দেশ আগে, না ক্লাব আগে? এ নিয়ে বরাবরই সমস্যায় পড়েন তারকা ফুটবলাররা। ক্লাবের সঙ্গে চুক্তি থাকায় অনেক সময় ইচ্ছা থাকলেও দেশের জার্সি গায়ে জড়ানোটা কঠিন হয়ে যায়। যেমনটি হতে যাচ্ছে নেইমারের জন্য। শতবর্ষী কোপা আমেরিকা ও রিও অলিম্পিক- দুটিতেই নেইমারকে চায় ব্রাজিল। কিন্তু যে কোনো একটি টুর্নামেন্টে খেলতে নেইমারকে ছাড়তে রাজি বার্সেলোনা। সে জন্য ঘরের মাঠে অলিম্পিক বলে সেখানেই খেলতে চেয়েছেন নেইমার। কিন্তু একটি নয়, দুটি টুর্নামেন্টে বার্সেলোনার এই সুপারস্টারকে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। কিছুদিন আগে বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, তারা দুটির কোনোটিতেই নেইমারকে ছাড়বে না। এরপরই উঠেপড়ে লাগে ব্রাজিল ফুটবল ফেডারেশন। ফলে নেইমারকে নিয়ে ব্রাজিল-বার্সেলোনার মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে গেছে বলা চলে।
কোপা আমেরিকার শতবর্ষী উপলক্ষে আগামী জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে বিশেষ এ টুর্নামেন্ট। আগস্টে রিও ডি জেনিরোতে হবে অলিম্পিক গেমস। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুমও তখন মাঠে গড়াবে। সমস্যাটা মূলত এ জায়গাতেই। সময়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় বার্সেলোনা সভাপতি মারিও বার্তামেউ এ মাসের শুরুতে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছিলেন, নেইমারকে তারা দুটি টুর্নামেন্টেই খেলতে দেবেন না। অবশ্য অলিম্পিক ফিফা অনুমোদিত নয় বলে সেটিতে নেইমারকে খেলতে ছাড়পত্র দিতে বাধ্য নয় বার্সা। এর আগে নেইমার নিজেও জানিয়েছিলেন, দুটি টুর্নামেন্টেই খেলতে চান তিনি। ক্লাব বার্সেলোনাকে রাজি করানোর জন্য স্পেনে গিয়েছিলেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা; কিন্তু কোনো লাভ হয়নি।
দুঙ্গাকে বার্সা জানিয়ে দিয়েছে, তাদের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়ে গেছে। বার্সেলোনার এমন শক্ত অবস্থানের পর ব্রাজিলের মিডিয়াগুলো ধরেই নিয়েছিল, সেলেকাওরা বুঝি হাল ছেড়ে দিয়েছে। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা হাল ছাড়েনি। কারণ, এখনও অলিম্পিকে স্বর্ণ জিততে পারেনি ব্রাজিল, যে কারণে নেইমারকে পাওয়ার জন্য সব চেষ্টাই চালিয়ে যাবে সিবিএফ। এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, 'ক্লাব নেইমারকে মাত্র একটি প্রতিযোগিতায় ছাড়ার বিষয়টি মেনে নিয়েছে। কোপা আমেরিকা ও অলিম্পিকে তাকে পেতে সিবিএফ সম্ভব সবকিছুই করবে। নেইমারও এর মধ্যে জানিয়ে দিয়েছেন, দুটি প্রতিযোগিতায় খেলবেন তিনি।' info,bangla.samakal
No comments:
Post a Comment