কয়েক দিন আগে বাংলাদেশ সফরের প্রস্তাব দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলেছিল বিসিবি। কিন্তু সিরিজ আয়োজনের বিষয়ে দু’পক্ষের প্রস্তাবিত সময় মিলছে না বলে এ বছর সিরিজটি আর মাঠে গড়াচ্ছে না।
মঙ্গলবার এমনটাই জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ নভেম্বরে টেস্ট খেলার প্রস্তাব দিয়েছিল। কিন্তু ওই সময় যেহেতু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অনুষ্ঠিত হবে তাই এই সিরিজ আয়োজন করা সম্ভব নয়। তাই আমরা চেয়েছিলাম, মে মাসে সিরিজটি আয়োজন করতে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড রাজি না থাকায় আপাতত সিরিজটি এ বছর আর হচ্ছে না।’ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ খেলার প্রস্তাব পাওয়ার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলে যে, এই বিষয়ে বোর্ড মিটিংয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। ফলে মঙ্গলবার জালাল ইউনুসের কথায় এই বিষয়ে বিসিবির অবস্থান স্পষ্ট হয়ে গেল।
info,
www.manobkantha.com
No comments:
Post a Comment