
বিষয়টি নিজেই টুইট করেই জানিয়েছেন মইন আলী, এত দিন ইংল্যান্ড ক্রিকেট দলের পোশাকে কতই না যাওয়া-আসা করেছি। যেদিন একা, সেদিনই আমাকে আটকে দিল। কঠিন সময় পার করলাম!
সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইস শাহ মইন আলীর প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন, মনে হচ্ছে তোমার দাঁড়িই তোমাকে সমস্যায় ফেলেছে।
অন্যদিকে আরেক মুসলিম সতীর্থ আদিল রশিদ বিষয়টাকে অভিহিত করেছেন 'লজ্জা' হিসেবে।
No comments:
Post a Comment