এশিয়া কাপে বাংলাদেশের কাছে হারের পর থেকেই সমালোচনার তীরটা ছিল আফ্রিদির উপর। টি২০ বিশ্বকাপেও দলের হতশ্রী অবস্থার জন্য তাকে দায়ী করা হয়। তার উপর আবার কোচ ওয়াকার ইউনুস দলের বাজে পারফরম্যান্সের কারণ হিসেবে আফ্রিদির বাজে অধিনায়কত্বকেই দায়ী করেন।
আশংকা করা হচ্ছিল যে বিশ্বকাপের পর দলে বেশ বড় একটা রদবদল হতে পারে। আর সেটা শুরু হলো আফ্রিদিকে দিয়েই। টি২০ ক্রিকেটে পাকিস্তানের অধিনায়কের পদ থেকে সরে দাড়ালেন শহীদ আফ্রিদি। তবে এখনই ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন না বুম বুম খ্যাত এই ক্রিকেটার।
আফ্রিদি জানিয়েছেন যে আরো কিছুদিন টি২০ ক্রিকেট খেলতে চান তিনি। পদত্যাগের বিষয়ে আফ্রিদি জানান, ‘পাকিস্তানের ক্রিকেট এবং সমর্থকদের প্রতি ভালোবাসার কারণেই আমি অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াচ্ছি।’ তবে এখনই খেলা ছাড়ছেন না তিনি।
টি২০ ক্রিকেটের সবোর্চ্চ উইকেট সংগ্রাহক বলেন, ‘সকলকে আরো বলতে চাই আমি দেশ ও বিভিন্ন লীগগুলোতে খেলা চালিয়ে যাবো।’ এসময় তিনি সমর্থকদের কাছ থেকে দোয়া চান। ২০১৪ সালের সেপ্টেম্বরে অধিনায়ক হিসেবে মোহাম্মদ হাফিজের স্থলাভিষিক্ত হন আফ্রিদি।
No comments:
Post a Comment