‘নো-বল’ এর ঘটনা ভুলতে পারছেন না ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন৷ ভোলা সম্ভবও নয়৷ অশ্বিন ও জাদেজার দু’টি নো-বলই ভারতকে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে দেয়৷ ওয়াংখেড়েয় ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় টিম ইন্ডিয়া৷ আইপিএল নাইনের প্রাক-উদ্বোধনী ম্যাচের সংবাদ সম্মেলনেও উঠে এল নো-বল প্রসঙ্গ৷চেন্নাই সুপার কিংসের নির্বাসনের আইপিএল নাইনে নতুন দল রাইজিং পুণে সুপারজায়েন্টে নাম লিখিয়েছেন অশ্বিন৷ শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আপিএল নাইনে অভিযোগ শুরু করছে পুণে রাইজিং৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে পুণের জার্সিতে খেলবেন অশ্বিন৷ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে শিশিরিতে ওয়াংখেড়েয় বল না-করার পরামর্শ অশ্বিনের৷
info,www.dailynayadiganta.com
No comments:
Post a Comment