫ তারকার কথা। রোনালদো বলেছেন, "সম্ভাবনা আছে এমন অনেক খেলোয়াড়ই পাবেন। আমি উল্লেখ করবো মাদ্রিদের (মার্টিন) ওডেগার্ডের কথা। ১৬ বছর বয়সে এখনো তরুণ সে। কিন্তু সে খুব ভালো একজন খেলোয়াড়।" এর সাথে রোনালদো যোগ করেন, "উদাহরণ হিসেবে বলবো (ইডেন) হ্যাজার্ডের কথা, ম্যানচেস্টারের নাম্বার সেভেন (মেমফিস) ডিপে ভালো খেলোয়াড়। আরো আছে (পল) পগবা, হয়তো নেইমারও।"
www.kalerkantho.com
সাফল্যেই আয় বাড়াচ্ছেন নেইমার
ফিফা ব্যালন ডি’অরের সেরা তিনে থাকা নেইমারের পারিশ্রমিক কিন্তু শীর্ষদের কাতারে নয়। সম্প্রতি ফুটবলের বেশ কিছু গোপন নথি প্রকাশ করে আলোচিত ‘ফুটবল লিকস’ নেইমারের বেতন নিয়ে যে চুক্তিপত্রটি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে, সপ্তাহে তাঁর আয় কেবল ৭৭ হাজার পাউন্ড, বছরে যেটি দাঁড়ায় ৪ মিলিয়ন। ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনির সঙ্গে তুলনা করলে তাঁর মাত্র তিন ভাগের এক ভাগ আয় করছেন বার্সা তারকা। শুধু তা-ই নয়, প্রিমিয়ার লিগে অন্তত আরো ১০ জন খেলোয়াড় আছেন যাঁরা নেইমারের চেয়ে বেশি বেতন পান। রহিম স্টার্লিংয়ের বেতনের অর্ধেকও নয় নেইমারের বেতন। তবে পারফরম্যান্স এবং সাফল্য দিয়ে ব্রাজিলিয়ান তারকা সেই সামান্য আয়ও আরো বহুগুণ বাড়িয়ে নিতে পারছেন, অধিকাংশেরই যে সুযোগ নেই। নেইমার যেমন বার্সার ৬০ ভাগ ম্যাচে অন্তত ৪৫ মিনিট করে খেললেও বাড়তি আয় করছেন সাড়ে ৮ লাখ পাউন্ড, কাতালানদের চ্যাম্পিয়নস লিগ স্পট নিশ্চিত হলে তার সঙ্গে যোগ হচ্ছে ৫ লাখ পাউন্ড। চ্যাম্পিয়নস লিগ জিতলে আরো প্রায় ৭ লাখ পাউন্ড, কোপা দেল রে জিতলেও ততটাই আর লা লিগা জিতলে আরো ৫ লাখ পাউন্ড তাঁর ব্যাংকে জমা করতে পারছেন। সেখানেই শেষ হচ্ছে না, যদি ট্রেবলও জেতা যায় তবে আরো ১ মিলিয়ে ৩৬ লাখ পাউন্ড যোগ হবে তাঁর উইনিং বোনাসে। সব মিলিয়ে পাঁচ বছরের চুক্তি নির্ধারিত বেতনের প্রায় দ্বিগুণ আয়ের সুযোগ তাঁর সামনে। মাঠের পারফরম্যান্সে নিশ্চিতভাবে তা প্রভাবও ফেলে। এই মুহূর্তে কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি হলেও এবারও ট্রেবল জেতার ভালো সুযোগই আছে নেইমার ও বার্সেলোনার। কাল অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাঁদের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল নিশ্চিত করার মিশন। রিয়াল সোসিয়েদাদ ধাক্কার পর যে ম্যাচে লুই সুয়ারেসকে আবার একাদশে পাচ্ছে তারা। সোসিয়েদাদের বিপক্ষে নিশ্চিতভাবেই উরুগুইয়ান স্ট্রাইকারের অভাব বোধ করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ১ গোল দিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ যেমন পোস্টের সামনে সব খেলোয়াড়কে জড়ো করে ফেলেছিল, সোসিয়েদাদও তাই করেছে। অ্যাতলেতিকোর রক্ষণদুর্গ একবার নয়, দু-দুইবার ভেঙে সুয়ারেস দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সোসিয়েদাদের বিপক্ষে সেদিন তিনিই নেই। বার্সার ৮৫ মিনিটের নিষ্ফল চেষ্টায় এনরিকের তাঁর কথা তাই মনে না হয়েই পারে না। দ্বিতীয় লেগের এই ম্যাচে মেসির গোলখরা কাটানোরও মিশন। ক্লাবের হয়ে টানা চার ম্যাচ তাঁর গোল নেই। এদিন আক্রমণের ত্রিফলাকেই আসলে স্বরূপে চান কাতালানরা। এই ম্যাচ মাথায় রেখেই সোসিয়েদাদের বিপক্ষে শুরুতে সেরা একাদশটা নামাননি এনরিকে। আজ সুয়ারেসসহ বার্সার লাইন আপটা আগের চেহারাতেই ফেরার কথা। info
www.kalerkantho.com
মাহমুদ উল্লাহই এখন এক নম্বর
সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ আরাফাত সানির জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকজন স্পিনার উড়িয়ে নিতে হবে। সেই স্পিনারটি কে হবেন? তা ঠিক করতে বেঙ্গালুরুতে বসা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের আলোচনায় নাকি আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষিত বোলার আবদুর রাজ্জাককেই চেয়েছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রিয় বন্ধুকে চেয়ে না পেলেও ঘরোয়া ক্রিকেটে একই দলে ঠিক পেয়ে যাচ্ছেন সীমিত ওভারের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক। গত পরশু ঢাকার প্রিমিয়ার ক্রিকেট লিগের ‘প্লেয়ার্স বাই চয়েস’ নামের লটারিভিত্তিক দলবদলে মাশরাফিকে বেছে নেওয়ার আগেই যে কলাবাগান ক্রীড়া চক্র ধরে রেখেছিল আগের মৌসুমে তাদের হয়ে খেলা ওয়ানডেতে দেশের সফলতম বাঁহাতি স্পিনারকেও। জাতীয় দলে বেশ কিছুদিন ধরেই উপেক্ষিত রাজ্জাকের সঙ্গে তারকা মর্যাদায় যোজন যোজন এগিয়ে থাকা মাশরাফির জন্য হাত তোলা কলাবাগান কিন্তু লটারিতে ১২ দলের মধ্যে ছিল ১১ নম্বর সিরিয়ালে! তবে শুধু মাশরাফিই নন, লটারির শুরুতেই দল পাননি তারকাখ্যাতির তুঙ্গে থাকা আরো কয়েকজনও। এঁদের মধ্যে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের কথা আলাদা। আইপিএলে চলে যাওয়ায় এঁদের প্লেয়ার্স ড্রাফটেই রাখা হবে কি না, তা নিয়েও ছিল নানামুখী মত। অবশেষে তালিকায় ওই দুজনের নাম অন্তর্ভুক্ত করে ক্লাবগুলোকে বলেও দেওয়া হয় যে তাঁদের যেন বুঝেশুনে নিজ দায়িত্বেই নেয়। সুপার লিগের শেষ দিকে পাওয়ার আশাতে ‘আইকন’ ও ‘এ প্লাস’ ক্যাটাগরির ক্রিকেটারদের দ্বিতীয় দফার লটারিতে সাকিবকে নেয় আবাহনী আর মুস্তাফিজকে মোহামেডান। এঁদের না হয় অধিকাংশ সময়ই পাওয়া যাবে না কিন্তু তামিম ইকবালকে তো যাবে! টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ ২৯৫ রান করা ওপেনার এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) ছিলেন দুর্দান্ত ফর্মে। সেই হিসাবে কার্যকারিতার দিক থেকেও তাঁর চাহিদা এবার তুঙ্গে থাকার কথা ছিল। কিন্তু লটারিতে প্রথম তিনটি দল তাঁকে ডাকেইনি। চার নম্বর সিরিয়ালে থাকা আবাহনী তামিমকে নেওয়ার সময়ও ঠিক হয়নি মুশফিকুর রহিমের গন্তব্য। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমের হিসাব বলছে বাংলাদেশের টেস্ট অধিনায়কের জনপ্রিয়তা ক্রমেই ঊর্ধ্বমুখী। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছেন যে তাঁর ভক্তের সংখ্যা সাত মিলিয়ন পেরিয়েছে, সাকিবের পর যা কোনো বাংলাদেশি ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ। ‘ফলোয়ার’ সংখ্যায় বিশ্ব ক্রিকেটের সেরা দশেও ঢুকে পড়ার খবর দেওয়া মুশফিককে নিয়েছে লটারিতে পাঁচ নম্বর সিরিয়ালে থাকা মোহামেডান। অথচ তারকাখ্যাতিতে কিংবা ফলোয়ার সংখ্যায় এঁদের প্রত্যেকের চেয়ে অনেক পেছনে থাকা একজনই এই দলবদলের অনুষ্ঠানে হয়ে উঠেছিলেন সবচেয়ে প্রার্থিত নাম। গত পরশুর দলবদলের খোঁজখবর করে থাকলে তো জানেনই যে লটারিতে এক নম্বর সিরিয়াল পাওয়া শেখ জামাল ধানমণ্ডি ক্লাব শুরুতেই লুফে নেয় মাহমুদ উল্লাহকে। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রমেই নিজের কার্যকারিতার প্রমাণ দিতে থাকা এ ব্যাটসম্যান যে তারকাখ্যাতিতে পিছিয়ে থেকেও সাফল্যের নিশ্চয়তা হয়ে উঠেছেন ইতিমধ্যেই। এমনই যে দলবদলের এক দিন পরও মাহমুদ উল্লাহকে না পাওয়ার আফসোসটা ভুলতে পারছে না তাঁর গত মৌসুমের দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বর্তমান চ্যাম্পিয়ন দলটির সাধারণ সম্পাদক তানজিল চৌধুরী গতকালও বলছিলেন, ‘আমরা যেকোনো মূল্যে রিয়াদকেই (মাহমুদের ডাকনাম) ধরে রাখতে চেয়েছিলাম। কারণ ও ছিল গত মৌসুমে আমাদের সফল দলের অধিনায়কও।’ প্রিমিয়ার লিগেই শুধু নয়, মাহমুদ উল্লাহর নেতৃত্বগুণ নজর কেড়েছিল সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। বরিশাল বুলসের অধিনায়ক পাশাপাশি নানা ফরম্যাটে ধারাবাহিকভাবে রানও করায় দুয়েমিলে তিনি হয়ে উঠেছেন ‘দারুণ প্যাকেজ’ও। এমন একজনে আস্থা রাখতে চাইবে যেকোনো দলই। শেখ জামালও তাই রেখেছে। কিন্তু মাহমুদ উল্লাহকে না পাওয়া প্রাইম ব্যাংক আস্থা রাখল কার ওপর? লটারিতে দুই নম্বর সিরিয়ালে থাকা দলটি কোনো ‘আইকন’কে না নিয়ে বেছে নেয় ‘এ প্লাস’ ক্যাটাগরির সাব্বির রহমানকে। তানজিল সেটিরই ব্যাখ্যা দিচ্ছিলেন এভাবে, ‘‘রিয়াদকে না পাওয়ার পর আমরা আরেকজন ‘আইকন’কেও নিতে পারতাম। কিন্তু আমরা সিদ্ধান্ত নেই সাব্বিরকে নেওয়ার। আমার মনে হয় ওর গত কিছুদিনের পারফরম্যান্সও সবাইকেই মুগ্ধ করার মতো। মনে হয়েছে অন্য যে কারো চেয়ে ও-ই উপযুক্ত। আর সেজন্য প্রথাগত ভাবনার বাইরে গিয়েই ওকে নেওয়ার সাহস আমরা দেখিয়েছি। নিঃসন্দেহে ও বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ।” দলবদলে বড় তারকাদের পেছনে ফেলা মাহমুদ উল্লাহ ও সাব্বিরের মতো না হলেও চাহিদা কম ছিল না আন্তর্জাতিক ক্রিকেটে গত কিছুদিন নিষ্প্রভ সৌম্য সরকারেরও। কোনো কোনো ‘আইকন’-এর আগেই দল পেয়েছেন তিনি। লিজেন্ডস অব রূপগঞ্জের তাঁকে নেওয়ার পেছনে গত লিগের পারফরম্যান্সও ভূমিকা রেখে থাকতে পারে। প্রাইম ব্যাংকের শিরোপা জয়ে ১৫ ম্যাচে ৬১৫ রান করে গুরুত্বপূর্ণ অবদান রাখাতেই তো সৌম্যর জন্য খুলে গিয়েছিল ২০১৫ বিশ্বকাপের দরজা। - info .kalerkantho.com
অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন আফ্রিদি
এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারের পর থেকেই সমালোচনার তীরটা ছিল আফ্রিদির উপর। টি২০ বিশ্বকাপেও দলের হতশ্রী অবস্থার জন্য তাকে দায়ী করা হয়। তার উপর আবার কোচ ওয়াকার ইউনুস দলের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে আফ্রিদির বাজে অধিনায়কত্বকেই দায়ী করেন।
আশংকা করা হচ্ছিল যে বিশ্বকাপের পর দলে বেশ বড় একটা রদবদল হতে পারে। আর সেটা শুরু হলো আফ্রিদিকে দিয়েই। টি২০ ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন শহীদ আফ্রিদি। তবে এখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না বুম বুম খ্যাত এই ক্রিকেটার।
আফ্রিদি জানিয়েছেন যে আরো কিছুদিন টি২০ ক্রিকেট খেলতে চান তিনি। পদত্যাগের বিষয়ে আফ্রিদি জানান, ‘পাকিস্তানের ক্রিকেট এবং সমর্থকদের প্রতি ভালোবাসার কারণেই আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’ তবে এখনই খেলা ছাড়ছেন না তিনি।
টি২০ ক্রিকেটের সবোর্চ্চ উইকেট সংগ্রাহক বলেন, ‘সকলকে আরো বলতে চাই আমি দেশ ও বিভিন্ন লীগগুলোতে খেলা চালিয়ে যাবো।’ এসময় তিনি সমর্থকদের কাছ থেকে দোয়া চান। ২০১৪ সালের সেপ্টেম্বরে অধিনায়ক হিসেবে মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হন আফ্রিদি।
নেইমারকে নিয়ে ব্রাজিল-বার্সা যুদ্ধ!
দেশ আগে, না ক্লাব আগে? এ নিয়ে বরাবরই সমস্যায় পড়েন তারকা ফুটবলাররা। ক্লাবের সঙ্গে চুক্তি থাকায় অনেক সময় ইচ্ছা থাকলেও দেশের জার্সি গায়ে জড়ানোটা কঠিন হয়ে যায়। যেমনটি হতে যাচ্ছে নেইমারের জন্য। শতবর্ষী কোপা আমেরিকা ও রিও অলিম্পিক- দুটিতেই নেইমারকে চায় ব্রাজিল। কিন্তু যে কোনো একটি টুর্নামেন্টে খেলতে নেইমারকে ছাড়তে রাজি বার্সেলোনা। সে জন্য ঘরের মাঠে অলিম্পিক বলে সেখানেই খেলতে চেয়েছেন নেইমার। কিন্তু একটি নয়, দুটি টুর্নামেন্টে বার্সেলোনার এই সুপারস্টারকে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কিছুদিন আগে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তারা দুটির কোনোটিতেই নেইমারকে ছাড়বে না। এরপরই উঠেপড়ে লাগে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ফলে নেইমারকে নিয়ে ব্রাজিল-বার্সেলোনার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে বলা চলে।
কোপা আমেরিকার শতবর্ষী উপলক্ষে আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশেষ এ টুর্নামেন্ট। আগস্টে রিও ডি জেনিরোতে হবে অলিম্পিক গেমস। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমও তখন মাঠে গড়াবে। সমস্যাটা মূলত এ জায়গাতেই। সময়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় বার্সেলোনা সভাপতি মারিও বার্তামেউ এ মাসের শুরুতে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছিলেন, নেইমারকে তারা দুটি টুর্নামেন্টেই খেলতে দেবেন না। অবশ্য অলিম্পিক ফিফা অনুমোদিত নয় বলে সেটিতে নেইমারকে খেলতে ছাড়পত্র দিতে বাধ্য নয় বার্সা। এর আগে নেইমার নিজেও জানিয়েছিলেন, দুটি টুর্নামেন্টেই খেলতে চান তিনি। ক্লাব বার্সেলোনাকে রাজি করানোর জন্য স্পেনে গিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা; কিন্তু কোনো লাভ হয়নি।
দুঙ্গাকে বার্সা জানিয়ে দিয়েছে, তাদের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। বার্সেলোনার এমন শক্ত অবস্থানের পর ব্রাজিলের মিডিয়াগুলো ধরেই নিয়েছিল, সেলেকাওরা বুঝি হাল ছেড়ে দিয়েছে। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হাল ছাড়েনি। কারণ, এখনও অলিম্পিকে স্বর্ণ জিততে পারেনি ব্রাজিল, যে কারণে নেইমারকে পাওয়ার জন্য সব চেষ্টাই চালিয়ে যাবে সিবিএফ। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, 'ক্লাব নেইমারকে মাত্র একটি প্রতিযোগিতায় ছাড়ার বিষয়টি মেনে নিয়েছে। কোপা আমেরিকা ও অলিম্পিকে তাকে পেতে সিবিএফ সম্ভব সবকিছুই করবে। নেইমারও এর মধ্যে জানিয়ে দিয়েছেন, দুটি প্রতিযোগিতায় খেলবেন তিনি।' info,bangla.samakal
বিপিএলের কারণে চাকরি হারিয়েছিলেন অরুণ লাল!
আইপিএলের ম্যাচগুলো দেখতে বসে হার্শা ভোগলের কণ্ঠ শুনতে না পেরে অনেকেই হয়তো হতাশ। তবে কোনো ধারাভাষ্যকার ভারতীয় ক্রিকেট বোর্ডের রোষানলে এই প্রথম পড়ল না। ২০১২ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম সংস্করণে ধারাভাষ্য দেওয়ার ‘অপরাধে’ বিসিসিআই আয়োজিত কিংবা ভারত-সংশ্লিষ্ট ক্রিকেট ম্যাচ ও সিরিজে ধারাভাষ্য দেওয়ার অধিকার হারিয়েছেন অরুণ লালের মতো জনপ্রিয় ভাষ্যকারও।
আইপিএল পুরো উপমহাদেশে জাঁকিয়ে বাজার ধরতে চায়। এ কারণে অন্যান্য টি-টোয়েন্টি টুর্নামেন্টকে তারা দেখে প্রতিদ্বন্দ্বী হিসেবেই। বিপিএলে ধারাভাষ্য দেওয়াটা তাই আইপিএলের কর্তাব্যক্তিরা ভালোভাবে নেয়নি। বিসিসিআইয়ের চোখে ‘অপরাধ’ হিসেবেই ধরে নিয়েছিল।
বিসিসিআইয়ের রোষানলে পড়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকারও। ২০১৩ সালে তাঁর কোনো লেখা বা আলোচনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কিছু কথা খরচের শাস্তি পেয়েছিলেন আইপিএলের ধারাভাষ্য কক্ষ থেকে বিতাড়িত হয়ে।
নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যানি মরিসন ২০১৩ সালে বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেট দলের ‘অপেক্ষমাণ অধিনায়ক’ বলার শাস্তি পেয়েছিলেন আইপিএল থেকে বিতাড়িত হয়ে। প্রোটিয়া ভাষ্যকার এডি অ্যাকারম্যানের অপরাধ ছিল তিনি সহ-ভাষ্যকার হিসেবে মরিসনের কথায় ‘সায়’ দিয়েছিলেন। ওই সময়টা নিজের অধিনায়কত্ব নিয়ে ভারতে প্রচণ্ড সমালোচনার মুখে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
বিসিসিআইয়ের রোষানলে পড়েছিলেন সঞ্জয় মাঞ্জরেকারও। ২০১৩ সালে তাঁর কোনো লেখা বা আলোচনায় ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে কিছু কথা খরচের শাস্তি পেয়েছিলেন আইপিএলের ধারাভাষ্য কক্ষ থেকে বিতাড়িত হয়ে।
নিউজিল্যান্ডের সাবেক পেসার ড্যানি মরিসন ২০১৩ সালে বিরাট কোহলিকে ভারতীয় ক্রিকেট দলের ‘অপেক্ষমাণ অধিনায়ক’ বলার শাস্তি পেয়েছিলেন আইপিএল থেকে বিতাড়িত হয়ে। প্রোটিয়া ভাষ্যকার এডি অ্যাকারম্যানের অপরাধ ছিল তিনি সহ-ভাষ্যকার হিসেবে মরিসনের কথায় ‘সায়’ দিয়েছিলেন। ওই সময়টা নিজের অধিনায়কত্ব নিয়ে ভারতে প্রচণ্ড সমালোচনার মুখে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।
ইয়ান চ্যাপেলের মতো ক্রিকেট ব্যক্তিত্বও রেহাই পাননি ভারতীয় বোর্ডের হাত থেকে। ২০১৪ সালের শেষ দিকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে ধারাভাষ্য দেওয়ার কথা ছিল ক্রিকেটের অন্যতম সেরা এই অধিনায়কের। কিন্তু সিরিজের সম্প্রচারকারী সংস্থার কাছ থেকে তিনি যে খসড়া চুক্তিপত্র পেয়েছিলেন, তাতে ভারতীয় ক্রিকেট দলের সমালোচনা না করা, ডিআরএস নিয়ে কোনো কথা না বলার শর্ত ছিল। চ্যাপেল সেই শর্ত না মানায় তাঁর আর সেই সিরিজে ধারাভাষ্য দেওয়া হয়নি।
এই ঘটনার জের ধরে নিজ দেশে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়া হয়নি তাঁর। এখানে বলে রাখা ভালো, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ভারতীয় ক্রিকেট দলের স্পনসর।
ধারাভাষ্যকারদের ওপর খড়্গ নেমে আসার সর্বশেষ উদাহরণ ভোগলে। অনেকে সহমর্মিতা জানাচ্ছেন। অনেকে বলছেন, ঠিক সময়ে ভোগলেরা এক জোট হয়ে নানা অনিয়মের ব্যাপারে সোচ্চার হননি, স্পট ফিক্সিং নিয়ে টুঁ শব্দটি পর্যন্ত করেননি। সূত্র: এনডিটিভি।
এই ঘটনার জের ধরে নিজ দেশে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপেও ধারাভাষ্য দেওয়া হয়নি তাঁর। এখানে বলে রাখা ভালো, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ও বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টস ভারতীয় ক্রিকেট দলের স্পনসর।
ধারাভাষ্যকারদের ওপর খড়্গ নেমে আসার সর্বশেষ উদাহরণ ভোগলে। অনেকে সহমর্মিতা জানাচ্ছেন। অনেকে বলছেন, ঠিক সময়ে ভোগলেরা এক জোট হয়ে নানা অনিয়মের ব্যাপারে সোচ্চার হননি, স্পট ফিক্সিং নিয়ে টুঁ শব্দটি পর্যন্ত করেননি। সূত্র: এনডিটিভি।
লাল কার্ডই জিতিয়েছে বার্সাকে, দাবি তোরেসের
২৫ থেকে ৩৫—এই ১০ মিনিটে মুদ্রার দুই পিঠই ভালোমতো দেখেছিলেন ফার্নান্দো তোরেস। ২৫ মিনিটে গোল করার ১০ মিনিট পরেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। শেষ পর্যন্ত বার্সেলোনার কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে হেরেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। তোরেস বলছেন, গত সপ্তাহের ওই ম্যাচে লাল কার্ড না দেখলে অ্যাটলেটিকো হারত না।
তোরেস লাল কার্ড দেখার আগ পর্যন্ত ওই ম্যাচে ভালোমতোই ছিল অ্যাটলেটিকো। কিন্তু একজন কম নিয়ে আর পেরে ওঠেনি, দ্বিতীয়ার্ধে লুইস সুয়ারেজের দুই গোলে হারতে হয়েছে। তবে সেমিফাইনালের আশা এখনো ভালোমতোই বেঁচে আছে অ্যাটলেটিকোর, কাল জিতলেই চলে যেতে পারে সেমিফাইনালে। তবে তোরেসের দাবি, লাল কার্ড না দেখলে আগের ম্যাচেই অর্ধেক কাজ সেরে রাখতে পারতেন, ‘আমি নিশ্চিত, ১১ জন নিয়ে খেললে আমরা হারতাম না।’
ওই লাল কার্ড এখনো মেনে নিতে পারেননি সেটা তাঁর কথাতেই পরিষ্কার, ‘আমি নিশ্চিত দ্বিতীয় হলুদ কার্ডটা আসলে কার্ড ছিল না। হতাশা থেকেই আসলে ওটা হয়ে গেছে। আমি তো আর ইচ্ছা করে পা দিয়ে মাড়িয়ে দিতে চাইনি। এটা একটা হোঁচটের মতো ছিল।’ তবে এর জন্য নিজেরও দায় দেখছেন, ‘আমি শুধু বলতে চাই, ওই কাজটা আমি ইচ্ছা করলেই এড়িয়ে যেতে পারতাম। আমি থাকলে ২-০ গোলেও এগিয়ে যেতে পারতাম, দলও সে জন্য ভুগেছে।’
ওই লাল কার্ডের পর দুই রাত বিনিদ্র কেটেছে তোরেসের, ‘ওই লাল কার্ডটা ভুলতে আমার দুই দিন লেগেছে। আমি শুধু একা থাকতে চেয়েছিলাম। ওই লাল কার্ডের পরেই মনে হচ্ছিল, এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে লাল কার্ড।’
কাল গ্যালারি থেকে দর্শক হয়েই তাই দলের মঙ্গল কামনা করতে হবে তোরেসকে! লাল কার্ডের খাঁড়ায় যে খেলতেই পারবেন। প্রায়শ্চিত্তের সুযোগও তাই আপাতত নেই। সূত্র: ফোরফোরটু।
Sunday, April 10, 2016
তিন অধিনায়ক পাকিস্তানে চলে না
তিন সংস্করণের ক্রিকেটে তিন অধিনায়ক। টেস্ট খেলুড়ে অনেকগুলো দেশই এই পদ্ধতি অনুসরণ করে। অনেক দেশের ক্ষেত্রে এটি বেশ কার্যকরও প্রমাণিত হয়েছে। তবে পাকিস্তানের ক্ষেত্রে প্রতিটি সংস্করণের জন্য আলাদা অধিনায়ক রাখাটাকে বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করেন না সাবেক পাকিস্তানি অধিনায়ক ওয়াসিম আকরাম।
এমনিতেই পাকিস্তান অধিনায়কের পদটা অনেকটা মিউজিক্যাল চেয়ারের মতো। কে কখন অধিনায়ক হন আর কখন বরখাস্ত হন, মনে রাখা কঠিন হয়ে পড়ে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের সাম্প্রতিক ব্যর্থতায় যেমন টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দিতে হয়েছে শহীদ আফ্রিদিকে। নতুন অধিনায়ক করা হয়েছে সরফরাজ আহমেদকে। টেস্টের অধিনায়কত্ব আছে মিসবাহ-উল-হকের কাঁধেই, ওয়ানডে অধিনায়ক আজহার আলী। তবে অন্য অনেক দেশে আলাদা অধিনায়ক রেখে সাফল্য এলেও পাকিস্তানের ক্ষেত্রে সেই সম্ভাবনা কম বলেই মনে করছেন আকরাম। তিন দফায় পাঁচ বছর পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া কিংবদন্তি এই ফাস্ট বোলার নিজের যুক্তিটাও তুলে ধরেছেন জিয়ো নিউজের সঙ্গে সাক্ষাৎকারে, ‘পাকিস্তানের ক্রিকেট-সংস্কৃতি তো অন্য রকম। এখানে তিন অধিনায়ক রাখাটা মনে হয় না খুব একটা বিচক্ষণ সিদ্ধান্ত। যেখানে আমরা একজন নেতাকেই ঠিকঠাক মেনে চলতে পারি না, আপনি কীভাবে আশা করেন খেলোয়াড়েরা তিনজন অধিনায়ককে মেনে চলবে!’আকরাম তাই নিজের মত দিতে গিয়ে বলেছেন, ‘আমি চাই, তিন সংস্করণের ক্রিকেটে আমাদের একজনই অধিনায়ক থাকুক। আমাদের ক্রিকেট-সংস্কৃতির জন্য সেটিই আদর্শ।’ ডন।info,prothom alo
চেন্নাই এখনো ধোনির হৃদয়েই
মহেন্দ্র সিং ধোনি এখনো বিশ্বাস করতে পারেন না যে তিনি চেন্নাই সুপারকিংসের কেউ নন। আইপিএলের শুরুর দিন তিনি যখন পুনে সানরাইজার্সের জার্সি গায়ে মাঠে টস করতে যাচ্ছিলেন, তখন তাঁর নাকি বারবারই মনে পড়ছিল সাবেক দলটির কথা। ধোনি বলেছেন, চেন্নাইয়ের কথা মনে করে তিনি বারবারই আবেগপ্রবণ হয়ে উঠছেন।
আট বছর চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলেছেন ধোনি। বাজি ও স্পট ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে তাঁর এই পুরোনো দল জড়িয়ে না পড়লে হয়তো আবারও চেন্নাইয়ের হলুদ জার্সিতেই দেখা যেত ধোনিকে। ব্যাপারটা তাঁকেও তাড়া করে ফিরছে বেশ ভালোভাবেই, ‘আমি জানতাম যে এবার পুনের হয়ে খেলব। কিন্তু দলটাকে সত্যিকার অর্থে অনুভব করতে পারলাম যখন খেলোয়াড়দের তালিকা হাতে টস করতে নামলাম। চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কটা আবেগের। নিজের এলাকা ঝাড়খন্ডের হয়ে কত দিন আর খেলেছি, চেন্নাইয়ের হয়ে আমি মাঠে নেমেছি দীর্ঘ আট বছর ধরেই।’
চেন্নাইকে বুকে ধারণ করলেও ধোনির পেশাদারি হৃদয় এখন পুরোপুরিই পুনেতে নিবেদিত, ‘পেশাদারি খেলোয়াড় হিসেবে আমাকে এখন সামনের দিকেই তাকাতে হবে। আমি এখন পুরোপুরিই পুনের। পেশাদার খেলোয়াড় হিসেবে আমি চেন্নাইকে যা দিয়েছি, পুনে তার চেয়ে কোনো অংশেই কম পাবে না।’ info,prothom alo
বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে পারেন নেইমার!
বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে পারেন নেইমার! বলেছেন নেইমারের বাবা। নেইমার এখন নানা ঝামেলায়। ব্রাজিলে তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাতে জব্দ হয়েছে তার ও তার পরিবারের বিপুল সম্পদ। এ জাতীয় ঝামেলা আর চান না নেইমারের বাবা। বার্সেলোনার সাথে স্বচ্ছ চুক্তি চান। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ব্রাজিলে ১০.৬ মিলিয়ন কর ফাঁকি দেওয়ার অভিযোগ নেইমারের বিরুদ্ধে। ব্রাজিলের আদালত তাই নেইমার, তার পরিবার ও ব্যবসার ৩১.৩ মিলিয়ন মূল্যের সম্পদ জব্দ করেছে। বার্সেলোনার সাথে নেইমারের চুক্তি নবায়নের কথা চলছে। কিন্তু চুক্তি নবায়নের আগে নিরাপদে থাকার নিশ্চয়তা চান নেইমারের বাবা। "নবায়ন নিয়ে কথা হচ্ছে। কিন্তু তার আগে কিছু সমস্যা সমাধান করতে হবে।" নেইমারের বাবা বলেছেন, "স্পেন আমাদের পরিস্থিতি মেনে নেয় কি না তা জানতে হবে। স্পেন ও ব্রাজিল থেকে অনেক আক্রমণের মুখে পড়েছি বলে সবকিছু আমাদের জন্য কঠিন হয়ে গেছে। নেইমার তারকা। তার ইমেজ ব্রাজিল ও স্পেনে কাজে আসে। কি করা যায় তা নিয়ে সবার সাথে কথা বলছি। কারণ, দুই, তিন, চার, পাঁচ অথবা ১০ বছর পর বিস্ময়ের সাথে শুনতে চাই না যে যা করা হয়েছে তা ভুল। আমাদের জন্য সবকিছু ঠিক এমনটাই জানতে চাই।" আসলে স্বচ্ছতার নিশ্চয়তা চান নেইমারের বাবা। চান মানসিক শান্তি ও স্বস্তি। তিনি বলেছেন, ২০০৬ সাল থেকে তারা ব্রাজিলে কম্পানি চালাচ্ছেন। নেইমারের ইমেজ কম্পানির অংশ। কিন্তু তাকে ব্যবহার করা হয় না। নেইমারের বাবা বলেছেন, "এমন নয় যে আমরা তার ইমেজের সুবিধা নিচ্ছি। অনেক বছর ধরে এই কম্পানির সাথে কাজ করছি। কেমন জ্বালার মধ্যে আছি তা বলতে চাচ্ছি না। তবে সুবিধাজনক অবস্থা না পেলে আমাদের স্পেনে থাকা হবে না।" বর্তমান পরিস্থিতির জন্য কোনো না কোনোভাবে স্পেনকে দায়ী করছেন বোধহয় নেইমারের বাবা। তিনি বলেছেন, "ব্রাজিলে আমাদের কখনোই এমন অর্থসংক্রান্ত সমস্যা ছিল না। স্পেনে যাওয়ার পর থেকে আক্রমণ শুরু হয়। আক্রমণ এখন ব্রাজিলেও ছড়িয়ে পড়েছে। তার সাথে ক্লাবের যে চুক্তি আছে সেটিকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু মানসিক শান্তি ছাড়া চুক্তি নবায়ন করতে চাই না।
info
www.kalerkantho.com
সোসিয়েদাদের মাঠে সেই বার্সেলোনা
পেপ গার্দিওলা, তিতো ভিলানোভা, জেরার্দো মার্তিনো—স্যান সেবাস্তিয়ান থেকে ব্যর্থ হয়ে ফিরেছেন সবাই। এমনকি গত মৌসুমে বার্সেলোনাকে ত্রিমুকুট জেতানোর পথেও অ্যানোয়েতা ‘ভূত’ তাড়াতে পারেননি লুইস এনরিকে। দ্বিতীয়বারের মিশনেও ব্যর্থ তিনি। রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ০-১ গোলে হেরে ফিরে হতাশার আরেকটি অধ্যায় খুলেছে বার্সেলোনা। তাতে জমে উঠেছে লা লিগার শিরোপা দৌড়। কাতালানরা হারলেও অ্যাতলেতিকো মাদ্রিদ আগের ম্যাচে এস্পানিওলের মাঠ থেকে ৩-১ গোলে জিতে ফিরে পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছিল ৩-এ। রিয়াল মাদ্রিদও ঘরের মাঠে এইবারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ১ পয়েন্টের ব্যবধান ধরে রেখেছে নগর প্রতিপক্ষদের সঙ্গে। এ নিয়ে টানা ছয় মৌসুম সোসিয়েদাদের মাঠ থেকে না জিতে ফিরল বার্সেলোনা। সব শেষ চার মৌসুমে তো হেরেই ফিরেছে স্যান সেবাস্তিয়ান থেকে। গত মৌসুমে এনরিকের দল হেরেছিল ০-১ গোলে। ঠিক একই ব্যবধানে হেরে ফিরতে হয়েছে এবারও। অ্যানোয়েতা স্টেডিয়ামের ওই ম্যাচে মেসি ও নেইমারকে বেঞ্চে বসিয়ে রেখে হারের পর কঠিন সমালোচনার মুখে পড়েছিলেন এনরিকে। হারের কারণ হিসেবে ‘অজুহাত’ দাঁড় করার ব্যাপার ছিল বার্সা সমর্থকদের কাছে। কিন্তু এবার? লুই সুয়ারেস নিষেধাজ্ঞার কারণে না থাকলেও শুরু থেকে ছিলেন মেসি-নেইমার। তবু সোসিয়েদাদের রক্ষণ ভেঙে বল জালে জড়াতে পারেনি ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচের পঞ্চম মিনিটে মিকেল ওয়েরজাবাদের লক্ষ্যভেদের পর গোল শোধের জন্য ৮৫ মিনিট সময় পেয়েও কিছুই করতে পারেনি বার্সেলোনা। যে বার্সেলোনা হারতে ভুলে গিয়েছিল, ৩৯ ম্যাচ অপরাজিত থাকা সেই দলটি কিনা লিগে টানা দুই ম্যাচ হেরে বসল! রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোর পর সোসিয়েদাদ ম্যাচ, সঙ্গে ভিয়ারিয়ালের ম্যাচটা যোগ করলে স্প্যানিশ চ্যাম্পিয়নরা জয়ের মুখ দেখেনি টানা তিন ম্যাচে। সেই ২০০৬-০৭ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের যুগে শেষবার সোসিয়েদাদের মাঠ থেকে জিতে ফিরেছিল বার্সেলোনা। স্যান সেবাস্তিয়ানের ম্যাচের আগে তাই কোচ এনরিকে শিষ্যদের সতর্ক করে বলেছিলেন, ‘এই ম্যাচে আমাদের মোটেও গা ছেড়ে দেওয়া চলবে না।’ শিষ্যদের কথা বাদ দিন, ম্যাচের শুরুতে নিজেই তো গা এলিয়ে দিলেন! যে অ্যানোয়েতা ‘ভূত’ চেপে ধরেছিল বার্সা, সেখানে কিনা বেঞ্চে বসিয়ে রাখলেন আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিটিচ, জোর্দি আলবাদের। পরে নামালেও কাজে আসেনি। সোসিয়েদাদের জয়ের পথে অবশ্য সবচেয়ে বেশি প্রশংসা কুড়াবেন গোলরক্ষক জেরোনিমো রুলি। ২৩ বছর বছর বয়সী এই আর্জেন্টাইনের অসাধারণ সব সেভে গোলবঞ্চিত হয়েছেন মেসি-ইনিয়েস্তা-নেইমাররা। ছোট বক্সের সামনে থেকে মেসির শট ঠেকিয়েছেন এক হাতে, ইনিয়েস্তার দূরপাল্লার শটও দারুণ দক্ষতায় রুখে দিয়েছেন রুলি। এই হারে বার্সেলোনার পয়েন্ট থাকল আগের মতোই—৭৬। তাদের চেয়ে মাত্র ৩ পয়েন্ট দূরে এখন দ্বিতীয় স্থানে থাকা অ্যাতলেতিকো। ৭২ পয়েন্ট নিয়ে কাছাকাছি রিয়ালও। ৬ রাউন্ড বাকি থাকতে তাই লা লিগা জমে উঠেছে নতুন করে। কঠিন চ্যালেঞ্জের মুখেই নিজেদের বিশ্বসেরা দল হিসেবে প্রমাণ করতে চান এনরিকে, ‘আমরা কখনোই বলব না লিগ শেষ। নিজেদের সেরা দল হিসেবে প্রমাণ করার জন্য এটা আমাদের জন্য দারুণ এক সুযোগ। আর এ জন্যই আমাদের বুকের ওপর আঁকা আছে চ্যাম্পিয়ন চিহ্ন।’ অধিনায়ক ইনিয়েস্তা বললেন, ‘প্রথমার্ধে আমরা সুযোগ তৈরি করতে পারিনি। তবে দ্বিতীয়ার্ধে ভালো খেলেছি, তবে সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।info,kalerkantho.com
প্রিমিয়ার লিগের পরেই তাসকিনের পরীক্ষা
ছুটি কাটিয়ে কয়েকদিন আগেই দেশে ফিরেছেন তাসকিন আহমেদ। এরই মধ্যে আবারো নতুন করে শুরু করেছেন বোলিং অ্যাকশন শোধরানোর কাজ। শোনা যাচ্ছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) পরপরই দ্বিতীয় দফা আইসিসির পরীক্ষায় বসবেন দেশসেরা এই ফাস্ট বোলার। দেশের বেসকারি একটি টেলিভিশন চ্যানেলকে তাসকিন এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি শুধু অনুশীলন এবং প্রিমিয়ার লিগ নিয়ে ভাবছি। পরীক্ষার সময় হলেই বিসিবি আমাকে জানাবে। আর আমার বিশ্বাস পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’ এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পেস বোলিং বিশেষজ্ঞ মাহবুবুল আলমও শোনাচ্ছেন আশার বাণী। জানিয়েছেন, খুব দ্রুতই পরীক্ষা দিতে যেতে পারবেন তাসকিন। বোলিং অ্যাকশন নিয়ে কাজ করার পর তার প্রয়োগ হবে প্রিমিয়ার লিগে। তাই এটুকু নিশ্চিত করে বলা যায়, আগে নয়; প্রিমিয়ার লিগ খেলেই বোলিং অ্যাকশন পরীক্ষায় বসবেন তিনি। একই সঙ্গে এবারের ঘরোয়া লিগে বোলিং অ্যাকশনের উপর নজরদারির ব্যাপারে নেয়া উদ্যগ আরো একধাপ এগিয়ে নেবে তাসকিনকে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ শেষে আম্পায়াররা তাসকিন ও আরাফাত সানির বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন। পরবর্তীতে চেন্নাইতে অ্যাকশন পরীক্ষা দেওয়ার পর প্রমাণিত হয় যে, কয়েকটি বাউন্সারে সমস্যা রয়েছে তাসকিনের। ফলে সাময়িক নিষিদ্ধ রয়েছেন তিনি।info,www.dailynayadiganta.com
বাংলাদেশ-ভারত ম্যাচের কারণে চাকরি নেই ভোগলের!
ধারাভাষ্যকার হিসেবে হার্শা ভোগলের জনপ্রিয়তার কথা কারো অজানা নয়। নিরপেক্ষ, নিখুঁত বিশ্লেষণের কারণে নিজের দেশে তো বটেই, দেশের বাইরেও তিনি বহু মানুষের কাছে প্রিয়। বাংলাদেশেও তার অজস্র ভক্ত। যে কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ধারাভাষ্যকক্ষে তার উপস্থিতি অবধারিত। অথচ এবারের আইপিএলে দেখা যাবে না হার্শা ভোগলেকে। তার সঙ্গে আইপিএল চুক্তি বাতিল করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ভারতীয় গণমাধ্যম বলছে, বিশ্বকাপের কয়েকটি ম্যাচে বিশেষ করে বাংলাদেশ-ভারত ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে বেশি কথা বলায় চাকরি হারিয়েছেন ধারাভাষ্যের পরিচিত এই মুখ। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ব্যাখ্যা জানা না গেলেও ভারতীয় মিডিয়ার গুঞ্জন, ভারত-বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের প্রশংসা করা, এ নিয়ে পরে অমিতাভ বচ্চনের টুইট...এ কারণেই হয়তো ভোগলে নেই।
সেখানকার বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটিই সম্ভবত ভোগলের চাকরি হারানোর কারণ! বাংলাদেশ-ভারত ম্যাচের পরপরই অমিতাভ বচ্চনের একটি টুইট দিয়েই ঘটনার সূত্রপাত। বলিউডের এই কিংবদন্তি অভিনেতা সেদিন কারও নাম উল্লেখ না করে একটি টুইট করেছিলেন, ভারতীয় ধারাভাষ্যকাররা ভারতীয় ক্রিকেটারদের বদলে অন্য দেশের প্রশংসাই করেন। অমিতাভের এই টুইটকে সমর্থন করে সেদিন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও রিটুইট করেছিলেন।
অমিতাভ কারও নাম উল্লেখ না করলেও ভোগলে নিজে থেকে অমিতাভকে ‘মেনশন’ করে টুইট করে বলেন, স্টার স্পোর্টসের হিন্দি ভাষার চ্যানেলটিতে ভারতের পক্ষে দেদার বলার সুযোগ থাকলেও ইংরেজি আন্তর্জাতিক চ্যানেলে ভাষ্যকারদের নিরপেক্ষই থাকতে হয়। বিষয়টি নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল।
তবে কেউ কেউ বলছেন, ভোগলে ভারতীয় এক ক্রিকেট সংগঠকের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন। এটিও তাঁর চাকরি হারানোর কারণ হয়ে থাকতে পারে।
আইপিএলের প্রথম আসর ২০০৮ থেকেই ভাষ্যকার হিসেবে ভোগলের সম্পর্কটা প্রায় অবিচ্ছেদ্য ছিল। এবারের আইপিএলের প্রথম ম্যাচে প্রখ্যাত এই ভারতীয় ধারাভাষ্যকারকে দেখতে না পেয়ে অনেকেই অবাক। প্রথম ম্যাচে ভোগলেকে দেখতে না পাওয়ার পর অনেকেই জানতে চান কী কারণে তিনি নেই। পরে ভোগলে টুইট করেন জানান, এবার ধারাভাষ্য দেবেন না। ভারতীয় মিডিয়াও নিশ্চিত করেছে, ভোগলের চাকরি নেই।
নিজ দেশের বিমানবন্দরেই হয়রানির শিকার মইন আলী!
ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার, কিছুদিন আগে বিশ্বকাপ ফাইনালেও খেলেছেন। বর্তমান দলের সবচেয়ে পরিচিত মুখগুলোর একজন মইন আলী। সেই তাকেই চিনতে পারলো না ইংল্যান্ডের বিমানবন্দরের লোকজন! নাকি মুখমণ্ডল ভর্তি দাঁড়ি আর ধর্মীয় পরিচয়ের কারণেই তাকে হেনস্তা করা হল? গতকাল শনিবার বার্মিংহাম বিমানবন্দরে ৪০ মিনিট আটকে রাখা হয় মইন আলীকে।
বিষয়টি নিজেই টুইট করেই জানিয়েছেন মইন আলী, এত দিন ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে কতই না যাওয়া-আসা করেছি। যেদিন একা, সেদিনই আমাকে আটকে দিল। কঠিন সময় পার করলাম!
সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইস শাহ মইন আলীর প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন, মনে হচ্ছে তোমার দাঁড়িই তোমাকে সমস্যায় ফেলেছে।
অন্যদিকে আরেক মুসলিম সতীর্থ আদিল রশিদ বিষয়টাকে অভিহিত করেছেন 'লজ্জা' হিসেবে।
অবশেষে থামল সানিয়া-হিঙ্গিস জুটির বিজয়রথ
অবশেষে টেনিসে সানিয়া মির্জা-মার্টিনা হিঙ্গিসের বিজয়রথ থামল। টানা ৪১ ম্যাচ জয়ের পর কাতার ওপেনের কোয়ার্টার ফাইনালে স্যান্টিনা জুটির হার রাশিয়ান জুটি এলিনা ভেসনিনা ও দারিয়া কাসাতকিনার কাছে। ম্যাচের ফল ২-৬, ৬-৪, ১০-৫।
গত বছর অগাস্টে সিনসিনাট্টি ওপেনে শেষবার হেরেছিলেন সানিয়া-হিঙ্গিস জুটি। তারপর থেকেই টানা জিততে শুরু করেন তারা। ইন্দো-সুইস এই জুটি জেতেন মহিলা ডাবলসে তিনটি গ্র্যান্ড স্লামও।
ম্যাচের তিনটি সেটে লড়াই করে জিতলেও, শেষ রাউন্ডে এসে ভাগ্য বিপক্ষে চলে যায় সানিয়া-হিঙ্গিসের। প্রথম সেটে ইন্ডো-সুইস জুটি ফেভারিট থাকলেও, শেষরক্ষা আর করতে পারেননি।
এই বছর এখনও পর্যন্ত এই জুটি মিলে চারটি টাইটেল জিতেছে। সানিয়া-হিঙ্গিস বছর শুরুই করেন ব্রিসবেন ও সিডনিতে জয়যাত্রা দিয়ে। অস্ট্রেলিয়ান ওপেন জিতে পর পর তিনবার গ্র্যান্ডস্লাম জেতার হ্যাটট্রিকও করে ফেলেন তারা। এই মাসের শুরুতে সেন্ট পিটারসবার্গ লেডিস টাইটেলও জেতেন তারা।
আইপিএল খেলতে গেলেন মুস্তাফিজ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার বিকাল ৫টায় ঢাকা ছাড়েন তিনি। এবারই প্রথম আইপিএল খেলবেন মুস্তাফিজ।
দেশ ছাড়ার আগে সবার কাছে দোয়া চেয়েছেন কাটার মাস্টার খ্যাত এ বোলার।
রোমাঞ্চিত মুস্তাফিজ সাংবাদিকদের বলেন, প্রথমবারের মতো আইপিএল খেলতে যাচ্ছি, খুবই ভালো লাগছে। সাকিব ভাই এবং আমি এক দলে থাকলে ভালো হতো। এক সঙ্গে থাকতে পারতাম, খেলতে পারতাম।
তিনি বলেন, সাকিব ভাই এবং আমার জন্য দোয়া করবেন। যেন ভালো করতে পারি।
প্রসঙ্গত, ১ কোটি ৪০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আর সাকিব আল হাসান গত কয়েক আসর থেকেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন আইপিএল। ১২ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ওই দিনই আইপিএলে অভিষেক হতে পারে মুস্তাফিজের।
info,
www.jugantor.com
সবাই খুশি, আবাহনী একটু বেশি
প্রথম ১০ রাউন্ডে ডাকা হলো খেলোয়াড়দের। ‘এ’, ‘বি’ প্লাস, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’ শ্রেণি থেকে ১০ দফায় মোট ১১৫ জন খেলোয়াড় ডাক পেলেন। ১২ ক্লাবের ১০টিই পরে ১১, ১২ ও ১৩ নম্বর রাউন্ড নিয়ে আগ্রহই দেখাল না। অবশেষে এল ঢাকা প্রিমিয়ার লিগের ‘প্লেয়ার ড্রাফট’-এর মূল আকর্ষণ আইকন ও ‘এ’ প্লাস খেলোয়াড় ডাকার পর্ব।কাল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে ‘প্লেয়ার ড্রাফটের’ এই পর্ব শুরু হতেই ক্লাব কর্মকর্তাদের মধ্যে ছড়িয়ে পড়ল উত্তেজনা। এই পর্বেই নিশ্চিত হয়েছে দেশের শীর্ষ তারকা ক্রিকেটারদের ক্লাব।
লটারিতে প্রথম নাম ওঠে ধানমন্ডি শেখ জামালের। তারা ডেকে নেয় মাহমুদউল্লাহকে। একে একে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন, মুমিনুল হক, এনামুল হককে বেছে নিয়েছে অন্য ক্লাবগুলো। কিন্তু তখনো ‘অবিক্রীত’ থেকে যান বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা! এই রাউন্ডের ১১ নম্বর ডাকে মাশরাফিকে নেয় কলাবাগান ক্রীড়াচক্র।
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন অবশ্য প্রথম দফায় অবিক্রীত থেকে গেছেন। সাকিব-মুস্তাফিজকে না নেওয়ার কারণ অবশ্যই আইপিএল। ভারতের ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগে তাঁরা ব্যস্ত থাকবেন বলে ২২ এপ্রিল থেকে শুরু প্রিমিয়ার লিগে তাঁদের খেলার সম্ভাবনা কম। দুই তারকাকে তাই শুরুতেই নিতে চায়নি ক্লাবগুলো। পরে সাকিবকে নিয়েছে আবাহনী, মুস্তাফিজকে মোহামেডান। আইপিএল শেষ হবে ২৯ মে। দল শেষ চারে না উঠলে সাকিব-মুস্তাফিজের টুর্নামেন্ট শেষ হবে ২২ মে। হয়তো ‘সুপার লিগে’ তাঁরা খেলতে পারবেন বলে আশা দুই ক্লাবের।
তবে আইকন খেলোয়াড় দলে নেওয়ার ক্ষেত্রে সাম্প্রতিক পারফরম্যান্স বেশি প্রভাবিত করেছে ক্লাবগুলোকে। এ কারণে প্রথম ডাকের সুযোগ পেয়েই বাংলাদেশ দলের ‘ফিনিশার’ হয়ে ওঠা মাহমুদউল্লাহকে নিয়ে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি। দ্বিতীয় ডাকের সুযোগ পেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধারাবাহিক ভালো করা সাব্বিরকে নিয়েছে প্রাইম ব্যাংক।
প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে দল গোছানোর প্রতিযোগিতায় অবশ্য সবার মুখেই হাসি ঝুলেছে। যেহেতু ইচ্ছেমতো খেলোয়াড় নেওয়ার সুযোগ ছিল না, তারকা ক্রিকেটাররা ছড়িয়ে-ছিটিয়ে পড়লেন বিভিন্ন ক্লাবে।
আবদুর রাজ্জাক, মেহরাব হোসেন জুনিয়র, রবিউল ইসলাম, সাদমান ইসলামদের নিয়ে গড়া কলাবাগান ক্রীড়াচক্রকে শুরুতে সাদামাটা দেখালেও আইকন মাশরাফিকে পেয়ে ভীষণ খুশি ক্লাবের ক্রিকেট সম্পাদক রিয়াজ আহমেদ, ‘মাশরাফিকে পেয়ে আমাদের দলটা অন্য রকম হয়ে গেছে। এখন পর্যন্ত সে-ই বাংলাদেশ দলের সেরা অধিনায়ক। তার সফল নেতৃত্বে আমাদের দল ভালো করবে আশা করি। চ্যাম্পিয়ন হতে পারব কি না বলতে পারছি না। শিরোপা জিততে আসলে ভাগ্য লাগে। তবে আশা করি সুপার লিগে আমরা ভালোভাবেই উঠতে পারব।’
খেলোয়াড় তালিকা দেখলে কিছুটা হলেও এগিয়ে রাখতে হবে আবাহনীকে। আইকন তামিম-সাকিব তো আছেনই, দলকে সমৃদ্ধ করছেন তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, লিটন দাস, জুবায়ের হোসেন, তাপস বৈশ্যের মতো ক্রিকেটাররাও। আছেন অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে সর্বোচ্চ রানসংগ্রাহক নাজমুল হোসেন, বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন।
দল গুছিয়ে আবাহনীর কর্মকর্তা জালাল ইউনুস বেশ সন্তুষ্ট, ‘অনেক দিন ধরে আবাহনী চ্যাম্পিয়ন হচ্ছে না। এবার চেষ্টা ছিল ভালো দল করার। প্লেয়ার্স বাই চয়েসে সুযোগ ছিল ভালো খেলোয়াড় ডাকার। সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা ভালো দল করতে পেরেছি।’
আবাহনীর সঙ্গে সাকিব-তামিমের অতীত অভিজ্ঞতা ভালো নয়। তবে অতীতকে বর্তমানের সঙ্গে মেলাতে চান না জালাল ইউনুস। তিনি মনে করেন, দুই তারকা আবাহনীতেই স্বচ্ছন্দ বোধ করবেন।
১৮৮ খেলোয়াড়ের মধ্যে ১৩২ জন কাল ‘প্লেয়ার ড্রাফট’ পদ্ধতিতে দল পেয়েছেন। আর ১১টি ক্লাব পুরোনো ২ জন করে ক্রিকেটার রেখে দিয়েছে। অবিক্রীত থেকে গেছেন ৩৪ জন। প্রতিটি ক্লাবে একজন বিদেশি খেলোয়াড় নেওয়ারও সুযোগ থাকছে।
সাইড বেঞ্চে সাকিব!
আইপিএলে রোববার দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ম্যাচে একাদশে রাখা হয়নি বাংলাদেশি এই বিশ্বসেরা অলরাউন্ডারকে।
টানা ষষ্ঠবারের মতো কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে খেলতে যাওয়া সাকিব আল হাসান ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলের পাঁচটি আসরে ৩২টি ম্যাচ খেলে করেছেন ৩৮৩ রান। উইকেট নিয়েছেন ৩৮টি।
আইপিএল নিয়ে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের উত্তেজনাও ছিল। কলকাতা নাইট রাইডার্সের রোববারের এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন বাংলাদেশি ক্রিকেটভক্তরা।
সুনীল নারাইন না থাকায় একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা সাকিবের বেশি থাকলেও শেষ পর্যন্ত সাকিব নয় প্রথম ম্যাচে বেছে নেওয়া হলো ব্র্যাড হগকে। info,samak
Friday, April 8, 2016
আইপিএলের জমকালো উদ্বোধন
ব্রাভোর সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ ও ক্যাটরিনা কাইফ। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০১৬-র উদ্বোধনী অনুষ্ঠানে -ওয়েবসাইট
টি ২০ বিশ্বকাপ শেষ হয়েছে ছয়দিন আগে। এরই মাঝে চলে এলো আরেকটি টি ২০ উৎসব। আজ শুরু হচ্ছে আইপিএল ২০১৬। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ভারতের ১০টি ভিন্ন ভেন্যুতে ৬০ ম্যাচে লড়বে আটটি দল। ২৯ মে ফাইনাল। এদিকে কাল মুম্বাইয়ে নাচে-গানে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান মাত করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডুয়ানে ব্রাভো। তার ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচলেন দুই বলিউড কন্যা জ্যাকুলিন ফার্নান্দেজ ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিলেন বলিউড অভিনেতা রণবির সিং। এবারের আসরে নতুন দুটি দল হল পুনে ও গুজরাট। চেন্নাই ও রাজস্থান নিষিদ্ধ হওয়ায় তাদের জায়গায় এসেছে গুজরাট ও পুনে।
এবারের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিক ভারতকে। আইপিএলে মেতে ওঠে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই দুঃখ ভুলতে চান info,www.jugantor.com
- See more at:
http://www.jugantor.com/online/sports/2016/04/09/9375/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A7%E0%A6%A8#sthash.fcvyDJBz.dpuf
টি ২০ বিশ্বকাপ শেষ হয়েছে ছয়দিন আগে। এরই মাঝে চলে এলো আরেকটি টি ২০ উৎসব। আজ শুরু হচ্ছে আইপিএল ২০১৬। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ভারতের ১০টি ভিন্ন ভেন্যুতে ৬০ ম্যাচে লড়বে আটটি দল। ২৯ মে ফাইনাল। এদিকে কাল মুম্বাইয়ে নাচে-গানে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান মাত করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডুয়ানে ব্রাভো। তার ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচলেন দুই বলিউড কন্যা জ্যাকুলিন ফার্নান্দেজ ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিলেন বলিউড অভিনেতা রণবির সিং। এবারের আসরে নতুন দুটি দল হল পুনে ও গুজরাট। চেন্নাই ও রাজস্থান নিষিদ্ধ হওয়ায় তাদের জায়গায় এসেছে গুজরাট ও পুনে।
এবারের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিক ভারতকে। আইপিএলে মেতে ওঠে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই দুঃখ ভুলতে চান info,www.jugantor.com
ব্রাভোর
সঙ্গে ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন
ফার্নান্দেজ ও ক্যাটরিনা কাইফ। শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে
আইপিএল ২০১৬-র উদ্বোধনী অনুষ্ঠানে -ওয়েবসাইট
টি ২০ বিশ্বকাপ শেষ হয়েছে ছয়দিন আগে। এরই মাঝে চলে এলো আরেকটি টি ২০ উৎসব। আজ শুরু হচ্ছে আইপিএল ২০১৬। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ভারতের ১০টি ভিন্ন ভেন্যুতে ৬০ ম্যাচে লড়বে আটটি দল। ২৯ মে ফাইনাল। এদিকে কাল মুম্বাইয়ে নাচে-গানে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান মাত করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডুয়ানে ব্রাভো। তার ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচলেন দুই বলিউড কন্যা জ্যাকুলিন ফার্নান্দেজ ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিলেন বলিউড অভিনেতা রণবির সিং। এবারের আসরে নতুন দুটি দল হল পুনে ও গুজরাট। চেন্নাই ও রাজস্থান নিষিদ্ধ হওয়ায় তাদের জায়গায় এসেছে গুজরাট ও পুনে।
এবারের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিক ভারতকে। আইপিএলে মেতে ওঠে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই দুঃখ ভুলতে চান।
টি ২০ বিশ্বকাপ শেষ হয়েছে ছয়দিন আগে। এরই মাঝে চলে এলো আরেকটি টি ২০ উৎসব। আজ শুরু হচ্ছে আইপিএল ২০১৬। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট। ভারতের ১০টি ভিন্ন ভেন্যুতে ৬০ ম্যাচে লড়বে আটটি দল। ২৯ মে ফাইনাল। এদিকে কাল মুম্বাইয়ে নাচে-গানে আইপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান মাত করলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডুয়ানে ব্রাভো। তার ‘চ্যাম্পিয়ন’ গানের তালে তালে নাচলেন দুই বলিউড কন্যা জ্যাকুলিন ফার্নান্দেজ ও ক্যাটরিনা কাইফ। উদ্বোধনী অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ ছিলেন বলিউড অভিনেতা রণবির সিং। এবারের আসরে নতুন দুটি দল হল পুনে ও গুজরাট। চেন্নাই ও রাজস্থান নিষিদ্ধ হওয়ায় তাদের জায়গায় এসেছে গুজরাট ও পুনে।
এবারের টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হেরে বিদায় নিতে হয়েছে স্বাগতিক ভারতকে। আইপিএলে মেতে ওঠে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা সেই দুঃখ ভুলতে চান।
কবে মুখোমুখি হচ্ছেন সাকিব-মুস্তাফিজ?
ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরের পর্দা উঠছে আজ। এবারের আসরে খেলছেন বাংলাদেশের দুজন তারকা ক্রিকেটার। সাকিব আল হাসান বরাবরের মতো আছেন দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে। আর উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দারাবাদে। আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের নবম আসর। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আগামীকাল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলবে কলকাতার ইডেন গার্ডেনসে। অন্যদিকে মুস্তাফিজের দল প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। এবারের আসরে আটটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজের দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ১৬ই এপ্রিল। এটি হায়দারাবাদের দ্বিতীয় ম্যাচ। আর কলকাতা ও হায়দারাবাদ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ২২শে মে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
কলকাতা নাইট রাইডার্স
ব্যাটসম্যান
গৌতম গম্ভীর (অধিনায়ক, ভারত), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), রবিন উথাপ্পা (ভারত), মনীশ পাণ্ডে (ভারত), সূর্য্যকুমার যাদব (ভারত), শেলডন জ্যাকসন (ভারত), কলিন মুনরো (নিউজিল্যান্ড), মনন শর্মা (ভারত)।
বোলার
সুনীল নারাইন (ও, ইন্ডিজ) কুলদীপ যাদব (ভারত), মরনে মরকেল (দ. আফ্রিকা), পিযুষ চাওলা (ভারত), উমেশ যাদব (ভারত), জয়দেব উনাড়কাট (ভারত) ও অঙ্কিত রাজপুত (ভারত)।
অলরাউন্ডার
সাকিব আল হাসান (বাংলাদেশ), আন্দ্রে রাসেল (ও. ইন্ডিজ), ইউসুফ পাঠান (ভারত) ব্র্যাড হগ (অস্ট্রেলিয়া), জেসন হোল্ডার (ও. ইন্ডিজ), রাজাগোপাল সতীশ (ভারত), জন হেস্টিংস (অস্ট্রেলিয়া)
সাপোর্ট স্টাফ
জ্যাক ক্যালিস, (হেড কোচ, দ. আফ্রিকা), সায়মন ক্যাটিচ (সহকারী কোচ, অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (টিম মেন্টর, পাকিস্তান)।
সানরাইজার্স হায়দরাবাদ
ব্যাটসম্যান
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক, অস্ট্রেলিয়া), শিখর ধাওয়ান (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইয়ন মরগ্যান (ইংল্যান্ড), রিকি ভুই (ভারত), তিরুমালাসেট্টি সুমন (ভারত)।
বোলার
মুস্তাফিজ (বাংলাদেশ), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), আশীষ নেহরা (ভারত), ভুবেনশ্বর কুমার (ভারত), বারিন্দার সিং স্রান (ভারত), সিদ্ধার্থ কাউল (ভারত), অভিমান্যু মিথুন (ভারত)।
অলরাউন্ডার
আশীষ রেড্ডি (ভারত), যুবরাজ সিং (ভারত), মোজেস হেনরিকস (অস্ট্রেলিয়া), বেন কাটিং (অস্ট্রেলিয়া), করণ শর্মা (ভারত), বিপুল শর্মা (ভারত), বিজয় শঙ্কর (ভারত), দীপক হুডা (ভারত) ও পারভেজ রসুল (ভারত)।
উইকেটরক্ষক
নামান ওঝা (ভারত) ও আদিত্য তারে (ভারত)।
একটি ‘নো বলেই’ অশ্বিন ভিলেন!
‘নো-বল’ এর ঘটনা ভুলতে পারছেন না ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷ ভোলা সম্ভবও নয়৷ অশ্বিন ও জাদেজার দু’টি নো-বলই ভারতকে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে দেয়৷ ওয়াংখেড়েয় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া৷ আইপিএল নাইনের প্রাক-উদ্বোধনী ম্যাচের সংবাদ সম্মেলনেও উঠে এল নো-বল প্রসঙ্গ৷
ওয়াখেড়েয় বিশ্বকাপ সেমিফাইনালে রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা’র নো-বলে দু’বার জীবন ফিরে পান লেন্ডল সিমন্স৷ শেষ পর্যন্ত দলকে জিতিয়ে ম্যাচের সেরা হন ক্যারিবিয়ান ওপেনার৷ এ নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠকে অশ্বিনকে জিজ্ঞেস করা হলেও তামিলনাড়ু অফ-স্পিনার বলেন, ‘ এই ঘটনার পর তিন দিন আমি কোনও সংবাদপত্র পড়িনি৷ কে কি বলছেন, তাও শুনিনি৷ কারণ আমি মনে করি একটি নো-বলের জন্য আমাকে ভিলেন বানানো ঠিক হয়নি৷’চেন্নাই সুপার কিংসের নির্বাসনের আইপিএল নাইনে নতুন দল রাইজিং পুণে সুপারজায়েন্টে নাম লিখিয়েছেন অশ্বিন৷ শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আপিএল নাইনে অভিযোগ শুরু করছে পুণে রাইজিং৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পুণের জার্সিতে খেলবেন অশ্বিন৷ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিশিরিতে ওয়াংখেড়েয় বল না-করার পরামর্শ অশ্বিনের৷
info,www.dailynayadiganta.com
আইপিএলে সাকিব-মুস্তাফিজের খেলা কবে কবে
শনিবার থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)-এর নবম আসর। এই আসরে বাংলাদেশের দুই ক্রিকেটার অংশ নিচ্ছেন। এই কারণে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তের নজর থাকবে আইপিএলের দিকে।
গত কয়েক আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। এবারও তাকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। অন্যদিকে প্রথমবারের মতো আইপিএল-এ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের মিশন শুরু হবে রবিবার থেকে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ইডেনে ম্যাচটি শুরু হবে। অপরদিকে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
বাংলাদেশের দুই সতীর্থ মুখোমুখি হবেন ১৬ এপ্রিল ও ২২ মে দুটি ম্যাচে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এই লড়াই দেখতে মুখিয়ে থাকবেন এটাই স্বাভাবিক।
কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ফিক্সচার :
১০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা
১২ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ, বেঙ্গালুরু
১৩ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা
১৬ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ
১৮ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স, হায়দরাবাদ
১৯ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, মোহালি
২১ এপ্রিল, গুজরাট লায়ন্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাজকোট
২৩ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব, হায়দরাবাদ
২৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি
২৬ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-পুনে সুপারজায়ান্টস, হায়দরাবাদ
২৮ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই
৩০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, দিল্লি
৩০ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হায়দরাবাদ
২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, বেঙ্গালুরু
৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্চাব, কলকাতা
৬ মে, সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট লায়ন্স, হায়দরাবাদ
৮ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কলকাতা
৮ মে, মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই
১০ মে, পুনে সুপারজায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ, পুনে
১২ মে, সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস, হায়দরাবাদ
১৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, কলকাতা
১৫ মে, কিংস ইলেভেন পাঞ্জাব-সানরাইজার্স হায়দরাবাদ, নাগপুর
১৬ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, কলকাতা
১৯ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কানপুর/রাজকোট
২০ মে, দিল্লি ডেয়ারডেভিলস-সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি
২২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা।
infop,www.dailynayadiganta.com
গত কয়েক আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। এবারও তাকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। অন্যদিকে প্রথমবারের মতো আইপিএল-এ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের মিশন শুরু হবে রবিবার থেকে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ইডেনে ম্যাচটি শুরু হবে। অপরদিকে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
বাংলাদেশের দুই সতীর্থ মুখোমুখি হবেন ১৬ এপ্রিল ও ২২ মে দুটি ম্যাচে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এই লড়াই দেখতে মুখিয়ে থাকবেন এটাই স্বাভাবিক।
কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ফিক্সচার :
১০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা
১২ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ, বেঙ্গালুরু
১৩ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা
১৬ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ
১৮ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স, হায়দরাবাদ
১৯ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, মোহালি
২১ এপ্রিল, গুজরাট লায়ন্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাজকোট
২৩ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব, হায়দরাবাদ
২৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি
২৬ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-পুনে সুপারজায়ান্টস, হায়দরাবাদ
২৮ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই
৩০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, দিল্লি
৩০ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হায়দরাবাদ
২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, বেঙ্গালুরু
৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্চাব, কলকাতা
৬ মে, সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট লায়ন্স, হায়দরাবাদ
৮ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কলকাতা
৮ মে, মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই
১০ মে, পুনে সুপারজায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ, পুনে
১২ মে, সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস, হায়দরাবাদ
১৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, কলকাতা
১৫ মে, কিংস ইলেভেন পাঞ্জাব-সানরাইজার্স হায়দরাবাদ, নাগপুর
১৬ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, কলকাতা
১৯ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কানপুর/রাজকোট
২০ মে, দিল্লি ডেয়ারডেভিলস-সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি
২২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা।
infop,www.dailynayadiganta.com
শনিবার
থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল)-এর নবম আসর। এই আসরে
বাংলাদেশের দুই ক্রিকেটার অংশ নিচ্ছেন। এই কারণে বাংলাদেশের কোটি ক্রিকেট
ভক্তের নজর থাকবে আইপিএলের দিকে।
গত কয়েক আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। এবারও তাকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। অন্যদিকে প্রথমবারের মতো আইপিএল-এ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের মিশন শুরু হবে রবিবার থেকে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ইডেনে ম্যাচটি শুরু হবে। অপরদিকে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
বাংলাদেশের দুই সতীর্থ মুখোমুখি হবেন ১৬ এপ্রিল ও ২২ মে দুটি ম্যাচে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এই লড়াই দেখতে মুখিয়ে থাকবেন এটাই স্বাভাবিক।
কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ফিক্সচার :
১০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা
১২ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ, বেঙ্গালুরু
১৩ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা
১৬ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ
১৮ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স, হায়দরাবাদ
১৯ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, মোহালি
২১ এপ্রিল, গুজরাট লায়ন্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাজকোট
২৩ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব, হায়দরাবাদ
২৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি
২৬ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-পুনে সুপারজায়ান্টস, হায়দরাবাদ
২৮ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই
৩০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, দিল্লি
৩০ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হায়দরাবাদ
২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, বেঙ্গালুরু
৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্চাব, কলকাতা
৬ মে, সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট লায়ন্স, হায়দরাবাদ
৮ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কলকাতা
৮ মে, মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই
১০ মে, পুনে সুপারজায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ, পুনে
১২ মে, সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস, হায়দরাবাদ
১৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, কলকাতা
১৫ মে, কিংস ইলেভেন পাঞ্জাব-সানরাইজার্স হায়দরাবাদ, নাগপুর
১৬ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, কলকাতা
১৯ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কানপুর/রাজকোট
২০ মে, দিল্লি ডেয়ারডেভিলস-সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি
২২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা।
সূত্র : বাংলাদেশের খেলা
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108727#sthash.ggcSZv81.dpuf
গত কয়েক আসরে সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নেমেছিলেন। এবারও তাকে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে। অন্যদিকে প্রথমবারের মতো আইপিএল-এ খেলার সুযোগ পাওয়া বাংলাদেশের পেস বোলিং সেনসেশন মুস্তাফিজুর রহমান খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।
আইপিএল ৯ এপ্রিল থেকে শুরু হলেও কলকাতা নাইট রাইডার্সের মিশন শুরু হবে রবিবার থেকে। দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ইডেনে ম্যাচটি শুরু হবে। অপরদিকে মুস্তাফিজুরের সানরাইজার্স হায়দরাবাদের প্রথম ম্যাচ ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
বাংলাদেশের দুই সতীর্থ মুখোমুখি হবেন ১৬ এপ্রিল ও ২২ মে দুটি ম্যাচে। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা এই লড়াই দেখতে মুখিয়ে থাকবেন এটাই স্বাভাবিক।
কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের ফিক্সচার :
১০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, কলকাতা
১২ এপ্রিল, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ, বেঙ্গালুরু
১৩ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা
১৬ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, হায়দরাবাদ
১৮ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স, হায়দরাবাদ
১৯ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্জাব, মোহালি
২১ এপ্রিল, গুজরাট লায়ন্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাজকোট
২৩ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব, হায়দরাবাদ
২৪ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, দিল্লি
২৬ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-পুনে সুপারজায়ান্টস, হায়দরাবাদ
২৮ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই
৩০ এপ্রিল, কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ডেয়ারডেভিলস, দিল্লি
৩০ এপ্রিল, সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, হায়দরাবাদ
২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, বেঙ্গালুরু
৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস ইলেভেন পাঞ্চাব, কলকাতা
৬ মে, সানরাইজার্স হায়দরাবাদ-গুজরাট লায়ন্স, হায়দরাবাদ
৮ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কলকাতা
৮ মে, মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই
১০ মে, পুনে সুপারজায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ, পুনে
১২ মে, সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস, হায়দরাবাদ
১৪ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রাইজিং পুনে সুপারজায়ান্টস, কলকাতা
১৫ মে, কিংস ইলেভেন পাঞ্জাব-সানরাইজার্স হায়দরাবাদ, নাগপুর
১৬ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু, কলকাতা
১৯ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট লায়ন্স, কানপুর/রাজকোট
২০ মে, দিল্লি ডেয়ারডেভিলস-সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি
২২ মে, কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ, কলকাতা।
সূত্র : বাংলাদেশের খেলা
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108727#sthash.ggcSZv81.dpuf
কোপা আমেরিকা : প্রথম ম্যাচেই মেসির খেলা অনিশ্চিত
আসন্ন কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।info,www.dailynayadiganta.com
আসন্ন কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
আসন্ন কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
আসন্ন কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
আসন্ন কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
আসন্ন কোপা আমেরিকার প্রথম ম্যাচে মাঠে নামা নিয়ে সংশয় দেখা দিয়েছে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির।
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
কর ফাঁকির মামলার তারিখ পরিবর্তন হওয়ায় সে ম্যাচে প্রায় অনিশ্চিত এই ফরোয়ার্ড। মেসির চলমান কর ফাঁকির মামলার তারিখ ছিল ৩১ মে। সেটি পরিবর্তন করে ৭ জুন ধার্য করা হয়েছে। যেখানে মেসিকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেয়া হয়।
আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচে ৬ জুন কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন চিলির মুখোমুখি হবে। কর ফাঁকির মামলায় মেসিকে ৭ জুন আদালতে উপস্থিত থাকতে হবে। তাতে প্রথম ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশ্বকাপ ও কোপা আমেরিকার বর্তমান রানার্সআপদের।
কোপা আমেরিকার গত আসরে চিলির বিপক্ষে পেনাল্টি শুটআউটে হেরে বসে আর্জেন্টিনা। তবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে চিলিয়ানদের বিপক্ষে জয় তুলে নেয় মেসি বাহিনী। এবার কোপার আসরে নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের মাটিতে চিলির বিপক্ষে নামবে আর্জেন্টাইনরা। ক্যালিফোর্নিয়ায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
স্পেনের ট্যাক্স অফিসের দায়ের করা মামলায় মেসি এবং তার বাবা জর্জ মেসির বিপক্ষে ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়।
- See more at: http://www.dailynayadiganta.com/detail/news/108494#sthash.Pl3CWOiS.dpuf
Subscribe to:
Posts (Atom)