Sunday, April 10, 2016

বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে পারেন নেইমার!

বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে পারেন নেইমার!
বাধ্য হয়ে বার্সেলোনা ছাড়তে পারেন নেইমার! বলেছেন নেইমারের বাবা। নেইমার এখন নানা ঝামেলায়। ব্রাজিলে তার বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে। তাতে জব্দ হয়েছে তার ও তার পরিবারের বিপুল সম্পদ। এ জাতীয় ঝামেলা আর চান না নেইমারের বাবা। বার্সেলোনার সাথে স্বচ্ছ চুক্তি চান। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত ব্রাজিলে ১০.৬ মিলিয়ন কর ফাঁকি দেওয়ার অভিযোগ নেইমারের বিরুদ্ধে। ব্রাজিলের আদালত তাই নেইমার, তার পরিবার ও ব্যবসার ৩১.৩ মিলিয়ন মূল্যের সম্পদ জব্দ করেছে। বার্সেলোনার সাথে নেইমারের চুক্তি নবায়নের কথা চলছে। কিন্তু চুক্তি নবায়নের আগে নিরাপদে থাকার নিশ্চয়তা চান নেইমারের বাবা।   "নবায়ন নিয়ে কথা হচ্ছে। কিন্তু তার আগে কিছু সমস্যা সমাধান করতে হবে।" নেইমারের বাবা বলেছেন, "স্পেন আমাদের পরিস্থিতি মেনে নেয় কি না তা জানতে হবে। স্পেন ও ব্রাজিল থেকে অনেক আক্রমণের মুখে পড়েছি বলে সবকিছু আমাদের জন্য কঠিন হয়ে গেছে। নেইমার তারকা। তার ইমেজ ব্রাজিল ও স্পেনে কাজে আসে। কি করা যায় তা নিয়ে সবার সাথে কথা বলছি। কারণ, দুই, তিন, চার, পাঁচ অথবা ১০ বছর পর বিস্ময়ের সাথে শুনতে চাই না যে যা করা হয়েছে তা ভুল। আমাদের জন্য সবকিছু ঠিক এমনটাই জানতে চাই।" আসলে স্বচ্ছতার নিশ্চয়তা চান নেইমারের বাবা। চান মানসিক শান্তি ও স্বস্তি। তিনি বলেছেন, ২০০৬ সাল থেকে তারা ব্রাজিলে কম্পানি চালাচ্ছেন। নেইমারের ইমেজ কম্পানির অংশ। কিন্তু তাকে ব্যবহার করা হয় না। নেইমারের বাবা বলেছেন, "এমন নয় যে আমরা তার ইমেজের সুবিধা নিচ্ছি। অনেক বছর ধরে এই কম্পানির সাথে কাজ করছি। কেমন জ্বালার মধ্যে আছি তা বলতে চাচ্ছি না। তবে সুবিধাজনক অবস্থা না পেলে আমাদের স্পেনে থাকা হবে না।" বর্তমান পরিস্থিতির জন্য কোনো না কোনোভাবে স্পেনকে দায়ী করছেন বোধহয় নেইমারের বাবা। তিনি বলেছেন, "ব্রাজিলে আমাদের কখনোই এমন অর্থসংক্রান্ত সমস্যা ছিল না। স্পেনে যাওয়ার পর থেকে আক্রমণ শুরু হয়। আক্রমণ এখন ব্রাজিলেও ছড়িয়ে পড়েছে। তার সাথে ক্লাবের যে চুক্তি আছে সেটিকে আমরা শ্রদ্ধা করি। কিন্তু মানসিক শান্তি ছাড়া চুক্তি নবায়ন করতে চাই না।
info
www.kalerkantho.com

No comments:

Post a Comment