Friday, April 8, 2016

মুস্তাফিজের তুলিতেই শেষ টান

মুস্তাফিজের তুলিতেই শেষ টান
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ চারবার ওয়ানডেতে ৫ উইকেট নেয়া বোলার আব্দুর রাজ্জাক। খেলেছেন ১৫৩ ম্যাচ। মাত্র ৯ ম্যাচ খেলেই এখন ওয়ানডেতে তিনবার ৫ উইকেট নেয়া বোলারের নাম মুস্তাফিজুর রহমান! জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আরো একবার ৫ উইকেট নিয়ে মুস্তাফিজ উঠে গেলেন নতুন উচ্চতায়।

৮-০-৩৪-৫। এই হলো জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে মুস্তাফিজের বোলিং ফিগার। প্রথম ওয়ানডেতে উইকেট পান নি। এটা ছিল বিস্ময়ের। সাথে প্রশ্ন উঠেছিল, মুস্তাফিজকে কি ব্যাটসম্যানরা বুঝে ফেললেন নাকি! কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ৩ উইকেট নিলেন। আর শেষ ম্যাচে ৫ উইকেট নিয়ে দিলেন শিল্পির তুলিতে শেষ টান। এই ওয়ানডেতে জিম্বাবুয়ে বধ তো মুস্তাফিজের হাতেই।

কি বিস্ময়কর অভিষেকটাই না হয়েছিল ১৯ বছরের মুস্তাফিজের! ভারতের বাঘা বাঘা ব্যাটসম্যানদের সামনে অভিষেক ১৮ জুন। প্রথম ম্যাচেই কাটার মাস্টার হিসেবে পরিচিতি পেয়ে গেলেন। ৫ উইকেট নিলেন ৫০ রানে। মুড়ি মুড়কির মতো উইকেট নিয়েছেন ওই সিরিজে। পরের ম্যাচেই ছোট্ট এই ক্যারিয়ারের সেরা ৬ উইকেট ৪৩ রান খরচায়। তৃতীয় ম্যাচে ২ উইকেট। তিন ম্যাচে শিকার ১৩ উইকেট! এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা সিরিজে ৫ উইকেট নেন মুস্তাফিজ।

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচে অষ্টম ওভারে বাংলাদেশের ফিল্ডারদের প্রায় সবাই চলে গেলেন স্লিপ কর্ডনে। মুস্তাফিজের মাধ্যমেই ম্যাচটা শেষ করতে চান তারা। ভাগ্যটা অতো সুপ্রসন্ন হয়নি। যেমন হ্যাটট্রিকের সুযোগটা কাজে আসেনি। মুস্তাফিজের তাই ম্যাচ শেষ করা হয়নি। কিন্তু জিম্বাবুয়ে এটা নিশ্চয়ই স্বীকার করবে, তাদের ম্যাচ থেকে ছিটকে ফেলে দিয়েছেন মুস্তাফিজই।
info,www.kalerkantho.com

No comments:

Post a Comment