Sunday, April 3, 2016
টেবিলের ওপর পা তুলে ওয়ার্নকে স্যামুয়েলসের জবাব
যেন এমন জবাব দেয়ার জন্যই তেতে ছিলেন মারলন স্যামুয়েলস। ক্যারিবীয় এ ব্যাটসম্যানরে সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্নের লড়াইটা বেশ আগ থেকে। অস্ট্রেলিয়ান বিগ-ব্যাশে তাদের কথার লড়াই প্রায় দেখা যায়। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেও এর ব্যতিক্রম হয়নি। শেন ওয়ার্ন কয়েকদিন ধরে স্যামুয়েলসের সমালোচনা করছিলেন। বিশেষকরে সেমিফাইনালে ভারতের বিপক্ষে তার আউট হওয়ার ধরন মোটেও পছন্দ হয়নি শেন ওয়ার্নের। বিষয়টা মোটেও ভাল ঠেকেনি ক্যারিবীয় এ ব্যাটসম্যানের। যেন এমন একটি মোক্ষম জবাবেব সুযোগে ছিলেন। ইংল্যান্ডের বিপক্ষের ফাইনালের নায়ক স্যামুয়েলস। ৬৬ বলে বলে অপরাজিত ৮৫ রানের ইনিংস খেলে সাংবাদিক সম্মেলনে যান তিনি। মেজাজ ধরে রাখতে পারলেন না সেখানে। শুরুতেই জুতোসমেত পা তুলে দিলেন টেবিলের ওপর। মাঠে যে ঔদ্ধত্যের সঙ্গে বেন স্টোকস-মঈন আলীদের উড়িয়েছেন, মাঠের বাইরে তার চেয়েও আগ্রাসী ক্যারিবিয়ান তারকা। ম্যাচ জিতে উঠেই যিনি নিজের ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি উৎসর্গ করেন শেন ওয়ার্নকে! সাংবাদিক সম্মেলনে স্যামুয়েলস বললেন, ‘এই জয় শেন ওয়ার্নকে উৎসর্গ করছি। ওয়ার্ন সেই ২০১২ থেকে আমাকে দেখলেই ঝামেলা করে। কোনও কারণ ছাড়াই। আমার সঙ্গে পায়ে পা দিয়ে ঝগড়া করাটা মনে হয় ওর কর্মসূচি করে নিয়েছে। সকাল থেকেই দেখছিলাম- লোকটা বকবক করেই যাচ্ছে। তাই সকালেই ঠিক করে রেখেছিলাম- ট্রফি জিতলে ওটা ওকে উৎসর্গ করবো। এখন তাই করলাম’। এছাড়া ওয়ার্নের মুখের প্ল¬াস্টিক সার্জারি নিয়েও কটাক্ষ করতে ছাড়লেন না স্যামুয়েলস। বললেন, ‘হতে পারে আমার মুখটা আসল আর ওরটা নকল বলে ওর ঝামেলা করতে ইচ্ছে করে’।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment