আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে ভারতে রয়েছেন বাংলাদেশের 'কাটার মাস্টার' পেসার মুস্তাফিজুর রহমান। আজ তাদের প্রথম ম্যাচ রয়্যাল বেঙ্গালুরুর বিপক্ষে। এই উদ্দেশে দলের সঙ্গে গত রোববার বেঙ্গালুরু পৌঁছান মুস্তাফিজও।গতকাল সানরাইজার্স হায়দরাবাদ তাদের টুইটার অ্যাকাউন্টে ভিডিও পোস্ট করে। যেখানে মুস্তাফিজকে বেশ হাস্যোজ্জ্বল দেখা যায়। এক পর্যায়ে, তিনি বোল্টকে বাংলা ভাষা শেখানোর চেষ্টা করছেন। বোল্টকে তিনি বলেন, 'কেমন আছ?' কিন্তু বোল্ট তার কথা বুঝতে না পারায় অন্য একজন বলে দেন এর ইংরেজি হচ্ছে 'হাউ আর ইউ?' মুস্তাফিজ মাতৃভাষা ছাড়া আর কোন ভাষা না জানলেও নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্টের সঙ্গে ভালো সখ্যই গড়ে উঠেছে তার। নিজের টুইটার অ্যাকাউন্টে বোল্টের সঙ্গে একটি ছবি পোস্ট করে মুস্তাফিজ, ক্যাপশনে লিখেছেন, 'ট্রেন্ট বোল্টের সঙ্গে। খুবই চমৎকার একজন মানুষ তিনি।' ওয়েবসাইট।
No comments:
Post a Comment