Friday, April 8, 2016
কবে মুখোমুখি হচ্ছেন সাকিব-মুস্তাফিজ?
ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরের পর্দা উঠছে আজ। এবারের আসরে খেলছেন বাংলাদেশের দুজন তারকা ক্রিকেটার। সাকিব আল হাসান বরাবরের মতো আছেন দুবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সে। আর উদীয়মান পেসার মুস্তাফিজুর রহমান খেলবেন ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দারাবাদে। আজ থেকে শুরু হচ্ছে আইপিএলের নবম আসর। নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আগামীকাল দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে খেলবে কলকাতার ইডেন গার্ডেনসে। অন্যদিকে মুস্তাফিজের দল প্রথম ম্যাচ খেলবে ১২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে। এবারের আসরে আটটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। বাংলাদেশের দুই তারকা সাকিব ও মুস্তাফিজের দল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ১৬ই এপ্রিল। এটি হায়দারাবাদের দ্বিতীয় ম্যাচ। আর কলকাতা ও হায়দারাবাদ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ২২শে মে। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
কলকাতা নাইট রাইডার্স
ব্যাটসম্যান
গৌতম গম্ভীর (অধিনায়ক, ভারত), ক্রিস লিন (অস্ট্রেলিয়া), রবিন উথাপ্পা (ভারত), মনীশ পাণ্ডে (ভারত), সূর্য্যকুমার যাদব (ভারত), শেলডন জ্যাকসন (ভারত), কলিন মুনরো (নিউজিল্যান্ড), মনন শর্মা (ভারত)।
বোলার
সুনীল নারাইন (ও, ইন্ডিজ) কুলদীপ যাদব (ভারত), মরনে মরকেল (দ. আফ্রিকা), পিযুষ চাওলা (ভারত), উমেশ যাদব (ভারত), জয়দেব উনাড়কাট (ভারত) ও অঙ্কিত রাজপুত (ভারত)।
অলরাউন্ডার
সাকিব আল হাসান (বাংলাদেশ), আন্দ্রে রাসেল (ও. ইন্ডিজ), ইউসুফ পাঠান (ভারত) ব্র্যাড হগ (অস্ট্রেলিয়া), জেসন হোল্ডার (ও. ইন্ডিজ), রাজাগোপাল সতীশ (ভারত), জন হেস্টিংস (অস্ট্রেলিয়া)
সাপোর্ট স্টাফ
জ্যাক ক্যালিস, (হেড কোচ, দ. আফ্রিকা), সায়মন ক্যাটিচ (সহকারী কোচ, অস্ট্রেলিয়া), ওয়াসিম আকরাম (টিম মেন্টর, পাকিস্তান)।
সানরাইজার্স হায়দরাবাদ
ব্যাটসম্যান
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক, অস্ট্রেলিয়া), শিখর ধাওয়ান (ভারত), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ইয়ন মরগ্যান (ইংল্যান্ড), রিকি ভুই (ভারত), তিরুমালাসেট্টি সুমন (ভারত)।
বোলার
মুস্তাফিজ (বাংলাদেশ), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), আশীষ নেহরা (ভারত), ভুবেনশ্বর কুমার (ভারত), বারিন্দার সিং স্রান (ভারত), সিদ্ধার্থ কাউল (ভারত), অভিমান্যু মিথুন (ভারত)।
অলরাউন্ডার
আশীষ রেড্ডি (ভারত), যুবরাজ সিং (ভারত), মোজেস হেনরিকস (অস্ট্রেলিয়া), বেন কাটিং (অস্ট্রেলিয়া), করণ শর্মা (ভারত), বিপুল শর্মা (ভারত), বিজয় শঙ্কর (ভারত), দীপক হুডা (ভারত) ও পারভেজ রসুল (ভারত)।
উইকেটরক্ষক
নামান ওঝা (ভারত) ও আদিত্য তারে (ভারত)।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment