
ম্যানচেস্টার ইউনাইটেডে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন রোনালদো। এর সাথে যোগ হয়েছে একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। রিয়ালে এসে আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। লিগ শিরোপাও জিতেছেন একবার।
লিওনেল মেসি, ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি ও মার্কো ফন বাস্তেনের মতো তিন বা তার বেশিবার ব্যালন ডি'অর জেতা এলিট খেলোয়াড় রোনালদো। তিনবার জিতেছেন। বর্তমানের সেরা।
এই রোনালদোর কাছেই জানতে চাওয়া হয়েছিল বর্তমান বিশ্বের প্রতিশ্রুতিশীল ৫ তারকার কথা। রোনালদো বলেছেন, "সম্ভাবনা আছে এমন অনেক খেলোয়াড়ই পাবেন। আমি উল্লেখ করবো মাদ্রিদের (মার্টিন) ওডেগার্ডের কথা। ১৬ বছর বয়সে এখনো তরুণ সে। কিন্তু সে খুব ভালো একজন খেলোয়াড়।" এর সাথে রোনালদো যোগ করেন, "উদাহরণ হিসেবে বলবো (ইডেন) হ্যাজার্ডের কথা, ম্যানচেস্টারের নাম্বার সেভেন (মেমফিস) ডিপে ভালো খেলোয়াড়। আরো আছে (পল) পগবা, হয়তো নেইমারও।"
www.kalerkantho.com
No comments:
Post a Comment