ফিফা ব্যালন ডি’অরের সেরা তিনে থাকা নেইমারের পারিশ্রমিক কিন্তু শীর্ষদের কাতারে নয়। সম্প্রতি ফুটবলের বেশ কিছু গোপন নথি প্রকাশ করে আলোচিত ‘ফুটবল লিকস’ নেইমারের বেতন নিয়ে যে চুক্তিপত্রটি প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে, সপ্তাহে তাঁর আয় কেবল ৭৭ হাজার পাউন্ড, বছরে যেটি দাঁড়ায় ৪ মিলিয়ন। ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনির সঙ্গে তুলনা করলে তাঁর মাত্র তিন ভাগের এক ভাগ আয় করছেন বার্সা তারকা। শুধু তা-ই নয়, প্রিমিয়ার লিগে অন্তত আরো ১০ জন খেলোয়াড় আছেন যাঁরা নেইমারের চেয়ে বেশি বেতন পান। রহিম স্টার্লিংয়ের বেতনের অর্ধেকও নয় নেইমারের বেতন। তবে পারফরম্যান্স এবং সাফল্য দিয়ে ব্রাজিলিয়ান তারকা সেই সামান্য আয়ও আরো বহুগুণ বাড়িয়ে নিতে পারছেন, অধিকাংশেরই যে সুযোগ নেই। নেইমার যেমন বার্সার ৬০ ভাগ ম্যাচে অন্তত ৪৫ মিনিট করে খেললেও বাড়তি আয় করছেন সাড়ে ৮ লাখ পাউন্ড, কাতালানদের চ্যাম্পিয়নস লিগ স্পট নিশ্চিত হলে তার সঙ্গে যোগ হচ্ছে ৫ লাখ পাউন্ড। চ্যাম্পিয়নস লিগ জিতলে আরো প্রায় ৭ লাখ পাউন্ড, কোপা দেল রে জিতলেও ততটাই আর লা লিগা জিতলে আরো ৫ লাখ পাউন্ড তাঁর ব্যাংকে জমা করতে পারছেন। সেখানেই শেষ হচ্ছে না, যদি ট্রেবলও জেতা যায় তবে আরো ১ মিলিয়ে ৩৬ লাখ পাউন্ড যোগ হবে তাঁর উইনিং বোনাসে। সব মিলিয়ে পাঁচ বছরের চুক্তি নির্ধারিত বেতনের প্রায় দ্বিগুণ আয়ের সুযোগ তাঁর সামনে। মাঠের পারফরম্যান্সে নিশ্চিতভাবে তা প্রভাবও ফেলে। এই মুহূর্তে কিছুটা কঠিন পরিস্থিতি তৈরি হলেও এবারও ট্রেবল জেতার ভালো সুযোগই আছে নেইমার ও বার্সেলোনার। কাল অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাঁদের চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল নিশ্চিত করার মিশন। রিয়াল সোসিয়েদাদ ধাক্কার পর যে ম্যাচে লুই সুয়ারেসকে আবার একাদশে পাচ্ছে তারা। সোসিয়েদাদের বিপক্ষে নিশ্চিতভাবেই উরুগুইয়ান স্ট্রাইকারের অভাব বোধ করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে ১ গোল দিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদ যেমন পোস্টের সামনে সব খেলোয়াড়কে জড়ো করে ফেলেছিল, সোসিয়েদাদও তাই করেছে। অ্যাতলেতিকোর রক্ষণদুর্গ একবার নয়, দু-দুইবার ভেঙে সুয়ারেস দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। সোসিয়েদাদের বিপক্ষে সেদিন তিনিই নেই। বার্সার ৮৫ মিনিটের নিষ্ফল চেষ্টায় এনরিকের তাঁর কথা তাই মনে না হয়েই পারে না। দ্বিতীয় লেগের এই ম্যাচে মেসির গোলখরা কাটানোরও মিশন। ক্লাবের হয়ে টানা চার ম্যাচ তাঁর গোল নেই। এদিন আক্রমণের ত্রিফলাকেই আসলে স্বরূপে চান কাতালানরা। এই ম্যাচ মাথায় রেখেই সোসিয়েদাদের বিপক্ষে শুরুতে সেরা একাদশটা নামাননি এনরিকে। আজ সুয়ারেসসহ বার্সার লাইন আপটা আগের চেহারাতেই ফেরার কথা। info
www.kalerkantho.com
No comments:
Post a Comment